Smartwatch: অ্যামাজনের (Amazon) ইলেকট্রনিক ফ্রাইডে সেলে একাধিক স্মার্টওয়াচে রয়েছে দুর্দান্ত অফার। ই-কমার্স সংস্থা জানিয়েছে প্রায় ৬০ শতাংশ পর্যন্ত ছাড় পায়া যাবে বিভিন্ন স্মার্টওয়াচে (Smartwatch)। বোট, নয়েজ, ফায়ার-বোল্ট এবং আরও অনেক কোম্পানির স্মার্টওয়াচের ক্ষেত্রে থাকবে ছাড়। এর পাশাপাশি থাকবে ব্যাঙ্ক অফারও। এইচএসবিসি ব্যাঙ্কের ক্রেডিট কার্ড ও ইএমআই- এর সাহায্যে এইসব স্মার্টওয়ার্চ কেনার ক্ষেত্রে ইএমআই ট্রানজাকশন করলে ২০০০ টাকা ইন্সট্যান্ট ডিসকাউন্ট পবেন ক্রেতারা। একই সুবিধা পাওয়া যাবে কোটাক ব্যাঙ্কের ডেবিট বা ক্রেডিট কার্ড ইএমআই ব্যবহার করলেও ২০০০ টাকা ইন্সট্যান্ট ডিসকাউন্ট পাবেন ক্রেতারা।
কোন স্মার্টওয়াচের দাম কত
boAt Wave Lite- এই স্মার্টওয়াচ কেনা যাবে ১৭৯৯ টাকায়। এখানে রয়েছে স্লিম ডিজাইন। এর পাশাপাশি হাল্কা ওজনের এই স্মার্টওয়াচে রয়েছে হার্ট রেট এবং ব্লাড অক্সিজেন লেভেল পরিমাপ করার ফিচার। এছাড়াও রয়েছে অসংখ্য স্পোর্টস মোড। সেই তালিকায় রয়েছে ওয়াকিং, রানিং, সাইক্লিং, ক্লাইম্বিং, যোগাসন, বাস্কেটবল, ফুটবল, ব্যাডমিন্টন, স্কিপিং এবং সাঁতার পরিমাপের ফিচার।
Fire-Boltt Ninja- এই স্মার্টওয়াচে রয়েছে ডায়ালপ্যাড। স্মার্টওয়াচের সঙ্গে ফোন যুক্ত থাকলে এই ঘড়ির মাধ্যমেই ফোন অপারেট করতে পারবেন আপনি। এছাড়াও ইউজারের রিয়েল টাইম হার্ট রেট মনিটর করা যাবে এই স্মার্টওয়াচের সাহায্যে। আর থাকছে ব্লাড অক্সিজেন লেভেল পরিমাপের ফিচার। ২৯৯৯ টাকায় কেনা যাবে এই স্মার্টওয়াচ।
Noise Colorfit Pulse- এই স্মার্টওয়াচের দাম ১৮৯৯ টাকা। ইউজারের রিয়েল টাইম হার্ট রেট পরিমাপের পাশাপাশি ব্লাড অক্সিজেনের মাত্রাও মনিটর করা সম্ভব। এছাড়াও ইউজারের স্লিপ সাইকেলও নিয়ন্ত্রণ করা সম্ভব এই স্মার্টওয়াচের সাহায্যে। এই স্মার্টওয়াচে একবার চার্জ দলে ১০ দিন পর্যন্ত ব্যাটারি লাইফ বজায় থাকতে পারে। কাস্টোমাইজ করার অপশনও থাকছে। এর স্মার্টওয়াচের দাম ১৮৯৯ টাকা।
Fire-Boltt Rage: এই স্মার্টওয়াচে ২৪ ঘণ্টার জন্য ব্লাড অক্সিজেন ট্র্যাকার রয়েছে। ৬০টি স্পোর্টস মোডও রয়েছে। ডায়নামিক হার্ট রেট পরিমাপের জন্য রয়েছে HRS3600 প্রযুক্তি। ইউজার কতটা হেঁটেছেন, কত ক্যালোরি বার্ন হয়েছে সবই বোঝা যাবে এই স্মার্টওয়াচের সাহায্যে। দাম ২২৯৯ টাকা।