Big Screen Tab: বড় স্ক্রিনের ট্যাবে আরও বেশি ছাড়, জেনে নিন কার দাম কত ?

iPad and Tablet Discount: বড় ট্যাবলেট কেনার পরিকল্পনা থাকলে এটাই হতে পারে সেরা সময়। আপনি ট্যাবলেটে সিনেমা দেখতে, পড়তে অভ্যস্ত হলে কম দামে পেতে পারেন পোর্টেবল বড় স্ক্রিন।

Continues below advertisement


iPad and Tablet Discount: বড় ট্যাবলেট কেনার পরিকল্পনা থাকলে এটাই হতে পারে সেরা সময়। আপনি ট্যাবলেটে সিনেমা দেখতে, পড়তে অভ্যস্ত হলে কম দামে পেতে পারেন পোর্টেবল বড় স্ক্রিন। যা আপনার স্মার্টফোনের থেকে আকারে বড় হলেও টিভির থেকে ছোট। সেই ক্ষেত্রে ট্যাবলেট আপনার জন্য ভাল বিকল্প হতে পারে। বর্তমানে Apple iPad Air, Apple iPad Pro ,TCL Tab 10-এ পাওয়া যাচ্ছে দারুণ অফার। দেখে নিন, কার দাম কত। 

Continues below advertisement

Apple iPad Air 2020: অ্যাপল আইপ্যাড এয়ার (স্কাই ব্লু 64 জিবি)
এই ট্যাবলেটে রয়েছে A14 বায়োনিক চিপ। সঙ্গে পাবেন 10.9 ইঞ্চি ডিসপ্লে। বর্তমানে 31 শতাংশ ডিসকাউন্টে 45,900 টাকায় পাওয়া যাচ্ছে এই ট্যাব। ছাড়ের পাশাপাশি এতে 10650 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার দেওয়া হচ্ছে। অ্যামাজন আইপ্যাডে দুটি ব্যাঙ্কের অফারও দিচ্ছে কোম্পানি। HDFC ব্যাঙ্কের ক্রেডিট বা ডেবিট কার্ডের মাধ্যমে কিনলে 3000 টাকার তাত্ক্ষণিক ছাড় পাবেন এতে। 

Apple iPad Pro 2021: iPad Pro (2TB স্পেস গ্রে)
এই ট্যাব কিনতে আপনাকে দিতে হবে 1,69,900 টাকা। এতে 10650 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফার দিচ্ছে অ্যামাজন। এছাড়াও HDFC ব্যাঙ্কের ক্রেডিট বা ডেবিট কার্ডগুলিতে ট্যাব কিনলে কমপক্ষে 11,9340 টাকার লেনদেনের জন্য 4000 টাকার তাত্ক্ষণিক ছাড় পাবেন।

Alcatel 1T10 Smart (2nd Gen): গুগল অ্যাসিস্ট্যান্ট সহ এই ট্যাবটির 2GB,32GB ভ্যারিয়েন্ট কালো রঙে পাওয়া যাবে। এই ট্যাবে পাবেন 10.1-ইঞ্চি ডিসপ্লে। 5,499 টাকায় 45 শতাংশ ছাড়ে পাওয়া যাচ্ছে এই ডিভাইস। ডিসকাউন্ট ছাড়াও আপনি ট্যাবলেটে এক্সচেঞ্জে Rs.5,200 পর্যন্ত ছাড় পেতে পারেন। ব্যাঙ্ক অফ বরোদা ক্রেডিট কার্ড দিয়ে এই ট্যাব কিনলে আপনি 10 শতাংশ পর্যন্ত ছাড় পেতে পারেন। এর জন্য আপনাকে কমপক্ষে 7500 টাকার লেনদেন করতে হবে।

TCL Tab 10:  TCL ট্যাব 10-এ 10.1 ইঞ্চি WUXGA ডিসপ্লে রয়েছে। এটি 3GB,64GB জিবির ভ্যারিয়েন্ট। যাতে 5500 mAh ব্যাটারি ও আরও অনেক কিছু স্পেকস পাবেন আপনি। ট্যাবলেটটি Amazon-এ 7,999 টাকায় 38 শতাংশ ছাড়ে পাওয়া যাচ্ছে। এতে 7550 টাকা পর্যন্ত এক্সচেঞ্জ অফারও দেওয়া হচ্ছে। এখানে ব্যাঙ্ক অফ বরোদা ক্রেডিট কার্ড দিয়ে এই ডিভাইস কিনলে 2000 টাকা পর্যন্ত ছাড় পাওয়া যায়।

আরও পড়ুন : Apple iPhone Offer: আইফোনে দুর্দান্ত অফার, পুরোনো অ্যান্ড্রয়েড ফোন দিলে ১৬,০০০ টাকা পর্যন্ত এক্সচেঞ্জ প্রাইস

Continues below advertisement
Sponsored Links by Taboola