Amazon Summer Sale: অ্যামাজনের সামার সেলে পাবেন দারুণ অফার। আইফোন ও স্যামসাংয়ের গুণগত মানের ফোন কিনতে চান, তাহলে অবশ্যই দেখতে পারেন ওয়ান প্লাসের এই ফোন। আসলে OnePlus ফোনের ক্যামেরা খুবই অসাধারণ। এটি তৈরি করেছে সুইডিশ কোম্পানি Hasselblad। সম্প্রতি, OnePlus দুটি দামি ফোন লঞ্চ করেছে। সেই দুটি ফোনই এখন Amazon-এর সামার সেলে পাওয়া যাচ্ছে।


1 OnePlus 10 Pro 5G (Volcanic Black, 8GB RAM, 128GB Storage)
এই ফোনের দাম 66,999। ICICI কার্ড দিয়ে পেমেন্ট করলে এই ফোনে 5000 টাকার তাত্ক্ষণিক ক্যাশব্যাক রয়েছে। এছাড়াও, এই ফোনে 16,500 টাকার এক্সচেঞ্জ বোনাস রয়েছে।
ফোনটিতে 48 এমপি প্রধান ক্যামেরা, 50 এমপি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা সহ 2nd Gen Hasselblad দিয়ে তৈরি একটি ট্রিপল রিয়ার ক্যামেরা রয়েছে। এতে 1/1.56" সাইজের সেন্সর দিয়েছে কোম্পানি। সঙ্গে 8 MP টেলিফোটো লেন্স দেওয়া হয়েছে। 2 এমপি মনোক্রোম ক্যামেরা ও32 এমপি সেলফি ক্যামেরা রয়েছে ফোনে।


এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 জেনারেশন চিপসেট প্রসেসর রয়েছে। ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লে সহ ফোনটির স্ক্রিনের আকার 6.7 ইঞ্চি ও এতে সর্বশেষ LTPO প্রযুক্তি রয়েছে। এই ফোনে 12GB RAM ও 128GB স্টোরেজ রয়েছে। এছাড়াও এতে বিশেষ বৈশিষ্ট্য হিসাবে আলেক্সা পাবেন। ফোনে অ্যান্ড্রয়েড 11 ভিত্তিক অক্সিজেন অপারেটিং সিস্টেম ও 80 ওয়ার্প চার্জিং সহ 5000 mAh ব্যাটারি রয়েছে। এছাড়াও 50W এর ওয়্যারলেস চার্জিং ক্ষমতা রয়েছে। এই ফোনটি মাত্র 15 মিনিটে চার্জ হয়ে যায়।


2 OnePlus 10R 5G (Forest Green, 8GB RAM, 128GB Storage, 80W SuperVOOC) 
এই ফোনের দাম 38,999 টাকা এবং এছাড়াও ICICI কার্ডে পেমেন্ট করলে 5000 টাকার তাত্ক্ষণিক ক্যাশব্যাক রয়েছে। এছাড়াও, এই ফোনে 14,500 টাকার এক্সচেঞ্জ বোনাস রয়েছে।
5G নেটওয়ার্কে চলা এই ফোনে ক্যামেরাও নম্বর-1। এই ফোনটিতে একটি 50MP প্রধান ক্যামেরা রয়েছে৷ এছাড়াও 8MP আল্ট্রা ওয়াইড ক্যামেরা এবং 2MP ম্যাক্রো ক্যামেরা৷ ফোনটিতে একটি 16MP সেলফি ক্যামেরা রয়েছে
এই ফোনে একটি 5G-রেডি মিডিয়াটেক ডাইমেনসিটি 8100-MAX অক্টা-কোর চিপসেট প্রসেসর রয়েছে। ফ্লুইড অ্যামোলেড ডিসপ্লে সহ ফোনটির স্ক্রিনের আকার 6.7 ইঞ্চি ও এতে সর্বশেষ LTPO প্রযুক্তি রয়েছে।


80W SUPERVOOC চার্জিং সহ একটি 5000 mAh ব্যাটারি রয়েছে যা 32 মিনিটে সম্পূর্ণ চার্জ হয়ে যায়। ফোনের দ্বিতীয় ভ্যাায়েন্টে রয়েছে 150W SUPERVOOC এর পাশাপাশি 4500 mAh ব্যাটারি যা মাত্র 3 মিনিটে 30% চার্জ হয়ে যায়।


আরও পড়ুন : Facebook Reels Update: ফেসবুক আপনাকে দেবে মাসে ৩.৭ লক্ষ টাকা, কী করতে হবে জানেন ?