অ্যামাজন প্রাইম ডে ২০২২ সেল ইভেন্ট শুরু হয়ে গিয়েছে ভারতে। ২৩ জুলাই শুরু হয়েছে এই সেল। চলবে ২৪ জুলাই পর্যন্ত। ৪৮ ঘণ্টা অর্থাৎ ২ দিনের এই সেলে প্রায় ৩০ হাজার নতুন প্রোডাক্ট লঞ্চ করবে অ্যামাজন ই-কমার্স সংস্থা। কেবলমাত্র অ্যামাজনের প্রাইম সদস্যরাই এই সেলে কেনাকাটার সুযোগ পাবেন। আইসিআইসিআই এবং এসবিআই ব্যাঙ্কের কার্ডে ১০ শতাংশ ইনস্ট্যান্ট ছাড় রয়েছে অ্যামাজনের এই সেলে।


অ্যামাজন প্রাইম ডে সেল ২০২২- এর বেস্ট স্মার্টফোন ডিল


অ্যাপেল আইফোন ১৩ এবং আইফোন ১৩ প্রো- আইফোনের এই দুই মডেলে রয়েছে দুর্দান্ত অফার। আইফোন ১৩- র ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের আসল দাম ৭৯,৯০০ টাকা। তবে অ্যামাজনের সেলে এখন দাম ৬৬,৯০০ টাকা। এরপর অতিরিক্ত অফার হিসেবে আরও ১২,৯০০ টাকা ছাড় পেতে পারেন ক্রেতারা। সেক্ষেত্রে পুরনো ফোন এক্সচেঞ্জ করলে এই অফার পাওয়া যাবে।


আইফোন ১৩ প্রো- এর ক্ষেত্রে ১২৮ জিবি ভ্যারিয়েন্টের আসল দাম ১,১৯,৯০০ টাকা। তবে অ্যামাজনের প্রাইম ডে সেলে এই ফোন পাওয়া যাবে ৯৯,৯০০ টাকায়। এখানেও থাকছে এক্সচেঞ্জ অফার এবং নো-কস্ট ইএমআই অপশন। Amazon Pay ICICI Bank- এর ক্রেডিট কার্ডের থেকে ৫ শতাংশ অতিরিক্ত ক্যাশব্যাক পাবেন ক্রেতারা।


আইকিউওও ৯ ৫জি- এই ফোনের আসল দাম ৪৯,৯৯০ টাকা। তবে অ্যামাজন প্রাইম ডে সেলে আইকিউওও ৯ ৫জি ফোন পাওয়া যাবে ৩৯,৯৯০ টাকা। পুরনো ফোন এক্সচেঞ্জ করলে এই ফোনের দামের উপর আরও ১৭,৯০০ টাকা ছাড় পাবেন। এই ফোনে স্ন্যাপড্রাগন ৮৮৮+ প্রসেসর রয়েছে। এছাড়াও রয়েছে ৮ জিবি র‍্যাম। নো-কস্ট ইএমআই পেমেন্ট অপশনও থাকছে এই ফোনের ক্ষেত্রে। ১২ মাস পর্যন্ত নো-কস্ট ইএমআই- এর সুযোগ থাকবে।


রিয়েলমি নারজো ৫০এ প্রাইম- এই ফোনের ক্ষেত্রে কুপন ভিত্তিক ছাড় পাওয়া যাবে। ৭৫০ টাকা ছাড় পাবেন এই স্মার্টফোনে। তার সঙ্গে অতিরিক্ত ১৫০০ টাকা ছাড় পাবেন ক্রেতারা। তবে এই ছাড় আইসিআইসি ব্যাঙ্ক এবং এসবিআই ব্যাঙ্কের কার্ডে পাওয়া যাবে। পুরনো ফোন এক্সচেঞ্জ করে ১০,৬৫০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন।


আরও পড়ুন- হোয়াটসঅ্যাপ গ্রুপের পুরনো সদস্যদের এবার দেখতে পাবেন, আসছে নতুন ফিচার