Diwali 2021: অ্যামাজনে Xiaomi 11 Lite NE 5G-তে পাবেন সর্বকালের সেরা অফার৷ ৩০-৪০ হাজার টাকা ফোনের সমান ফিচার হলেও সেলে এর দাম ২৭ হাজারের কম। এছাড়াও আপনি অতিরিক্ত ১৫০০ টাকা ও ১৫ হাজার পর্যন্ত এক্সচেঞ্জ বোনাসের সুবিধা নিতে পারেন। এই ফোনে 5G, Alexa সহ 64MP ক্যামেরা রয়েছে। ফাস্ট চার্জিং ভাল ব্যাটারি ছাড়াও ফোনে থাকছে লেটেস্ট ফিচার। ফোনে ৪টি ফ্যাশনেবল রঙের অপশন পাচ্ছেন আপনি।


অ্যামাজনে গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে দারুণ অফার, ক্লিক করে জানুন সেরা ডিল


Xiaomi 11 Lite NE 5G (Diamond Dazzle 6GB RAM 128 GB Storage) 
20 হাজার টাকার মধ্যে স্মার্ট ফোনে ভাল ডিল চাইলে Amazon-এ দেখে নিন Xiaomi 11 Lite NE 5G। এই ফোনের দাম 31,999 টাকা হলেও সেল প্রাইসে এই ফোন 26,999 টাকায় পাওয়া যাচ্ছে। অর্থাৎ ফোনে সরাসরি ৫ হাজার টাকার বেশি ছাড় পাচ্ছেন ক্রেতা। এ ছাড়াও রয়েছে় 14,900 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ বোনাস। যদিও এই বোনাসের টাকার অঙ্ক আপনার পুরোনো ফোনের অবস্থার উপর নির্ভর করে।


HSBC, RBL, ফেডারেল ব্যাঙ্ক, ব্যাঙ্ক অফ বরোদার ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে ফোন কিনলে 1500 টাকা পর্যন্ত ইনস্ট্যান্ট ক্যাশব্যাক রয়েছে৷ এই অফারগুলি ছাড়াও পাবেন নো কস্ট ইএমআই-এর অপশন। আপনি কোনও সুদ না দিয়েই কিস্তি দিয়ে ফোনের টাকা শোধ করতে পারবেন।


Xiaomi 11 Lite NE 5G কিনতে ক্লিক করুন এই লিঙ্কে


স্পেসিফিকেশন- এই ফোনে অ্যালেক্সা সাপোর্ট রয়েছে। অর্থাৎ আপনি ফোনে অ্যালেক্সা ডাউনলোড করেই সরাসরি ব্যবহার করতে পারবেন। এর মাধ্যমে কেবল ভয়েস কমান্ড দিয়ে ফোন চালতে পারবেন। চাইলে আপনি হ্যান্ডস ফ্রি মিউজিক শুনতে পারেন।প্রয়োজনে অ্যালেক্সা থেকে কল ডায়াল বা রিসিভও করতে পারেন। এই ফোনের বিশেষত্ব হল এর ক্যামেরা। যাতে রয়েছে 64 এমপি প্রাইমারি রেয়ার সেন্সর। যার মধ্যে একটি 8MP আল্ট্রা ওয়াইড, 5MP সুপার ম্যাক্রো ক্যামেরাও রয়েছে। এই ফোনে একটি 20MP সেলফি ক্যামেরা পাবেন ক্রেতা। ফোনের ক্যামেরায় মুভি এফেক্ট, ম্যাজিক জুম, স্লো শাটার, টাইম ফ্রিজ, নাইট টাইম ল্যাপস, লং এক্সপোজার মোড-সহ অনেক উন্নত ফিচার রয়েছে। যা ছবিকে আরও ভাল করে তোলে।


OLED ডট ডিসপ্লে-সহ 6.55 ইঞ্চির স্ক্রিন রয়েছে ফোনে। ভাল অডিওর জন্য ফোনে ডলবি ভিশন সাপোর্ট ও ডুয়াল স্টেরিও স্পিকার দেওয়া হয়েছে। ফোনে 6GB LPDDR4X RAM ও 128GB UFS 2.2 স্টোরেজ রয়েছে। ডুয়াল সিম অপশন ছাড়াও ফোনে রয়েছে 5G সাপোর্ট। এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 778G Kryo 670 অক্টাকোর প্রসেসর রয়েছে। 33W ফাস্ট চার্জার সহ 4250mAH লিথিয়াম-পলিমার পাওয়ারফুল ব্যাটারি দেওয়া হয়েছে ফোনে। যা মাত্র 58 মিনিটে সম্পূর্ণ চার্জ হয়ে যায়।


Xiaomi 11 Lite NE 5G কিনতে ক্লিক করুন এই লিঙ্কে