Twitter: অ্যাপেলের অ্যাপ স্টোর (Apple App Store) থেকে ট্যুইটার অ্যাপ (Twitter App) সরিয়ে নিতে বলা হয়েছে, এই অ্যাপ অ্যাপেল স্টোরে রাখতে হলে শুল্ক দিতে হবে, গত কয়েকদিনে এইসব তথ্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছিল। তবে এবার ট্যুইটারের নতুন মালিক ইলন মাস্ক (Elon Musk) নিজেই ট্যুইট করে জানিয়েছেন সমস্তটাই একটাই ভুল বোঝাবুঝি ছিল। প্রসঙ্গত উল্লেখ্য, অ্যাপেলের সিইও টিম কুকের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইলন মাস্ক। তারপরেই ট্যুইটারের নতুন মালিক জানিয়েছেন, অ্যাপেল অ্যাপ স্টোর থেকে কখনই ট্যুইটার অ্যাপ সরিয়ে দেওয়া হবে না, এই ব্যাপারে টিম কুক তাঁকে আশ্বাস দিয়েছেন। সেই সঙ্গে তিনি এও জানিয়েছেন যে সবটাই একটাই ভুল বোঝাবুঝি ছিল যা মিটে গিয়েছে।
অথচ কয়েকদিন আগেই রীতিমতো হুঁশিয়ারি দিয়েছিলেন ইলন মাস্ক। সাফ জানিয়েছিলেন যদি অ্যাপেল অ্যাপ স্টোর এবং গুগল প্লে স্টোর থেকে ট্যুইটার অ্যাপ সরিয়ে দেওয়া হয় তাহলে তিনি নিজেই স্মার্টফোন তৈরি করবেন। শুধু তাই নয়, অ্যাপেলের অ্যাপ স্টোরে ট্যুইটার অ্যাপ রাখতে হলে নাকি ৩০ শতাংশ অ্যাপ স্টোর ফি দিতে হবে- এমনও শোনা গিয়েছিল। তার জেরে ট্যুইটার ব্লু- এর সাবস্ক্রিপশন রি-লঞ্চ আরও একবার পিছিয়ে যাওয়ার সম্ভাবনাও দেখা দিয়েছে। এর আগে ২৯ নভেম্বর ট্যুইটার ব্লু সাবস্ক্রিপশন লঞ্চ হওয়ার কথা ছিল। কিন্তু তা পিছিয়ে যায়। এরপর ২ ডিসেম্বর লঞ্চ হওয়ার কথা রয়েছে। সেটাও পিছিয়ে যেতে পারে বলে অনুমান করা হচ্ছে। যদিও নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি।
উল্লেখ্য, যদি এবারও এই ফিচারের লঞ্চ পিছিয়ে যায়, তাহলে এই নিয়ে দ্বিতীয়বার ট্যুইটার ব্লু সাবস্ক্রিপশনের লঞ্চ পিছিয়ে যাবে। অক্টোবর মাসের শেষের দিকে ট্যুইটারের দায়িত্ব নিয়েছেন ইলন মাস্ক। তারপর থেকেই একাধিক পরিবর্তন এসেছে এই মাইক্রোব্লগিং মাধ্যমে। সেই সময়ে ট্যুইটারের এই ব্লু সাবস্ক্রিপশন ফিচার চালু হয়েছিল নির্দিষ্ট কিছু দেশে আইওএস ভার্সানে। তবে অনেক স্প্যাম প্রোফাইল ব্লু ব্যাজ পেয়ে যাওয়ার পর ট্যুইটার এই ফিচার বন্ধ করে দেয়। কারণ এই ফিচার আরও উন্নত করার প্রয়োজন ছিল। ট্যুইটারের এই নতুন ফিচারের মাধ্যমে মাসে ৮ ডলারের বিনিময়ে ট্যুইটার অ্যাকাউন্টের জন্য ব্লু টিক মার্ক কিনতে পারবেন যেকোনও ইউজার। ভারতেও এই ফিচার চালু হবে। কিন্তু কবে তা নিশ্চিত ভাবে জানা যায়নি। আর খরচ প্রসঙ্গেও কিছু জানা যায়নি।
আরও পড়ুন- 'ফলো' না করলেও সেই হ্যান্ডেলের ট্যুইট দেখতে পাবেন ইউজাররা! ট্যুইটারে আসছে নতুন চমক