5G in India: গত পয়লা অক্টোবর ভারতে ৫জি (5G Service) পরিষেবার সূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জানা গিয়েছে, ইউজাররা ৫জি (5G in India) সার্ভিস ফোনে পেতে চাইলে কিছু নিয়ম মানতে হবে। তার মধ্যে অন্যতম হল যে কোম্পানির ফোন ইউজার ব্যবহার করছেন, তারা একটি সফটওয়্যার আপডেট (Software Update) নোটিফিকেশন পাঠাবে। এর পরেই ৫জি সার্ভিসের সুবিধা পাবেন ইউজাররা। ফোন ৫জি মডেল হলেও এই নোটিফিকেশন না পাওয়া পর্যন্ত ৫জি পরিষেবা কাজ করবে না। এর পাশাপাশি স্মার্টফোনের সেটিংসেও কিছু পরিবর্তন করা প্রয়োজন। ভারতে ইতিমধ্যেই ৫জি পরিষেবা চালু করেছে ভারতী এয়ারটেল। এই টেলিকম সংস্থার তরফে দিল্লি, মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, শিলিগুড়ি, নাগপুর এবং বারাণসীতে ৫জি সার্ভিস চালু করা হয়েছে। অন্যদিকে ৫জি সার্ভিসের বিটা রোল আউট শুরু করেছে রিলায়েন্স জিও। তাদের তরফে মুম্বই, কলকাতা, বারাণসী এবং দিল্লি- এই চারটি শহরে চালু হয়েছে টেস্টিং। অন্যদিকে মোটোরোলা কর্তৃপক্ষও তাদের ফোনের তালিকা ঘোষণা করেছে যেখানে ৫জি পরিষেবা পাওয়া যাবে।


এর মধ্যেই নতুন খবর এসেছে প্রকাশ্যে। অ্যাপেল এবং স্যামসাং ইলেকট্রনিক্স কর্তৃপক্ষ জানিয়েছে তারা তাদের ৫জি ফোনের জন্য সফটওয়্যার আপগ্রেড শুরু করবে ডিসেম্বর মাসের মধ্যে। আইফোনের ক্ষেত্রে আইফোন ১৪, আইফোন ১৩, আইফোন ১২ এবং আইফোন এসই- এইসব মডেলে ৫জি সার্ভিস চালু হবে প্রাথমিক পর্যায়ে। সফটওয়্যার আপডেটের মাধ্যমে এইসব ফোনে ৫জি পরিষেবা ব্যবহারের সুযোগ পাবেন ইউজাররা। ইতিমধ্যেই এই নিয়ে কাজ শুরু হয়ে গিয়েছে। ডিসেম্বরের মধ্যে বা ডিসেম্বর মাসে সফটওয়্যার আপডেটের নোটিফিকেশনও পেয়ে যাবেন ইউজাররা। এমনটাই জানিয়েছে অ্যাপেল কর্তৃপক্ষ। আবার শোনা গিয়েছে, স্যামসাং কর্তৃপক্ষ নভেম্বর মাসের মাঝামাঝি সময় থেকেই তাদের ৫জি ফোনের ক্ষেত্রে সফটওয়্যার আপডেট ও আপগ্রেডের কাজ শুরু করে দেবে।


ভারতে জিও এবং এয়ারটেল যেসমস্ত শহরে ৫জি পরিষেবা চালু করেছে সেখানে বিনামূল্যেই পাওয়া যাচ্ছে পরিষেবা। আলাদা করে অতিরিক্ত কোনও চার্জ নেওয়া হচ্ছে না। তবে অনুমান খুব তাড়াতাড়িই ৫জি রিচার্জ প্ল্যান নিয়ে হাজির হবে এই টেলিকম সংস্থাগুলি। এয়ারটেলের তরফে জানানো হয়েছে ইউজাররা ৪জি প্রিপেড রিচার্জ প্ল্যানের খরচেই ৫জি প্ল্যানের রিচার্জ করতে পারবেন। অন্যদিকে জিও আবার জানিয়েছে যে সবচেয়ে সস্তায় ৫জি রিচার্জ প্ল্যান নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হবে তারা। ভোডাফোন আইডিয়া সংস্থার তরফে ভারতে ৫জি পরিষেবা চালু করার ব্যাপারে বিস্তারিত কোনও তথ্য দেয়নি সংস্থা। তবে দেশে খুব তাড়াতাড়ি ৫জি পরিষেবা চালু করবে বলে আশ্বাস দিয়েছে এই টেলিকম সংস্থা।


আরও পড়ুন- ভারতে ৬০০০ টাকা দাম বেড়েছে আইফোন এসই ২০২২ মডেলের, নতুন দাম কত