iPhone 5C: প্রতি বছরই অ্যাপেল (Apple) কর্তৃপক্ষ তাদের বেশ কিছু প্রোডাক্ট obsolete list- এ যুক্ত করে। চলতি বছরও নিয়মের অন্যথা হয়নি। সাম্প্রতিক রিপোর্ট থেকে জানা গিয়েছে অ্যাপেল কর্তৃপক্ষ এবছর তাদের obsolete list- এ যুক্ত করতে চলেছে আইফোন ৫সি (iPhone 5C) মডেল। এর আগে ২০২০ সালের অক্টোবর মাসে এই ফোনকে Vintage products- এর তালিকাভুক্ত করেছিল অ্যাপেল সংস্থা। MacRumours- এর রিপোর্ট অনুসারে আইফোন ৫জি মডেলের নাম অ্যাপেল কর্তৃপক্ষ তাদের obsolete list- এ যুক্ত করতে চলেছে পয়লা নভেম্বর থেকে। অর্থাৎ এর থেকে স্পষ্ট যে অ্যাপেল কর্তৃপক্ষ এই আইফোন মডেলের জন্য সমস্ত সার্ভিস প্রোগ্রাম বন্ধ করে দেবে। এমনিতেও Vintage products- এর তালিকায় এই ফোনের নাম যুক্ত হওয়ার পরেই আইফোন ৫সি মডেলের জন্য পরিষেবা সীমিত করেছিল অ্যাপেল কর্তৃপক্ষ। সেই সঙ্গে রিপেয়ার প্রোগ্রামও সীমিত করা হয়েছিল।


MacRumours- এর রিপোর্টে বলা হয়েছে ইতিমধ্যেই অথরাইজড অ্যাপেল রিসেলারদের একটি নোটিফিকেশন পাঠানো হয়েছে। সেখানে স্পষ্ট ভাবে উল্লেখ করা হয়েছে যে আইফোন ৫সি মডেল চলতি বছর পয়লা নভেম্বর থেকে obsolete list- এ যুক্ত করা হবে। ২০১৩ সালে আইফোন ৫সি ফোন লঞ্চ করেছিল অ্যাপেল সংস্থা। এই ফোনে রয়েছে একটি প্লাস্টিকের ব্যাক প্যানেল। একাধিক রঙে যেমন- নীল, সবুজ, গোলাপি, সাদা এবং হলুদ রঙে লঞ্চ হয়েছিল আইফোন ৫সি মডেল।


তবে শুধু আইফোন ৫জি নয়, সূত্রের খবর অ্যাপেল কর্তৃপক্ষ তাদের obsolete products- এর তালিকায় যুক্ত করতে চলেছে আইপ্যাড মিনি ফোর্থ জেনারেশন মডেলটিকেও। এর আগে গত বছর অর্থাৎ ২০২১ সালের নভেম্বর মাসে আইপ্যাডের এই ভ্যারিয়েন্টটিকে obsolete বলে ঘোষণা করেছিল। যদিও এখন এই আইপ্যাড বাজারে উপলব্ধ।


প্রসঙ্গত উল্লেখ্য, অ্যাপেল কর্তৃপক্ষ তাদের প্রোডাক্টকে দুটো ক্যাটেগরিতে ভাগ করে। একটি হল ভিন্টেজ। অন্যটি অবসলিট। প্রথমে প্রোডাক্ট ভিন্টেজ ক্যাটেগরিতে রাখা হয়। যেসব ডিভাইসের বয়স ৫ বছরের বেশি এবং ৭ বছরের কম সেগুলো রাখা হয় ভিন্টেজ ক্যাটেগরিতে। আর যেসব প্রোডাক্টের বয়স ৭ বছরের বেশি সেগুলো থাকবে obsolete ক্যাটেগরিতে। ভিন্টেজ প্রোডাক্ট এখনও হার্ডওয়্যার সার্ভিসের জন্য উপলব্ধ। কিন্তু obsolete প্রোডাক্টের ক্ষেত্রে এটা সম্ভব নয়। সম্প্রতি আইফোন ৬ মডেলকে ভিন্টেজ প্রোডাক্ট হিসেবে তালিকাভুক্ত করেছে। বহু বছর আগেই এই ফোনের প্রোডাকশন বন্ধ করে দিয়েছে। অ্যাপেল ব্র্যান্ডের জন্য এই প্রোডাক্ট বিশেষ প্রয়োজনীয় ছিল না। তবে এই প্রোডাক্ট তৈরি বন্ধ হওয়ার পরেও সিকিউরিটি আপডেট পাওয়া যেত।


আরও পড়ুন- ভারতে চালু ৫জি পরিষেবা, গুরুত্বপূর্ণ এই তথ্যগুলি থাকুক আপনার নজরে