Cyber Crime:  খালি হতে পারে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ! এই সরকারি ওয়েবসাইটের আদলে জাল ওয়েবসাইট তৈরি করেছে প্রতারকরা। চাকরি দেওয়ার নামে সংগ্রহ করা হচ্ছে আপনার গোপন নথি। আসল ভেবে নকল এই ওয়েবসাইটে তথ্য দিলেই বিপদে পড়বেন আপনি। জেনে নিন কোন ওয়েবসাইটের নামে চলছে জালিয়াতি। 


Cyber Fraud: কীভাবে ক্ষতি করছে প্রতারকরা ?
দেশের শিক্ষা অভিযানের অতীত বলছে, গ্রামের গরিব জনগোষ্ঠীর কাছে শিক্ষার আলো পৌঁছে দিতে সর্বশিক্ষা অভিযান শুরু করেছিল কেন্দ্রীয় সরকার। প্রাথমিক থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত শিশুদের শিক্ষার জন্য শুরু হয়েছিল এই অভিযান। যার জন্য সারা দেশে চালানো হয়েছিল সর্বশিক্ষা অভিযানের প্রচার। একবার নাম উচ্চারণ করলেই সরকারি এই শিক্ষা অভিযানের কথা বুঝতে পারেন মানুষজন।সেই কারণে সরকারি এই শিক্ষা অভিযানের নামেই শুরু হয়েছে প্রতারণাচক্র। 


Cyber Crime: এই ফাঁদ পেতেছে প্রতারকরা
গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট খুব দ্রুত ভাইরাল হচ্ছে। এই পোস্টে, দাবি করা হয়েছে সমগ্র শিক্ষা অভিযান, সর্বশিক্ষা অভিযানের একটি অংশ। যা মানুষের জন্য একটি চাকরির ব্যবস্থা করেছে।


PIB Fact Check: পোস্ট নিয়ে কী বলছে PIB ?
ইতিমধ্যেই ভাইরাল পোস্টের সত্যতা যাচাই করেছে পিআইবি। PIB ফ্যাক্ট চেক তার অফিশিয়াল টুইটার হ্যান্ডেলে একটি টুইট শেয়ার করেছে যাতে বলা হয়েছে, sarvashiksha.online একটি ভুয়া ওয়েবসাইট। এর সঙ্গে ভারত সরকারের কোনও সম্পর্ক নেই। এই ধরনের ওয়েবসাইট ও পোস্টের ভুলেও শিকার হবেন না।


Cyber Fraud: বেড়েই চলেছে প্রতারণাচক্র


পরিসংখ্যান বলছে, গত কয়েক বছর ধরে ভুয়া ওয়েবসাইট তৈরি করে প্রতারণার ঘটনা দ্রুত বেড়েছে। সাইবার ক্রাইমের প্রতারকরা এই ধরনের ভুয়ো ওয়েবসাইট তৈরি করে মানুষকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেয। পরবর্তীকালে ফর্ম পূরণের নামে তাদের সব ব্যক্তিগত বিবরণ নেওয়া হয়। শেষে আপনার ব্যক্তিগত তথ্যের মাধ্যমে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নেয়। এই ধরনের ভুয়ো খবর থেকে বাঁচতে সব সময় এর অফিশিয়াল ওয়েবসাইটে যান। আগেই কোনও অজানা লিঙ্কে ক্লিক করবেন না।


আরও পড়়ুন : mAadhaar App: হারানোর ঝুঁকি নেই, এক জায়গায় পাবেন পুরো পরিবারের আধার কার্ড