Infinix Smartphones: ভারতে খুব তাড়াতাড়ি লঞ্চ হতে চলেছে ইনফিনিক্স হট ৪০আই (Infinix Hot 40i) ফোন। যদিও ইনফিনিক্স সংস্থার তরফে আনুষ্ঠানিক ভাবে কিছু ঘোষণা করা হয়নি এই ফোনের লঞ্চ প্রসঙ্গে। তবে বিভিন্ন সূত্রে খবর, ইনফিনিক্সের (Infinix Smartphones) এই ফোন ভারতে লঞ্চ হতে আর বেশি দেরি নেই। প্রসঙ্গত উল্লেখ্য, গত বছর অর্থাৎ ২০২৩ সালের নভেম্বর মাসে সৌদি আরবে ইনফিনিক্স হট ৪০আই ফোন লঞ্চ হয়েছিল। বর্তমানে বিশ্বের কয়েকটি দেশে এই ফোন উপলব্ধ রয়েছে। এবার ভারতের পালা। শোনা যাচ্ছে, গ্লোবাল ভ্যারিয়েন্টের মতো স্পেসিফিকেশন এবং ফিচার নিয়েই ভারতে লঞ্চ হবে ইনফিনিক্সের নতুন ফোন। দেশে আনুষ্ঠানিক লঞ্চের আগে ইনফিনিক্স হট ৪০আই ফোনের সম্ভাব্য দাম এবং র‍্যাম ও স্টোরেজ ভ্যারিয়েন্ট সম্পর্কে আভাস পাওয়া গিয়েছে। 


সূত্রের খবর, ইনফিনিক্স হট ৪০আই ফোন ভারতে লঞ্চ হতে পারে ফেব্রুয়ারি মাসের প্রথম ভাগে। ভারতে লঞ্চের পর এই ফোন কেনা যাবে ই-কমার্স সংস্থা ফ্লিপকার্ট থেকে। ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ এবং ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ নিয়ে ভারতে লঞ্চ হতে পারে ইনফিনিক্স হট ৪০আই ফোন। শোনা যাচ্ছে, ভারতের সবচেয়ে সস্তা ২৫৬ জিবি স্টোরেজের ফোন হিসেবে ইনফিনিক্সের এই মডেল লঞ্চ হতে পারে। এর পাশাপাশি এও শোনা গিয়েছে ভার্চুয়াল র‍্যাম এক্সটেনশন ফিচারের সাপোর্টে র‍্যামের পরিমাণ আরও ৮ জিবি বাড়ানো সম্ভব। 


একনজরে দেখে নেওয়া যাক ইনফিনিক্স হট ৪০আই ফোনের গ্লোবাল ভ্যারিয়েন্টের বিভিন্ন ফিচার এবং স্পেসিফিকেশন



  • ৬.৫৬ ইঞ্চির এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত ডিসপ্লে রয়েছে এই ফোনে যার রিফ্রেশ রেট ৯০ হার্টজ। 

  • এই ফোনে রয়েছে মিডিয়াটেক হেলিও জি৮৮ প্রসেসর। এর সঙ্গে ৮ জিবি পর্যন্ত র‍্যাম এবং ২৫৬ জিবি পর্যন্ত ইনবিল্ট স্টোরেজ যুক্ত রয়েছে।

  • অ্যান্ড্রয়েড ১৩ আউট অফ দ্য বক্সের সাহায্যে পরিচালিত হবে এই ফোন। এই ফোনের দাম ভারতে হতে পারে ১৬ হাজার টাকার মধ্যে বা আশপাশে।

  • ইনফিনিক্স ৪০আই ফোনের গ্লোবাল ভ্যারিয়েন্টে রয়েছে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর। এর সঙ্গে রয়েছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ফিচার যুক্ত সেকেন্ডারি সেনসর। অর্থাৎ ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে ইনফিনিক্সের এই ফোনে। আর ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।

  • ইনফিনিক্স হট ৪০আই ফোনে রয়েছে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ১৮ ওয়াটের ওয়্যারড চার্জিং সাপোর্ট। 


আরও পড়ুন- ফেব্রুয়ারি মাসে ভারতে ২৫ হাজার টাকার মধ্যে কোন কোন স্মার্টফোন কিনতে পারবেন?