Apple TV: অ্যাপেল (Apple) কর্তৃপক্ষ একসঙ্গে একগুচ্ছ প্রোডাক্ট লঞ্চ করেছে। এই তালিকায় রয়েছে নতুন ডিজাইনের আইপ্যাড প্রো (২০২২)। এখানে রয়েছে M2 চিপসেট। এর সঙ্গেই লঞ্চ হয়েছে অ্যাপেল টিভি ৪কে। বিনোদনের ভরপুর বন্দোবস্ত রয়েছে এই অ্যাপেল টিভিতে (Apple TV 4K)। এছাড়াও আগের তুলনায় অনেক দ্রুত পারফরম্যান্স দেবে এই স্মার্ট টিভি (Smart TV)। এই অ্যাপল টিভিতেও রয়েছে এ১৫ বায়োনিক চিপসেট। HDR 10+ এবং ডলবি ভিশনের সাপোর্ট রয়েছে অ্যাপেলের নতুন টিভিতে।


নেক্সট জেনারেশন অ্যাপল টিভি ৪কে লঞ্চ হয়েছে দুটো কনফিগারেশনে। একটি হল- Apple TV 4K (Wi-Fi)। অন্যটি হল Apple TV 4K (Wi-Fi + Ethernet)। প্রথম কনফিগারেশনে রয়েছে ৬৪ জিবি স্টোরেজ। আর দ্বিতীয় কনফিগারেশনে রয়েছে Gigabit Ethernet- এর সাপোর্ট। ফাস্ট নেটওয়ার্ক এবং স্ট্রিমিং- এর জন্য এই সাপোর্ট দেওয়া হয়েছে অ্যাপেল টিভিতে। একসঙ্গে অনেকগুলি স্মার্ট হোম অ্যাকসেসরিজ যুক্ত করা যাবে এই অ্যাপেল টিভিতে। বিভিন্ন অ্যাপ এবং গেমের জন্য এখানে রয়েছে ১২৮ জিবি স্টোরেজ।

অ্যাপেল টিভি ৪কে- র দাম এবং উপলব্ধতা


নতুন অ্যাপেল টিভি ৪কে মডেলের সঙ্গে রয়েছে একটি সিরি রিমোট। এই স্মার্ট টিভির দাম শুরু হচ্ছে ১৪,৯০০ টাকা থেকে। অ্যাপেল স্টোর বা অফিশিয়াল ওয়েবসাইট থেকে এই টিভি কেনা যাবে। এর পাশাপাশি Apple Store locations, Apple Authorised Resellers এবং select pay TV providers- দের থেকেও অ্যাপেলের নতুন টিভি কিনতে পারবেন গ্রাহকরা। আমেরিকা-সহ ৩০টি দেশে এই অ্যাপেল টিভি এখন বিক্রি হচ্ছে।


সিরি রিমোট- আগের মতোই ডিজাইন এবং ফাংশন রয়েছে এই বিশেষ রিমোটে। চার্জিংয়ের জন্য থাকছে টাইপ-সি ইউএসবি পোর্ট। অ্যাপেল টিভির সঙ্গে এই রিমোট পাওয়া যাবে। তবে আলাদা করেও এই সিরি রিমোট কেনা যাবে ৫৯০০ টাকা দিয়ে। অ্যাপেলের সমস্ত জেনারেশনের Apple TV 4K এবং Apple TV HD- র সঙ্গে সিরি রিমোট সংযুক্ত করা যাবে।


Apple TV 4K- র বিভিন্ন ফিচার ও স্পেসিফিকেশন


নতুন জেনারেশনের অ্যাপেল টিভি আগের মডেলের তুলনায় ৫০ শতাংশ বেশ স্পিডে পরিষেবা দেবে। এছাড়াও আগের তুলনায় উন্নত মানের ভিস্যুয়াল কোয়ালিটি পাওয়া যাবে এই স্মার্ট টিভিতে। অ্যাপেলের এই স্মার্ট টিভির মাধ্যমে ইউজাররা হোম থিয়েটারের অভিজ্ঞতা পাবেন। ছবির কালার কোয়ালিটিও আগের থেকে অনেকটাই ভাল। শুধু ভাল মানের ছবি নয়, ভাল শব্দের অভিজ্ঞতাও এই অ্যাপেল টিভিতে পাবেন ইউজাররা।


আরও পড়ুন- ভারতে লঞ্চ হল ওপ্পোর নতুন ফোন, রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি, দাম কত?