5G Phones Under Rs 10,000: অ্যামাজন ইন্ডিয়া, (Amazon India) ই-কমার্স সংস্থায় দোল (Holi 2024) উপলক্ষ্যে চলছে হোলি ফেস্ট (Holi Fest)। এখানে ১০ হাজার টাকার কমে বেশ কয়েকটি ৫জি (5G Phones) ফোন কিনতে পারবেন আপনি। সেই তালিকায় কোন কোন ফোন রয়েছে, চলুন দেখে নেওয়া যাক।


লাভা ব্লেজ ৫জি


এই ফোনের আসল দাম ১৪,৯৯৯ টাকা। কিন্তু এখন অ্যামজন থেকে ৮৭৯৯ টাকায় কেনা যাবে। এই ফোনে রয়েছে ৪ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ। এছাড়াও রয়েছে মাইক্রো এসডি কার্ডের সাপোর্ট। তার সাহায্যে ১ টিবি পর্যন্ত স্টোরেজের পরিমাণ বাড়ানো সম্ভব। লাভা ব্লেজ ৫জি ফোনে একটি ৬.৫ ইঞ্চির এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। এই ফোনে ৫০০০ এমএএইচ লিথিয়াম পলিমার ব্যাটারি রয়েছে। অ্যান্ড্রয়েড ১২ অপারেটিং সফটওয়্যারের সাহায্যে এই ফোন পরিচালিত হবে। একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৭০০ প্রসেসর রয়েছে এই ফোনে। 


পোকো এম৬ প্রো ৫জি


পোকো সংস্থার এই ফোনের আসল দাম ১৫,৯৯৯ টাকা। তবে এখন অ্যামাজন থেকে ৯৯৯৯ টাকায় কিনতে পারবেন। এই ফোনে রয়েছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৪ জেন ২ প্রসেসর। এর সঙ্গে ৮ জিবি র‍্যাম যুক্ত রয়েছে যা আরও ৪ জিবি বাড়ানো সম্ভব। ফুল এইচডি প্লাস রেজোলিশন যুক্ত ১৭.২৪ সেন্টিমিটারের ডিসপ্লে রয়েছে এই ফোনে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। এর উপরে Corning Gorilla Glass 3 সাপোর্ট রয়েছে। পোকো এম৬ প্রো ৫জি ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা ইউনিট রয়েছে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে, যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাপর্ট রয়েছে। ফোনের ডিসপ্লের উপরে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে। পোকো সংস্থার এই ৫জি ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ২২.৫ ওয়াটের চার্জার (ফোনের বক্সে)। এই ফোন পরিচালিত হবে অ্যান্ড্রয়েড ১৩ বেসড MIUI 14 - এর সাপোর্টে পরিচালিত হবে ফোন। ফোনের সাইডের অংশে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেনসর। এছাড়াও এই ফোনে ৩.৫ মিলিমিতারের একটি অডীও জ্যাক রয়েছে। 


স্যামসাং গ্যালাক্সি এম১৪ ৫জি


এই ফোনের লঞ্চের সময় দাম ছিল ১৭,৯৯০ টাকা। অ্যামাজনের সাইট থেকে এখন এই ফোন কেনা যাবে ৯৯৯০ টাকায়। এখানে ৬.৬ ইঞ্চির এলসিডি ডিসপ্লে রয়েছে যেখানে ফুল এইচডি প্লাস রেজোলিউশন পাওয়া সম্ভব। ১৩ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে এই ফোনে। এছাড়াও ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপে রয়েছে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর। এছাড়াও দুটো ২ মেগাপিক্সেলের সেনসর রয়েছে এই ক্যামেরা সেনসরের। অ্যান্ড্রয়েড ১৩- র সাপোর্টে পরিচালিত হবে এই ফোন। একটি ৬০০০ এমএএইচ লিথিয়াম আয়ন ব্যাটারি রয়েছে এই ফোনে। 


আরও পড়ুন- ভারতে লঞ্চ হতে চলেছে শাওমির নয়া ফোন, কোন মডেলের সঙ্গে মিল থাকতে পারে?