Macbook Discount: অ্যাপলের ম্যাকবুক কেনা অনেকেরই স্বপ্ন থাকে, কিন্তু এর যে বিপুল দাম তাঁর জন্য অনেকেই সাহস করে কিনে উঠতে পারেন না। আইফোনের ক্ষেত্রেও বিষয়টা একইরকম। এত বেশি দামের কারণে ইচ্ছে থাকলেও শখ করে কেনা হয় না ম্যাকবুক বা আইফোন। তবে এবার অনেকটাই সাধ্যের মধ্যে এসে গেছে দাম। অ্যাপলের ম্যাকবুকের (Apple Macbook) দাম এক ধাক্কায় কমে গেছে ২৭০০০ টাকা। অনলাইন ই-কমার্স সংস্থা ফ্লিপকার্টে পাওয়া যাচ্ছে এই বিপুল ছাড়। ৭৭,৯৯০ টাকাতেই এবার পাওয়া যাচ্ছে অ্যাপলের ম্যাকবুক।


কোন মডেলে এত ছাড় ?


অ্যাপলের ম্যাকবুক M1 Pro মডেলেই মিলছে এই বিপুল ছাড়। ৯৯,৯৯০ টাকা দামের ম্যাকবুক পাওয়া যাচ্ছে ৭৭,৯৯০ টাকায়। এক ধাক্কায় ২২ হাজার টাকা ছাড় মিলছে ম্যাকবুকের এই মডেলে। তাঁর উপর বাড়তি ৫০০০ টাকার ছাড়ও পাওয়া যাবে ব্যাঙ্ক অফারের মাধ্যমে। ব্যাঙ্ক ডিসকাউন্ত না নিলেও আপনার ২২ হাজার টাকা বেঁচে যাবে।


কী ফিচার্স এই ম্যাকবুকের মডেলে ?


2020 Macbook Air সিরিজের এটি অন্যতম জনপ্রিয় একটি মডেল। এই মডেলের ডিসপ্লে ১৩.৩ ইঞ্চির রেটিনা সহ, ২৫৬০ × ১৬০০ পিক্সেলের রেজোলিউশন দেবে এতে। স্পেস গ্রে রঙের এই মডেলটির ব্যাটারি ব্যাক আপ বেশ ভাল। একবার চার্জ দিলে একটানা ১৫ ঘণ্টা চলতে পারে এই ম্যাকবুক। ৮ জিবির র‍্যাম এবং ২৫৬ জিবির এসএসডি রয়েছে Apple Macbook M1 Air মডেলে। DDR 4 টাইপের র‍্যাম লাগানো আছে এতে আর এর সঙ্গে গ্রাহক পাবেন ১৬ জিবি এক্সপ্যান্ডেবল মেমোরি। চারটি USB পোর্টও রয়েছে ম্যাকবুকের এই মডেলে। সবকটিই টাইপ সি। বিল্ট ইন স্পিকার রয়েছে এতে যাতে কিনা আবার ডলবি ডিজিটাল অডিয়ো সিস্টেম সাপোর্ট করে।


আকারের কথা বলতে গেলে Apple Macbook M1 Air দৈর্ঘ্যে ৩০.৪১ সেমি, প্রস্থে ২১.২৪ সেমি এবং এটি ১.৬১ সেমি পুরু। এর ওজন ১.২৯ কেজি। আকর্ষণীয় ফিচার্স বলতে এতে রয়েছে ব্যাকলাইট ম্যাজিক কিবোর্ড। স্ক্রিনের সঙ্গে লাগানো ৭২০ পিক্সেলের HD ওয়েবক্যাম রয়েছে এতে। এছাড়া আছে অ্যামবিয়েন্ট লাইট সেন্সর এবং মাল্টি টাচ গেসচার।


Apple Macbook M1 Pro আবার দুটি ভ্যারিয়ান্টে পাওয়া যাচ্ছে-  একটিতে ৮ জিবি র‍্যাম সহ ২৫৬ জিবি এসএসডি এবং অন্যটিতে ১৬ জিবি র‍্যাম ও ৫১২ জিবি এসএসডি।  


আরও পড়ুন: Xiaomi Smartphones: ভারতে কবে লঞ্চ হবে শাওমি ১৪ ফোন? কী কী ফিচার থাকতে পারে?