OnePlus Nord CE4: ভারতে এপ্রিল মাসে ওয়ানপ্লাস নর্ড সিই৪ (OnePlus Nord CE4) ফোন লঞ্চ হতে চলেছে। পয়লা এপ্রিলই এই ফোন দেশে লঞ্চ হবে। ইতিমধ্যেই ওয়ানপ্লাস নর্ড সিরিজের (OnePlus Nord Series) এই ফোন সম্পর্কে একাধিক সম্ভাব্য ফিচার প্রকাশ্যে এসেছে। এবার ফাঁস হয়েছে ওয়ানপ্লাস নর্ড সিই৪ ফোনের সম্ভাব্য দাম। এই ফোনে থাকতে চলেছে ৮ জিবি র‍্যাম, ১০০ ওয়াটের SUPERVOOC ফাস্ট চার্জিং সাপোর্ট এবং স্ন্যাপড্রাগন ৭ জেন ৩ চিপসেট। 


ভারতে ওয়ানপ্লাস নর্ড সিই৪ ফোনের দাম কত হতে পারে


টিপস্টার যোগেশ ব্রার জানিয়েছেন, ওয়ানপ্লাস নর্ড সিরিজের এই ফোনের দাম ২৬,৯৯৯ টাকা অথবা ২৭,৯৯৯ টাকা হবে। এই মডেলে ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত স্টোরেজ থাকবে। এছাড়াও ১২৮ জিবি স্টোরেজ নিয়ে বেস ভ্যারিয়েন্ট লঞ্চ হবে এই ফোনের। ওয়ানপ্লাস নর্ড সিই৩ ৫জি ফোনের সাকসেসর হিসেবে লঞ্চ হতে চলেছে ওয়ানপ্লাস নর্ড সিই৪ ফোন। আগামী ১ এপ্রিল সন্ধে ৬টা ৩০ মিনিটে এই ফোন লঞ্চ হবে দেশে। Dark Chrome এবং Celadon Marble- এই দুই রঙে লঞ্চ হবে ওয়ানপ্লাস নর্ড সিই৪ ফোন। ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজ থাকবে এই ফোনে। এখানে ১ টিবি পর্যন্ত বাড়ানো যাবে স্টোরেজের পরিমাণ। 


ওয়ানপ্লাস ১২আর ফোন ভারতে লঞ্চ হয়েছে নতুন র‍্যাম এবং স্টোরেজ নিয়ে


ভারতে নতুন র‍্যাম এবং স্টোরেজ নিয়ে লঞ্চ হয়েছে ওয়ানপ্লাস ১২আর ফোন। নতুন করে ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ নিয়ে এই ফোন লঞ্চ হয়েছে দেশে। এই মডেলের দাম ৪২,৯৯৯ টাকা। ইতিমধ্যেই এই ভ্যারিয়েন্টের বিক্রি শুরু হয়েছে। কুল ব্লু এবং আয়রন গ্রে- এই দুই রঙে ওয়ানপ্লাস ১২আর ফোনের নতুন ভ্যারিয়েন্ট কেনা যাবে। এর আগে ওয়ানপ্লাস ১২আর ফোন লঞ্চ হয়েছিল ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ এবং ১৬ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ নিয়ে। এই দুই মডেলের দাম যথাক্রমে ৩৯,৯৯৯ টাকা এবং ৪৫,৯৯৯ টাকা।


ভারতে লঞ্চ হতে পারে পোকো সংস্থার নতুন ফোন


ভারতে পোকো এফ৬ ফোন লঞ্চ হতে চলেছে খুব তাড়াতাড়ি। নির্দিষ্ট দিনক্ষণ জানা না গেলেও এই ফোন সম্পর্কে বেশ কিছু তথ্য প্রকাশ্যে এসেছে এতদিনে। অনুমান করা হচ্ছে, Xiaomi Civi 4 Pro ফোনের রিব্র্যান্ডেড ভার্সান হতে চলেছে পোকো এফ৬ ফোন। 


আরও পড়ুন- ভারতে হাজির স্যামসাং গ্যালাক্সি বুক ৪, দাম কত? কী কী অফার পাবেন ক্রেতারা?