WhatsApp: বর্তমানে আর্টিফিশিয়াল ইটেলিজেন্সের (AI Technology) প্রতি আগ্রহ দেখিয়েছে বিভিন্ন অ্যাপ। সেই তালিকায় রয়েছে হোয়াটসঅ্যাপও (WhatsApp)। এক্ষেত্রে উল্লেখ্য, বিশ্বের অন্যতম জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ (Instant Messaging App) হল হোয়াটসঅ্যাপ। শোনা যাচ্ছে, এই অ্যাপেই এবার আসতে চলেছে এআই ফিচার যুক্ত ইমেজ এডিটিং টুল (AI Image Editor)। অর্থাৎ হোয়াটসঅ্যাপে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাহায্যে ছবি এডিট করার সুযোগ পাবেন ইউজাররা। এমনই একটি ফিচার নিয়ে হোয়াটসঅ্যাপ সংস্থা নাকি কাজও শুরু করেছে। এআই প্রযুক্তির সাহায্যে ছবি এডিটের এই ফিচার কবে হোয়াটসঅ্যাপে চালু হবে তার নির্দিষ্ট দিনক্ষণ এখনও জানা যায়নি। তবে অনুমান করা হচ্ছে, এই ফিচার চালু হলে ইউজাররা তাদের ছবির গুণমান বিভিন্ন নিরিখে এআই প্রযুক্তির সাহায্যে বাড়াতে পারবেন।


হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo জানিয়েছে, অ্যান্ড্রয়েডের ক্ষেত্রে লেটেস্ট বিটা আপডেট ২.২৪.৭.১৩ ভার্সানে এই ফিচার পাওয়া যাবে। এআই ভিত্তিক ছবি এডিটের এই ফিচার নিয়ে এখনও কাজকর্ম চলছে। বিটা টেস্টারদের জন্যেও উপলব্ধ হয়নি এই ফিচার। অতএব সমস্ত ইউজারদের জন্য এই ফিচার চালু হতে এখনও কিছুটা সময় বাকি রয়েছে। হোয়াটসঅ্যাপের এই ট্র্যাকার WABetaInfo আরও জানিয়েছে যে এখন চ্যাটের মধ্যে যেখানে এইচডি আইকন থাকে সেখানে একটি সবুজ রঙের আইকন থাকবে। হোয়াটসঅ্যাপের অ্যান্ড্রয়েড ভার্সানে যেখানে ছবি পাঠানোর ফিচার বা আইকন রয়েছে সেখানেই এই নতুন আইকন দেখা যাবে। মূলত আর্টিফিশিয়াল টেকনোলজির সাহায্যে ছবির ব্যাকড্রপ, রিস্টাইল এবং এক্সপ্যান্ড- এইসব করা যাবে। 


হোয়াটসঅ্যাপে চ্যাটে মেসেজ পিন করে রাখার জন্য নতুন সুবিধা


হোয়াটসঅ্যাপের সমস্ত ইউজারদের জন্যই চ্যাটের মধ্যে তিনটি মেসেজ পিন করে রাখার এই সুবিধা বা ফিচার চালু হয়েছে। সমস্ত ধরনের মেসেজ যেমন- টেক্সট, ইমেজ, পোল- সবই পিন করে রাখা যাবে। মেসেজ পিন করে রাখলে ইউজাররা আসলে সহজে গুরুত্বপূর্ণ বিষয় খুঁজে পাবেন। দরকারের সময় প্রয়োজনীয় জিনিস খোঁজার জন্য হাতড়ে বেরিয়ে সময় নষ্ট করতে হবে না। একটি হোয়াটসঅ্যাপে চ্যাটের মধ্যে কোনও মেসেজ পিন করার জন্য প্রথমে ওই নির্দিষ্ট মেসেজের উপর ট্যাপ করতে হবে। তাহলে পিন অপশন দেখা যাবে এবং সেটা সিলেক্ট করে নিতে হবে। যে মেসেজ ইউজার পিন করে রাখতে চাইছেন সেটা কত সময়ের জন্য পিন করে রাখতে চাইছেন সেটাও সেট করে নেওয়া যাবে। ২৪ ঘণ্টা থেকে ৩০ দিন পর্যন্ত থাকছে সময়। ইউজার নিজের পছন্দ এবং সুবিধা অনুসারে সময় বেছে নিতে পারবেন।


আরও পড়ুন- হোয়াটসঅ্যাপে আসছে এআই সার্চ, কীভাবে কাজ করবে এই নতুন ফিচার?