iPhone 15: আইফোন ১৫ (iPhone 15) লঞ্চ হয়েছে গতবছর অর্থাৎ ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে। এই ফোনের ১২৮ জিবি (Aplle iPhone 15 128 GB) ভ্যারিয়েন্টের লঞ্চের সময় দাম ছিল ৭৯,৯০০ টাকা। ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্ট লঞ্চ হয়েছিল ৮৯,৯০০ টাকায়। আর আইফোন ১৫- র ৫১২ জিবি স্টোরেজ মডেল লঞ্চ হয়েছিল ১,০৯,৯০০ টাকায়। সম্প্রতি জানা গিয়েছে ফ্লিপকার্ট (Flipkart) থেকে আইফোন ১৫ কেনা যাবে অনেকটাই কম দামে। ক্রেতারা কীভাবে সবচেয়ে বেশি পরিমাণ ছাড় পাবেন এবং তার ফলে আইফোন ১৫- র দাম কতটা কমবে, দেখে নেওয়া যাক। 


ফ্লিপকার্টে এখন আইফোন ১৫- র ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ধার্য হয়েছে ৬৫,৯৯৯ টাকা। কালো, নীল, সবুজ ও হলুদ- এই চারটি রঙের ভ্যারিয়েন্টের দাম ৬৫,৯৯৯ টাকা ধার্য হয়েছে ফ্লিপকার্টের ওয়েবসাইটে। অর্থাৎ লঞ্চের সময়ের থেকে ১৩,৯০১ টাকা কম দামে পাওয়া যাচ্ছে। এর পাশাপাশি এক্সচেঞ্জ অফারে ৫০ হাজার টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন ক্রেতারা। যদি এক্সচেঞ্জ অফার কোনও ক্রেতা না পান, আর ব্যাঙ্ক অফারও যুক্ত না হয়, তাহলে অনেকটাই কম দামে আইফোন ১৫- র ১২৮ জিবি স্টোরেজ মডেল অর্থাৎ বেস ভ্যারিয়েন্ট কিনতে পারবেন ওই ব্যক্তি। 


আইফোন ১৫- র ভ্যানিলা মডেলের বিভিন্ন ফিচার এবং স্পেসিফিকেশন 



  • ৬.১ ইঞ্চির ডিসপ্লে রয়েছে আইফোন ১৫ মডেলে। গোলাপি, হলুদ, সবুজ, নীল এবং কালো - এই চার রঙে আইফোন ১৫ লঞ্চ হয়েছিল ভারতে। 

  • এমনিতে আইফোন ১৪- র সঙ্গে আইফোন ১৫- র ডিজাইনে অনেক মিল রয়েছে। তবে আইফোন ১৫- তে দেখা যাবে ডায়নামিক আইল্যান্ড নচ। চিরাচরিত নচ ডিজাইন বদলে গিয়েছে। আইফোন ১৪ প্রো মডেলে এই ফিচার দেখা গিয়েছিল। 

  • আইফোন ১৫- তে রয়েছে ৪৮ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর। কম আলোয় ছবি তোলার ফিচার আইফোন ১৫ মডেলে আগে থেকে আরও উন্নত হয়েছে। 

  • একবার চার্জ দিলে আইফোন ১৫- তে সারাদিন চার্জ থাকবে বলে দাবি করেছে অ্যাপেল কর্তৃপক্ষ। সম্প্রতি আবার এও শোনা গিয়েছে যে প্রস্তাবিত ব্যাটারির তুলনায় উন্নত ব্যাটারি রয়েছে এই ফোনে। 

  • এ১৬ বায়োনিক চিপ রয়েছে আইফোন ১৫ মডেলে। এছাড়াও ইউএসবি টাইপ- সি পোর্ট দিয়ে আইফোন ১৫- তে চার্জ দেওয়া সম্ভব। 


আরও পড়ুন- ভারতে আসছে 'এইচএমডি'- র প্রথম ফোন, কী কী মডেল লঞ্চ হতে পারে? 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।