Amazon Festival Sale: অ্যামাজনের সেলে ভাল ফোন কিনতে চাইলে দেখতে পারেন Mi 10i 5G। পুরোনো ফোন দিয়ে পেতে পারেন এক্সচেঞ্জ বোনাস। এই ফোনে এমআরপিতে ফ্ল্যাট ডিসকাউন্টের পাশাপাশি ক্যাশব্যাক ও এক্সচেঞ্জ অফার রয়েছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই ফোনে রয়েছে 108MP ক্যামেরা। যা ভালো ফটোগ্রাফির জন্য অন্যতম হাতিয়ার। এই অফারটি কেবল আজকের জন্যই রয়েছে। কারণ 3 নভেম্বর শেষ হবে Amazon-এর সেল৷


অ্যামাজনে গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে দারুণ অফার, ক্লিক করে জানুন সেরা ডিল


Mi 10i 5G (Atlantic Blue, 6GB RAM, 128GB Storage)
অ্যামাজনের সেলে এই কোয়াড ক্যামেরা ফোনটি 21,999 টাকায় পাওয়া যাচ্ছে। এর আসল দাম 24,999 টাকা। অর্থাৎ এমআরপি-তে সরাসরি 3 হাজার টাকা ছাড় রয়েছে। এছাড়াও ফোনে রয়েছে 15,000 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস। যদিও এই অফার আপনার পুরোনো ফোনের অবস্থার উপর নির্ভর করে৷ পাশাপাশি ICICI ব্যাঙ্ক ও কোটাক ব্যাঙ্ক থেকে পেমেন্ট করলে এই ফোনে 1250 টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক পাওয়া যাচ্ছে।এই অফারগুলি ছাড়াও, নো কস্ট ইএমআই-এর অপশনও রয়েছে ফোনে। যাতে আপনি সুদ না দিয়ে প্রতি মাসে কিস্তিতে এর মূল্য শোধ করতে পারেন।


এই ফোন কিনতে ক্লিক করুন এই লিঙ্কে


স্পেসিফিকেশন: এই ফোনের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল এর ক্যামেরা। যা আল্ট্রা-ওয়াইড ও ম্যাক্রো মোড-সহ 108 এমপির প্রাইমারি ক্যামেরা দেয়। এই ক্যামেরার ছবির গুণমান খুবই ভাল।


কোয়াড ক্যামেরা কী- নতুন প্রযুক্তিতে ফোনে ৪টি ক্যামেরা দেওয়া হয়েছে। ৪টি ক্যামেরা যুক্ত এই প্রযুক্তিকে বলা হয় কোয়াড ক্যামেরা। বর্তমানে ট্রিপল রিয়ারের পর কোয়াড ক্যামেরার প্রবণতা বেড়েছে ফোনে। কোয়াড ক্যামেরায় একটি প্রধান বা প্রাইমারি ক্যামেরা থাকে। এখানে প্রাইমারি ক্যামেরা রয়েছে 108MP-এর। এই প্রাথমিক সেন্সরের মাধ্যমে মোবাইলে ক্যামেরার গুণমান বোঝানো হয়। যত বেশি মেগাপিক্সেল ক্যামেরা থাকবে, তত ভালো ছবি আসবে ফোনে। এরপরেও একটি টেলিফটো লেন্স দেওয়া হয়েছে ফোনে। যা ফটো জুম করতে ব্যবহৃত হয়। তৃতীয় ক্যামেরা একটি আল্ট্রা ওয়াইড লেন্স যা ওয়াইড অ্যাঙ্গেল ছবি-সহ আরও ব্যাকগ্রাউন্ড দেখাতে সাহায্য করে। এছাড়াও চার নম্বর ক্যামেরায় একটি ডেপথ সেন্সর রয়েছে। যা ছবির ডেপথ ও ভাল পোর্ট্রেট মোড-সহ ফটোগুলি ক্লিক করে৷


এই ফোন কিনতে ক্লিক করুন এই লিঙ্কে


ভাল ক্যামেরা ছাড়াও এই ফোনে রয়েছে FHD-সহ একটি 6.67-ইঞ্চির ডিসপ্লে। এই ফোনে রয়েছে অক্টাকোর স্ন্যাপড্রাগন প্রসেসর। ফোনে একটি বড় 4820 mAh-এর ব্যাটারি দেওয়া হয়েছে। সেই সঙ্গে এতে 33W ফাস্ট চার্জার দিয়েছে কোম্পানি। 6GB RAM ও 128GB স্টোরেজ রয়েছে ফোনে। যা 512GB পর্যন্ত বাড়ানো যায়। ফোনে ডুয়াল সিম ও 5G নেটওয়ার্কের সাপোর্ট পাবেন আপনি।


আরও পড়ুন : Amazon Festival Sale: গাছের পরিচর্যার জন্য সেলফ ওয়াটার কিট, অ্যামাজনে পান ৪০০ টাকার নিচে


আরও পড়ুন : Amazon Festival Sale: অ্যামাজনে বড় অফার, শীতের কাঁপুনি থেকে বাঁচতে বাম্পার ডিল রুম হিটারে