Amazon Great Indian Festival Sale: পুজোর মরশুমে ফোন কেনার বিষয়ে ভাবছেন ? Redmi-র ফোনে দারুণ ছাড় দিচ্ছে অ্যামাজনের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেল। দেখে নিন রেডমির কোন মডেলে কী অফার দিচ্ছে Amazon।
সেল নিয়ে জানতে ক্লিক করুন ; অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল
Redmi Note 10 Liteস্ন্যাপড্রাগন ৭২০জি প্রসেসর দেওয়া হয়েছে এই ফোনে।৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে রয়েছে এই ফোনে। সারাদিন ব্যাটারি ব্যাক আপের জন্য দেওয়া হয়েছে ৫০২০ এমএইচের ব্যাটারি। ফোনে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা ছাড়াও রয়েছে আরও তিনটি ক্যামেরা সেন্সর।সেলফির জন্য দেওয়া হয়েছে ১৬ মেগার প্রাইমারি শ্যুটার। ফোনের দাম রাখা হয়েছে ১৩,৯৯৯ টাকা। আগে যার দাম ছিল ১৬৯৯৯টাকা।
রেডমির ফোনে দারুণ অফার জানতে ক্লিক করুন: অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে
Redmi Note 10 ProAmazon Festival Sale-এ অফার প্রাইসে পাওয়া যাচ্ছে এই ফোন। ৬ জিবি RAM ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাচ্ছে এই ফোন। ৬.৬৭ ইঞ্চির এই ফোনে রয়েছে ১২০ হার্টজের রিফ্রেস রেট। ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরার ফোনে রয়েছে ফুল এইচডি সুপার অ্যামোলেড ডিসপ্লে। সঙ্গে ৫০২০ এমএএইচের ব্যাটারি দিয়েছে কোম্পানি।অ্যামাজনে Redmi Note 10 Pro-এর দাম রাখা হয়েছে ১৬৪৯৯টাকা।এর আসল দাম ১৯,৯৯৯টাকা।মোট ৩৫০০টাকা ছাড়ের সঙ্গে রয়েছে ১০ শতাংশ HDFC ইনস্ট্যান্ট অফের সুবিধা।
Redmi Note 10 Pro Maxঅ্যামাজনের সেলে দারুণ ছাড় পাওয়া যাচ্ছে ফোনে।৬ জিবি RAM ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের এই ফোনে পাবেন ফুল এইচডি সুপার অ্যামোলেড ডিসপ্লে।ফোনে রয়েছে ১২০ হার্টজের রিফ্রেস রেট।১০৮ মেগাপিক্সেলের ক্যামেরা দেওয়া হয়েছে ফোনে।Redmi Note 10 Pro Max-এর দাম রাখা হয়েছে ১৮,৯৯৯ টাকা। আসলে এই ফোনের দাম ২২,৯৯৯টাকা।
Redmi 9অ্যামাজনে ৬.৫৩ ইঞ্চির এই ফোনে পাওয়া যাচ্ছে বিশেষ অফার। ১৩ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা দেওয়া হয়েছে ফোনে।রয়েছে ৫০০০ এমএএইচের ব্যাটারি।Mediatek Helio G35 Octa core Processor দেওয়া হয়েছে ফোনে। রেডমির এই মডেলের দাম রাখা হয়েছে ৮৪৯৯টাকা। এর আসল দাম ১০,৯৯৯টাকা।
রেডমির ফোনে দারুণ অফার জানতে ক্লিক করুন: অ্যামাজন গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে
Redmi Note 10S৬.৪৩ ইঞ্চির এই ফোনে রয়েছে ফুল এইচডি সুপার অ্যামোলেড ডিসপ্লে। ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা ছাড়াও ফোনে রয়েছে চারটে ক্যামেরার সেট আপ। এখানেও ক্রেতা পাবেন ৫০০০ এমএএইচের ব্যাটারি।ফোনে অফার প্রাইস রাখা হয়েছে ১২৯৯৯টাকা। এর পুরোনো দাম ১৬৯৯৯টাকা। এই ক্ষেত্রে ফ্ল্যাট ৪০০০টাকা ছাড় দেওয়া হচ্ছে ফোনে।
Redmi 9Aএই ফোনে Helio G25 Processor দিয়েছে রেডমি। সঙ্গে রয়েছে ৫০০০ এমএএইচের ব্যাটারি। ১৩ মেগার প্রাইমারি ক্যামেরা রয়েছে ফোনে। রেডমির এই মডেলের দাম রাখা হয়েছে ৬,৭৯৯টাকা। আগে যার দাম ছিল ৮,৪৯৯টাকা।ফ্ল্যাট ১৭০০টাকা ছাড় দেওয়া হচ্ছে ফোনে।
আরও পড়ুন : Amazon Festival Offer: অ্যামাজনে গুগল পিক্সেল ফোনে বাম্পার সেল, প্রতিটি মডেলেই থাকছে ছাড়
আরওপড়ুন ; Amazon Festival Sale: iPhone 12-এ সরাসরি ২০ শতাংশ ছাড়, মেগা সেল দিচ্ছে অ্যামাজন
আরও পড়ুন ; Amazon Backpack Offers: আর পাবেন না এই অফার, অ্যামাজনে ব্যাকপ্যাকে ৮০% ছাড়