ঋত্বিক প্রধান, পূর্ব মেদিনীপুর: ফের কাঁথি থানায় (contai police station) জিজ্ঞাসাবাদের (questioning) মুখোমুখি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (suvendu adhikari) ছোট ভাই সৌমেন্দু অধিকারী (soumendu adhikari)। শুক্রবারের পর আজ সকাল দশটা নাগাদ আবার কাঁথি থানায় আসেন তিনি। পথবাতি দুর্নীতি-সহ একাধিক মামলায় গত শুক্রবার তাঁকে জিজ্ঞাসাবাদ করেছিল পুলিশ। সেই সূত্রেই আজ ফের থানায় আসার কথা ছিল তাঁর। তিনি ঢোকার পরে আসেন তাঁর আইনজীবীও।


জিজ্ঞাসাবাদ চলছেই...
সাড়ে পাঁচ ঘণ্টা পেরিয়েও জিজ্ঞাসাবাদ চলছে বিজেপির কাঁথি সাংগঠনিক জেলা সম্পাদক সৌমেন্দুর। এসেই আইসি-র ঘরে ঢুকে যান শুভেন্দুর ছোট ভাই। প্রশাসন সূত্রে খবর, কাঁথি পুরসভার তরফে একটি অভিযোগ দায়ের করা হয়েছিল। সেখানে সারদা আর্থিক দুর্নীতির মামলার একাধিক ফাইল লোপাটের অভিযোগ আনা হয়। প্রধানত আজ সেই ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্যই সৌমেন্দুকে ডেকে পাঠানো হয়েছে বলে খবর। জিজ্ঞাসাবাদ চলছে এখনও। শুক্রবার টানা ১০ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়েছিল সৌমেন্দু অধিকারীকে। আজ সাড়ে পাঁচ ঘণ্টা পেরিয়ে আর কত ক্ষণ এই জিজ্ঞাসাবাদ চলে সেটাই দেখার। এর মধ্যে বিজেপি মুখপাত্র শমীক ভট্টাচার্যের প্রতিক্রিয়া, নন্দীগ্রামে ভোটের ফল মেনে নিতে পারেনি। 

প্রেক্ষাপট...

এর আগে, ৭ অক্টোবর, শুভেন্দু অধিকারীর ভাই সৌমেন্দু অধিকারীকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে পুলিশ। পুজো মিটতেই কাঁথি থানার তলবি নোটিস পেয়ে শুক্রবার হাজির হন সৌমেন্দু অধিকারী।  দুর্নীতি এবং বেনামী সম্পত্তি সংক্রান্ত অভিযোগে প্রায় ১০ ঘণ্টারও বেশি তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়।তৃণমূলে থাকাকালীন প্রায় প্রায় ১০ বছর কাঁথি পুরসভার চেয়ারম্যান ছিলেন তিনি। পুরসভার মেয়াদ ফুরনোর পরও প্রশাসকের দায়িত্ব সামলেছেন সৌমেন্দু। কাঁথি পুরসভার দায়িত্বে থাকাকালীন পুরসভার পথবাতি বসানো থেকে শুরু করে, রাঙামাটি শ্মশানের জমি বিক্রি করে স্টল বিলি, সারদার ফাইল উধাও, কাঁথি প্রভাত কুমার কলেজে টেন্ডারে কারচুপি, পুরসভার ত্রিপল চুরি-সহ একাধিক দুর্নীতির অভিযোগে সৌমেন্দুর বিরুদ্ধে মামলায় দায়ের হয়। পুলিশ সূত্রে দাবি, জিজ্ঞাসাবাদে বেনামে সৌমেন্দুর বেশ কিছু সম্পত্তির হদিশ মিলেছে। বিষয়টি নিয়ে এর মধ্যেই রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে তৃণমূল-বিজেপির মধ্যে। গেরুয়া শিবিরের প্রশ্ন, আগে কেন এই অভিযোগগুলি তোলা হয়নি? নন্দীগ্রামের ভোটের ফলাফল মেনে না নিতে পেরেই এই সব চেষ্টা করছে তৃণমূল, অভিযোগ বিজেপি শিবিরের। 


আরও পড়ুন:'কাঁথি পুরসভা থেকে সারদার ফাইল লোপাট' নিয়ে ফের একবার পুলিশি জিজ্ঞাসাবাদের মুখে শুভেন্দুর ভাই