Earphones: অ্যামাজন প্রাইম ডে ২০২২ সেল ইভেন্ট শুরু হয়ে গিয়েছে ভারতে। ২৩ জুলাই শুরু হয়েছে এই সেল। চলবে ২৪ জুলাই পর্যন্ত। ৪৮ ঘণ্টা অর্থাৎ ২ দিনের এই সেলে প্রায় ৩০ হাজার নতুন প্রোডাক্ট লঞ্চ করবে অ্যামাজন ই-কমার্স সংস্থা। কেবলমাত্র অ্যামাজনের প্রাইম সদস্যরাই এই সেলে কেনাকাটার সুযোগ পাবেন। আইসিআইসিআই এবং এসবিআই ব্যাঙ্কের কার্ডে ১০ শতাংশ ইনস্ট্যান্ট ছাড় রয়েছে অ্যামাজনের এই সেলে। এছাড়াও থাকছে নো-কস্ট ইএমআই অপশন এবং এক্সচেঞ্জ অফার। কুপনের ভিত্তিতেও ছাড় পাবেন ক্রেতারা। স্মার্টফোন ছাড়াও স্মার্টওয়াচ এবং বিভিন্ন অডিও ডিভাইস, স্পিকার, ইয়ারফোন ও অন্যান্য অনেক ইলেকট্রনিক্স ডিভাইসে রয়েছে আকর্ষণীয় অফার। 


অ্যামাজনের প্রাইম ডে সেলে ১০০০ টাকার কমেও আপনি কেনাকাটা করতে পারবেন। কী কী পাবেন সেটাই দেখে নিন একনজরে। 


Mivi DuoPods A350


এই ইয়ারবাডসের দাম ছাড় যুক্ত হয়ে দাঁড়িয়েছে ৯৯৯ টাকায়। এই ইয়ারবাডস একটি IPX4 রেটিং প্রাপ্ত সোয়েট অ্যান্ড ওয়াটার প্রুফ ডিভাইস। এই রেজিসট্যান্স ফিচার ছাড়াও এখানে রয়েছে ৫০ ঘণ্টার প্লেটাইম সাপোর্ট। অর্থাৎ একবার চার্জ দিলে ৫০ ঘণ্টা পর্যন্ত প্লেটাইম সাপোর্ট পাওয়া যাবে এই ইয়ারবাডসে। এটি একটি ট্রু ওয়্যারলেস স্টিরিও ইয়ারফোন। ব্লুটুথ ৫.১ সাপোর্ট রয়েছে এই ইয়ারবাডসে। MEMS মাইক্রোফোন রয়েছে এই ইয়ারবাডসে, যা ফোন এলে কথা বলতে সাহায্য করবে। এই ইয়ারবাডসের আসল দাম ১৪৯৯ টাকা। 


Boat Rockerz 450


বর্তমানে এই ইয়ারফোনের দাম অ্যামাজন প্রাইম ডে ২০২২ সেলে ৭৯৯ টাকা। এই ইয়ারফোনের আসল দাম ৩৯৯০ টাকা। ১৫ ঘণ্টার প্লেব্যাক টাইম সাপোর্ট রয়েছে এই ইয়ারফোনে। এখানে রয়েছে প্যাডেড ইয়ার কুশন। এর জন্য ইউজাররা কমফর্টেবল ফিটিংস পাবেন। ডুয়াল সাপোর্ট মোড রয়েছে এখানে। ব্লুটুথ এবং aux input- এই দুই মোডের সাপোর্ট পাওয়া যাবে। ৪০ মিলিমিটারের ডায়নামিক ড্রাইভার্স রয়েছে বোটের এই ইয়ারফোনে। আসল দামের তুলনায় অনেকটাই কমে অ্যামাজনের সেলে পাওয়া যাচ্ছে এই ইয়ারবাডস। 


আরও পড়ুন- শুরু হয়েছে অ্যামাজনের প্রাইম ডে সেল, দেখে নিন স্মার্টফোনের সেরা অফারগুলি