Smartwatches Under Rs 2000: নতুন স্মার্টওয়াচ কিনবেন ভাবছেন? যদি বাজেট হয় ২০০০ টাকা, তাহলে অ্যামাজন (Smartwatches Under Rs 2000) থেকে কিনতে পারবেন এমন কয়েকটি স্মার্টওয়াচ যার দাম আকাশছোঁয়া হলেও ২০০০ টাকার কমেই কিনতে পারবেন। এই তালিকায় কোন সংস্থার কোন মডেল রয়েছে, দেখে নিন। 


Noise Twist Go Round


নয়েজের এই স্মার্টওয়াচের আসল দাম ৪৯৯৯ টাকা। এখন অ্যামাজন থেকে কেয়া যাবে ১২৯৯ টাকায়। এই স্মার্টওয়াচে রয়েছে ১.৩৯ ইঞ্চির ডিসপ্লে। ব্লুটুথ কলিং ফিচার রয়েছে এই ডিভাইসে। তার ফলে ফোনের সঙ্গে স্মার্টওয়াচ সংযুক্ত থাকলে, ফোনকল এলে আপনি স্মার্টওয়াচের মাধ্যমেই কথা বলতে পারবেন। ইউজারের স্বাস্থ্যের একাধিক দিকে নজরদারি চালাতে পারবে এই স্মার্টওয়াচ। এর জন্য ইউজারকে NoiseFit অ্যাপের সঙ্গে স্মার্টওয়াচ সংযুক্ত রাখতে হবে। আপনি শরীরচর্চা করে আগের তুলনায় কতটা উন্নতি করেছেন স্বাস্থ্যের সেটাও বোঝা যাবে নয়েজের এই স্মার্টওয়াচের সাহায্যে। স্বাস্থ্য সচেতনদের এই ডিভাইস পছন্দ হবে। 


Fire-Boltt Phoenix Ultra


এই স্মার্টওয়াচের আসল দাম ১২,৪৯৯ টাকা। অথচ এই স্মার্টওয়াচ এখন অ্যামাজন থেকে কেনা যাবে মাত্র ১৭৪৯ টাকায়। অর্থাৎ ব্যাপক ছাড় রয়েছে। এই স্মার্টওয়াচে রয়েছে গোলাকার টিএফটি কালার টাচ স্ক্রিন। স্লিক এবং স্টাইলিশ ডিজাইনের এই স্মার্টওয়াচে রয়েছে ম্যাগনেট যুক্ত স্ট্র্যাপ। ১২০-র বেশি স্পোর্টস মোড রয়েছে এই স্মার্টওয়াচে। তার পাশাপাশি রয়েছে একগুচ্ছ হেলথ মনিটরিং ফিচারের সাপোর্ট। ব্লাড অক্সিজেন লেভেল, হার্ট রেট, স্লিপ সাইকেল- সবদিকেই নজর রাখা যাবে এই স্মার্টওয়াচের সাহায্যে। ব্লুটুথ কলিং ফিচার রয়েছে এই স্মার্টওয়াচে। এই ফিচার অন থাকলে এবং স্মার্টওয়াচে পুরো চার্জ থাকলে তা চালু থাকবে প্রায় ৪ দিন। আর এই ফিচার বন্ধ থাকলে এবং স্মার্টওয়াচে পুরো চার্জ থাকলে ডিভাইস অন থাকবে প্রায় ৭ দিন। এই স্মার্টওয়াচে পুরো চার্জ হতে সময় লাগে প্রায় ৩ ঘণ্টা। আর ২০ শতাংশ চার্জ হতে সময় লাগে ৩০ থেকে ৪০ মিনিট। ফোনের সঙ্গে এই স্মার্টওয়াচ সংযুক্ত থাকলে এবং সেই সময় ফোনে গান বা মিউজিক চালু থাকলে তা নিয়ন্ত্রণ করা যাবে এই স্মার্টওয়াচের সাহায্যে। 


Fastrack Limitless FS2


এই স্মার্টওয়াচের আসল দাম ৪৯৯৫ টাকা। এখন অ্যামাজন থেকে কেনা যাবে ১৯৯৯ টাকায়। এই স্মার্টওয়াচে রয়েছে ১.৯১ ইঞ্চির Super UltraVU ডিসপ্লে। এছাড়াও রয়েছে ব্লুটুথ কলিং ফিচারের সাপর্ট। ১০০- র বেশি ওয়াচ ফেসের সুবিধা পাবেন ইউজাররা। এই স্মার্টওয়াচে রয়েছে ইন-বিল্ট গেম, এইআই ভয়েস অ্যাসিসট্যান্টের সাপোর্ট, ক্যালকুলেটর-ক্যালেন্ডার এইসব সুবিধাও। এছাড়াও হেলথ ফিচার তো রয়েইছে। পুরো চার্জ থাকলে এবং ব্লুটুথ কলিং ফিচার বন্ধ থাকলে এই স্মার্টওয়াচ চালু থাকবে প্রায় ৫ দিন। আর ব্লুটুথ কলিং ফিচার চালু থাকলে এবং স্মার্টওয়াচে পুরো চার্জ থাকলে ডিভাইস চালু থাকবে প্রায় ৩ দিন। 


আরও পড়ুন- ভারতে আসছে পোকো এক্স৬ নিও, কেমন দেখতে হবে ফোন, রইল সম্ভাব্য দাম-ফিচার