iPhone SE 4: গত মাসেই আইফোন ১৪ সিরিজ (iPhone 14 Series) লঞ্চ করেছে অ্যাপেল সংস্থা। সেপ্টেম্বর মাসে অ্যাপেলের ‘Far Out’ ইভেন্টে লঞ্চ হয়েছে নতুন আইফোন সিরিজ। এবার শোনা যাচ্ছে, আইফোন এসই ৪ (iPhone SE 4) লঞ্চ হতে চলেছে খুব তাড়াতাড়ি। যদিও অ্যাপেলের তরফে কোনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি। তবে সূত্রের খবর আসন্ন আইফোন এসই ৪ মডেলে নাকি থাকতে চলেছে একটি ৬.১ ইঞ্চির LCD ডিসপ্লে। তার উপর আবার সেলফি ক্যামেরা সেট করার জন্য নাকি থাকতে পারে নচ কাটআউট। এছাড়াও শোনা যাচ্ছে যে আইফোন XR মডেলের মতো ডিজাইন থাকতে পারে আইফোন এসই ৪ মডেলে। এ যাবৎ অ্যাপেল সংস্থা তাদের বাজেট মডেলের অর্থাৎ আইফোন এসই মডেলের তিনটি জেনারেশন লঞ্চ করেছে। চলতি বছর মার্চ মাসে লঞ্চ হয়েছিল লেটেস্ট মডেল।


Macrumors- এর রিপোর্ট থেকে জানা গিয়েছে আইফোন এসই ৪ ফোনে থাকতে চলেছে ৬.১ ইঞ্চির LCD ডিসপ্লে। DSCC- এর এক অ্যানালিস্ট Ross Young এই ইঙ্গিত দিয়েছেন। এর আগে গত বছরের শুরুর দিকে এই অ্যানালিস্ট বলেছিলেন নেক্সট জেনারেশন আইফোন এসই মডেলে থাকতে পারে ৫.৭ ইঞ্চি থেকে ৬.১ ইঞ্চির মধ্যের আয়তনের একটি ডিসপ্লে। তার উপর আবার একটি পাঞ্চ হোল কাটআউট থাকার কথাও বলেছিলেন এই অ্যানালিস্ট। এখানে সেট থাকবে সেলফি ক্যামেরা সেনসর।


এর পাশাপাশি শোনা যাচ্ছে iPhone XR মডেলের মতো ডিজাইন থাকতে পারে iPhone SE 4 মডেলে। নতুন আধুনিক ডিজাইনের সঙ্গে কম পরিমাণে bezels, notch এবং ফেস আইডি ফিচারের সাপোর্ট থাকতে পারে আসন্ন আইফোনের মডেলে। প্রসঙ্গত উল্লেখ্য আইফোন এসই (২০২২)- থার্ড জেনারেশন মডেল লঞ্চ হয়েছে চলতি বছর মার্চ মাসে। এই আইফোনের ৬৪ জিবি মডেল লঞ্চ হয়েছিল ৪৩,৯০০ টাকায়। আইফোন এসই (২০২২) মডেলের ডিজাইন ছিল অনেকটাই আইফোন ৮ মডেলের মতো। এই ফোনে ছিল অ্যাপেলের এ১৫ ব্যোনিক চিপসেট। আর ছিল ৪.৭ ইঞ্চির একটি Retina HD ডিসপ্লে এবং ফোনের সামনের অংশে ছিল একটি ১২ মেগাপিক্সেলের ক্যামেরা সেনসর। এই ফোনে সর্বোচ্চ স্টোরেজের পরিমাণ ২৫৬ জিবি। আইফোন এসই (২০২২) একটি IP67 রেটিং প্রাপ্ত ডিভাইস। এই ফোনে ফিঙ্গারপ্রিন্ট সেনসর যুক্ত টাচ আইডি হোম বাটন রয়েছে ইউজারের বায়োমেট্রিক অথেনটিফিকেশনের জন্য। সম্প্রতি ভারতে আবার আইফোন ১৪ সিরিজের প্রিমিয়াম মডেল আইফোন ১৪ প্লাসের বিক্রি শুরু হয়েছে।


আরও পড়ুন- আইফোনে খারাপ আবহাওয়ার আগাম সতর্কবার্তা, এইভাবে সক্রিয় করুন অ্যাপ