Realme Smartphone: রিয়েলমি ১২ প্রো প্লাস (Realme 12 ProPlus) ফোন ভারতে লঞ্চ হতে চলেছে জানুয়ারি মাসের পরে, সম্ভবত ফেব্রুয়ারিতে। আনুষ্ঠানিক লঞ্চের আগে এই ফোনের ডিজাইন এবং স্পেসিফিকেশন (Design and Specifications) প্রকাশ্যে এসেছে। একটি ইউটিউব ভিডিওর মাধ্যমে এইসব তথ্য ফাঁস হয়েছে। বলা হচ্ছে, এই ভিডিও একটি ফার্স্ট ইমপ্রেশন ভিডিও। রিয়েলমি ১২ প্রো প্লাস মডেল দুটো রঙে লঞ্চ হবে বলে দেখা গিয়েছে ওই ভিডিওতে। সেখানে থাকবে একটি কার্ভড AMOLED ডিসপ্লে। রিয়েলমি ১২ প্রো প্লাস ফোনের রেয়ার ক্যামেরা মডিউলে ট্রিপল ক্যামেরা সেটআপ দেখা গিয়েছে। এই ফোন পরিচালিত হবে অ্যান্ড্রয়েড ১৪ আউট অফ দ্য বক্সের সাহায্যে।
বেজ কালার এবং নীল রঙের শেডে লঞ্চ হতে পারে রিয়েলমি ১২ প্রো প্লাস ফোন। এই মডেলে থাকতে পারে একটি লেদার-লাইক ফিনিশ। ফোনের রেয়ার প্যানেলে বাঁদিকের নীচের অংশে থাকবে সংস্থার লোগো। আর ফোনের ব্যাক প্যানেলের মাঝ-বরাবর উপর থেকে নীচের দিকে থাকবে একটি মেটালিক ব্যান্ড। ইউটিউবের ভিডিও অনুসারে রিয়েলমি ১২ প্রো প্লাস ফোনে ৬.৭ ইঞ্চির কার্ভড AMOLED ডিসপ্লে থাকতে চলেছে। এছাড়াও ফোনের কার্ভড এজ গুলিতে নোটিফিকেশন অ্যালার্টের ক্ষেত্রে অ্যানিমেশনের সাপোর্ট রয়েছে। ফোনের ডানদিকের অংশে রয়েছে পাওয়ার বাটন এবং ভলিউম বাটন। ফোনের নীচের অংশে রয়েছে সিম ট্রে, ইউএসবি টাইপ-সি পোর্ট, একটি স্পিকার।
রিয়েলমি ১২ প্রো প্লাস ফোনের রেয়ার প্যানেলে গোলাকার ক্যামেরা মডিউল থাকতে চলেছে। এখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর, ৮ মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা এবং ৬৪ মেগাপিক্সেলের একটি ক্যামেরা রয়েছে। তৃতীয় ক্যামেরা সেনসরটি হল টেলিফটো ক্যামেরা। রিয়েলমির এই ফোনে একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭এস জেন ২ প্রসেসর থাকতে চলেছে। তার সঙ্গে ১২ জিবি র্যাম এবং ৫১২ জিবি স্টোরেজ থাকতে চলেছে। Realme UI 5- এর সাপোর্ট রয়েছে রিয়েলমি ১২ প্রো প্লাস ফোনে। রিয়েলমির এই ফোনে ৫০০০ এমএএইচ ব্যাটারি থাকরে পারে বলে শোনা গিয়েছে। এই ফোনের খুঁটিনাটি অনেক তথ্যই এখনও ফাঁস হওয়া বাকি রয়েছে। প্রযুক্তি বিশেষজ্ঞদের বেশিরভাগেরই অনুমান লঞ্চের দিন যত এগিয়ে আসবে ফোন সম্পর্কে তত বেশি তথ্য প্রকাশ্যে আসবে। প্রসঙ্গত উল্লেখ্য রিয়েলমি ১২ প্রো প্লাস ফোন ভারতে কবে লঞ্চ হবে তার নির্দিষ্ট কোনও দিনক্ষণ এখনও প্রকাশ্যে আসেনি।
আরও পড়ুন- পোকো এম৬ প্রো ফোনের ৪জি মডেল লঞ্চ হয়েছে গ্লোবাল মার্কেটে, কী কী ফিচার রয়েছে এই ফোনে?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।