Apple Foldable Device: অ্যাপেলের আইফোন (Apple iPhone) থেকে শুরু করে অন্যান্য সমস্ত প্রোডাক্টই (Apple Products) বিশ্বজুড়ে জনপ্রিয়। শোনা যাচ্ছে, এবার ফোল্ডেবল ডিভাইস (Apple Foldable Device) নিয়ে কাজকর্ম শুরু করেছে অ্যাপেল সংস্থা। এখন যে সমস্ত ফোল্ডেবল ফোন উপলব্ধ রয়েছে, তার থেকে বড় স্ক্রিন থাকবে অ্যাপেলের ফোল্ডেবল ডিভাইস। তবে অ্যাপেল সংস্থা কোন ফোল্ডেবল ডিভাইস নিয়ে কাজ শুরু করেছে, কবে তা বাজারে আসবে, সেই প্রসঙ্গে অ্যাপেল কর্তৃপক্ষ আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেনি। তবে বিভিন্ন সূত্রে খবর, সম্ভবত ফোল্ডেবল ফোনই লঞ্চ করবে অ্যাপেল। সাধারণ আইফোন এবং অন্যান্য ফোল্ডেবল ফোনের তুলনায় কিছুটা বড় ডিসপ্লে থাকবে এই ডিভাইসে।


অনেকে আবার লেটেস্ট অ্যাপেল আইপ্যাড মিনি মডেলের সঙ্গে এর তুলনাও করছেন। বুক স্টাইল ফোল্ডেবল ডিভাইস লঞ্চ করতে পারে অ্যাপেল। সেখানে ইনার স্ক্রিন ৭ থেকে ৮ ইঞ্চির মধ্যে হতে পারে। আরও নির্দিষ্ট করে বললে ৭.৬ ইঞ্চির থেকে ৮.৪ ইঞ্চির মধ্যে হতে পারে এই ফোল্ডেবল ডিভাইসের ইনার স্ক্রিনের আয়তন। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, যদি এই তথ্য সত্যি হয় তাহলে এটিই অ্যাপেলের প্রথম ফোল্ডেবল স্মার্টফোন বা ট্যাবলেট হতে চলেছে। তবে যা শোনা যাচ্ছে, সেখানে বলা হচ্ছে, ২০২৬ কিংবা ২০২৭ সালের আগে অ্যাপেলের এই ফোল্ডেবল ডিভাইস মার্কেটে লঞ্চ হওয়ার অর্থাৎ বাজারে উপলব্ধ হওয়ার সম্ভাবনা নেই। 


অনেকে আবার বলছেন, অ্যাপেলের এই ফোল্ডেবল স্মার্টফোন হয়তো আইপ্যাড মিনি- র পরিবর্ত হিসেবে লঞ্চ হবে। ২০২১ সালে আইপ্যাড মিনি অতুন করে ৮.৩ ইঞ্চির লিকুইড রেটিনা IPS LCD স্ক্রিন নিয়ে লঞ্চ হয়েছিল। বর্তমানে এই মডেলের দাম শুরু হচ্ছে ৪৯,৯০০ টাকা থেকে। ২০২১ সালের এই আইপ্যাড মিনি মডেলে রয়েছে একটি এ১৫ বায়োনিক চিপসেট। ৬৪ জিবি ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে লঞ্চ হয়েছিল ২০২১ সালের আইপ্যাড মিনি। গোলাপি, পার্পল, স্টারলাইট এবং স্পেস গ্রে এবং চারটি রঙে লঞ্চ হয়েছিল মডেল। 


এর আগে শোনা গিয়েছিল, অ্যাপেল সংস্থা আইপ্যাড মিনি আপগ্রেড করার চেষ্টা করছে একটি OLED ডিসপ্লের সাহায্যে। বর্তমানের তুলনায় বড় ডিসপ্লে থাকার কথাও শোনা গিয়েছিল বিভিন্ন সূত্র মারফত। ২০২৬ সালে একটি আইপ্যাড মিনি মডেল লঞ্চের সম্ভাবনা রয়েছে। এমনটাই শোনা গিয়েছে বিভিন্ন সূত্রে। এই আইপ্যাড মিনি মডেলে ৮.৭ ইঞ্চির স্ক্রিন থাকতে পারে। বর্তমানের মডেলের তুলনায় ০.৪ ইঞ্চির বড়। তবে এত কিছুর মধ্যেও অ্যাপেল সংস্থা আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করেনি।


আরও পড়ুন- ভারতে কবে লঞ্চ হতে পারে ইনফিনিক্স হট ৪০আই ফোন, কী কী ফিচার থাকতে পারে?