Bluetooth Speaker Under Rs 1000: বছরশেষে বাড়িতে পার্টির আয়োজন করতে চলেছেন? তাহলে অবশ্যই থাকা দরকার ভাল মিউজিক সিস্টেম। আর বর্তমানে পছন্দের গান শোনার অন্যতম মাধ্যম ব্লুটুথ স্পিকার (Bluetooth Speaker)। একবার স্মার্টফোনের (Smartphone) সঙ্গে কানেক্ট করে নিতে পারলেই হবে। একের পর এক গান পার্টিতে বাজাতে পারবেন আপনি। যদি কম দামের মধ্যে এখন ব্লুটুথ স্পিকার কিনতে চান তাহলে অ্যামাজনের মেগা ইলেকট্রনিক্স ডেজ সেল আপনার জন্য আদর্শ অপশন। এখানে ১০০০ টাকার কমে বেশ কয়েকটি ব্লুটুথ স্পিকার পেয়ে যাবেন আপনি। চলুন একঝলকে দেখে নেওয়া যাক তালিকা।
Zebronics ZEB-County 3W wireless Bluetooth Speaker
এই ব্লুটুথ স্পিকারে রয়েছে ৩ ওয়াটের ওয়্যারলেস ব্লুটুথ সাপোর্ট। বর্তমানে অ্যামাজন থেকে কেনা যাবে ৫৪৯ টাকায় যা মার্কেট রেট প্রাইসের তুলনায় ৪৫ শতাংশ কম। সুন্দর ডিজাইনের এই স্পিকারে সহজে যেকোনও জায়গায় নিয়ে যাওয়া যায়। ৩ ওয়াটের স্পিকার ইউনিট রয়েছে এই ব্লুটুথ স্পিকারে। শুধু যে ফোনের ব্লুটুথ কানেক্ট করেই এখানে গান চালানো যাবে তা নয়, এফএম স্টেশনও চালানো যাবে এই ব্লুটুথ স্পিকারের সাহায্যে। এছাড়াও এই স্পিকার রয়েছে একটি এসডি কার্ডের সাপোর্ট এবং একটি Aux কেবল। ফোনকল এলে কথাও বলা যাবে এই স্পিকারের সাহায্যে।
Mivi Play Bluetooth speaker
এই ব্লুটুথ স্পিকার অ্যামাজনের মেগা ইলেকট্রনিক্স ডেজ সেলে কেনা যাবে ৬৯৯ টাকায়। এখানে ৫ ওয়াটের স্পিকার রয়েছে। ভারতেই তৈরি হয়েছে এই ব্লুটুথ স্পিকার। bass সাউন্ডের জন্য এই ডিভাইস বিখ্যাত। একবার পুরো চার্জ দিলে প্রায় ১২ ঘণ্টা পর্যন্ত চালু থাকতে পারে এই ব্লুটুথ স্পিকার। সবুজ, নীল, কমলা, টার্কওয়াইজ-সহ একাধিক রঙে এই ব্লুটুথ স্পিকার ভারতে লঞ্চ হয়েছে।
Infinity – JBL Clubz Mini Wireless Portable Bluetooth speaker
এই ব্লুটুথ স্পিকারে রয়েছে ওয়্যারলেস সাপোর্ট। অ্যামাজন থেকে কেনা যাবে ৮৪৯ টাকায় যা আসল দামের থেকে ৫৮ শতাংশ কম। এই ব্লুটুথ স্পিকারে ২.৫ ওয়াটের স্পিকার রয়েছে। Deep Bass- এর জন্য এই ব্লুটুথ স্পিকার জনপ্রিয়। এখানে রয়েছে একটি মাইক্রোফোন যার সাহায্যে কলিং সম্ভব। আর রয়েছে ভয়েস অ্যাসিসট্যান্টের সাপোর্ট। Bluetooth 5.0 সাপোর্ট রয়েছে এই ডিভাইসে। ৫ ঘণ্টার প্লেটাইম পাওয়া যাবে এই ব্লুটুথ স্পিকারে।
Boat Stone 135 Portable Bluetooth speaker
বোটের এই ব্লুটুথ স্পিকার অ্যামাজন থেকে ৯৯৯ টাকায় কেনা যাবে। এখানে ৫ ওয়াটের স্পিকার রয়েছে এবং মোট প্লেটাইম পাওয়া যাবে প্রায় ১১ ঘণ্টা। এই স্পিকারে রয়েছে মাল্টি কানেক্টিভিটি মোড। এটি একটি ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। বোটের এই ব্লুটুথ স্পিকারে রয়েছে একটি এফএম মোড এবং ফ্রি-হ্যান্ড কলিংয়ের জন্য মাইক্রোফোনের সাপোর্ট। এছাড়াও রয়েছে ভয়েস অ্যাসিসট্যান্টের সাপোর্ট।
Portronics SoundDrum 10W Bluetooth speaker
এই ব্লুটুথ স্পিকার এখন অ্যামাজন থেকে কেনা যাবে ৯৯৯ টাকায়। ১০ ওয়াটের স্পিকার ইউনিট রয়েছে এখানে। এছাড়াও রয়েছে ইন-বিল্ট এফএম। একটানা ৫ থেকে ৬ ঘণ্টা এই ব্লুটুথ স্পিকারে গান বাজানো যাবে বলে দাবি করেছে সংস্থা। এই ব্লুটুথ স্পিকারে রয়েছে মাইক্রোফোন।
আরও পড়ুন- অ্যামাজনের মেগা ইলেকট্রনিক্স সেল, ২০০০ টাকার কমে কোন কোন স্মার্টওয়াচ কেনা যাবে?