Foldable Smartphones: সমস্ত ইউজারদের জন্য অ্যামাজনের গ্রেট রিপাবলিক ডে সেল (Amazon Great Republic Day Sale 2024) লাইভ হয়েছে। অ্যামাজনের এই সেলে বেশ কয়েকটি ফ্লোল্ডেবল স্মার্টফোন (Foldable Smartphones) তাদের আসল দামের থেকে কিছুটা কমে পাওয়া যাচ্ছে। এসবিআই (SBI) - এর কার্ডে এবং ইএমআই- এর মাধ্যমে ফোন কিনলে ক্রেতারা ১০ শতাংশ ইনস্ট্যান্ট ডিসকাউন্ট পাবেন। এছাড়াও রয়েছে এক্সচেঞ্জ অফার, অর্থাৎ পুরনো ফোনের পরিবর্তে নতুন ফোন কেনার সুবিধা। আপনার যদি ফোল্ডেবল স্মার্টফোন পছন্দ হয়, তাহল এটাই সুযোগ। অ্যামাজনের সেল হাতছাড়া করবেন না।
ওয়ানপ্লাস ওপেন
ফোল্ডেবল স্মার্টফোন মানেই দাম কিন্তু বেশ চড়া। ওয়ানপ্লাস ওপেন ফোনের ১৬ জিবি র্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত মডেল অ্যামাজনের সেলে পাওয়া ১,৩৯,৯৯৯ টাকায়। রয়েছ নো-কস্ট ইএমআই- এর সুবিধা। ইএমআই- এর সাহায্যে এই ফোন কিনলে ক্রেতাদের মাসিক কিস্তিতে দিতে হবে ৫৮৩৩ টাকা। এই ফোল্ডেবল ফোনে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর। ওয়ানপ্লাস ওপেন ফোনে একটি ৭.৮২ ইঞ্চির ProXDR ডিসপ্লে রয়েছে। এটি ফোনের ইনার ডিসপ্লে। অন্যদিকে রয়েছে ৬.৩১ ইঞ্চির ProXDR আউটার বা কভার ডিসপ্লে। ওয়ানপ্লাস ওপেন ফোনে রয়েছে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারির রেয়ার ক্যামেরা সেনসর। এর সঙ্গে রেয়ার ক্যামেরা সেটিংসে রয়েছে ৪৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং ৬৪ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স। ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসরও রয়েছে ওয়ানপ্লাস ওপেন ফোনে।
মোটোরোলা রেজর ৪০
এই ফোনের ভ্যানিলা ক্রিম রঙের ভ্যারিয়েন্ট যা ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত, সেটি অ্যামাজনের গ্রেট রিপাবলিক ডে সেলে পাওয়া যাচ্ছে ৪৪,৯৯৯ টাকায়। এই ফোনে রয়েছে ৬.৯ ইঞ্চির এবং ১.৫ ইঞ্চির দু'টি ডিসপ্লে। প্রথমটি ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত pOLED ডিসপ্লে এবং দ্বিতীয়টি OLED ডিসপ্লে। ৬.৯ ইঞ্চির ডিসপ্লের রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ, এটি মোটোরোলা রেজর ৪০ ফোনের প্রাইমারি ডিসপ্লে। অন্যদিকে ১.৫ ইঞ্চির স্ক্রিনটি হল সেকেন্ডারি। এই ফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭ জেন ১ চিপসেট, ৪২০০ এমএএইচ ব্যাটারি, ৩০ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে।
স্যামসাং গ্যালাক্সি জেড ফ্লিপ৫ ৫জি
স্যামসাংয়ের এই clamshell ফোল্ডেবল ফোনে (ঝিনুকের মতো খোলা, বন্ধ করা সম্ভব এই ফোনে) রয়েছে ৩.৪ ইঞ্চির সেকেন্ডারি স্ক্রিন এবং ৬.৭ ইঞ্চির প্রাইমারি ডিসপ্লে, যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এছাড়াও এই ফোনে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ২ চিপসেট। আর রয়েছে ৩৭০০ এমএএইচ ব্যাটারি, ২৫ ওয়াটের ফাস্ট চার্জিং টেকনোলজি। অ্যামাজনের গ্রেট রিপাবলিক ডে সেলে এই ফোন ৮৫,৯৯৯ টাকায় কেনা যাবে।
টেকনো ফ্যান্টম ভি ফোল্ড ৫জি
এই ফোল্ডেবল ফোনে রয়েছে ৭.৮৫ ইঞ্চির ডিসপ্লে। ফোন খোলা অবস্থায় ডিসপ্লের পরিমাপ এটি। ফোন বন্ধ থাকলে স্ক্রিন হবে ৬.৪২ ইঞ্চির। এই ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৯০০০ প্লাস চিপসেট রয়েছে। এছাড়া এই ফোনে হাই রেজোলিউশন যুক্ত ৫০ মেগাপিক্সেলের ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপও রয়েছে। টেকনো সংস্থার এই ফোল্ডেবল ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। অ্যামাজনের সেলে এই ফোন কেনা যাবে ৬৮,৯৯৯ টাকায়।
আরও পড়ুন- রিয়েলমি ১২ প্রো প্লাস- কেমন দেখতে হবে এই ফোন? কী কী ফিচার থাকতে পারে? প্রকাশ্যে ভিডিও