Indian Messaging App: ভারতে নিজস্ব মেসেজিং অ্যাপ Arattai এবার সাফল্যের মুখ দেখছে দারুণ গতিতে। অ্যাপ স্টোরের সোশ্যাল নেটওয়ার্কিং ক্যাটেগরিতে শীর্ষ স্থান অধিকার করেছে এই দেশীয় অ্যাপ। চেন্নাইয়ের Zoho Corporation এই অ্যাপ নির্মাণ করেছে। আপাতত এই দেশীয় অ্যাপকে বলা হচ্ছে ভারতের নিজস্ব মেসেজিং সলিউশন। ২০২১ সালের জানুয়ারি মাসে চেন্নাইয়ের Zoho Corporation লঞ্চ করেছিল তাদের অ্যাপ Arattai, সেই সময়েই হোয়াটসঅ্যাপ সংস্থা তাদের প্রাইভেসি পলিসিতে বেশ কিছু পরিবর্তনের কথা ঘোষণা করেছিল। ভারত সরকার অনেক দিন ধরেই 'আত্মনির্ভর ভারত' প্রকল্পকে গুরুত্ব দিচ্ছে। এই প্রকল্পেরই আওতাধীন দেশীয় অ্যাপ Arattai এবং বিগত কয়েকদিনে ব্যবহারের নিরিখে দারুণ ভাল বৃদ্ধি নজরে এসেছে এই অ্যাপের ক্ষেত্রে।
Zoho- র প্রতিষ্ঠাতা শ্রীধর ভেম্বু জানিয়েছেন, মাত্র তিনদিনে এই অ্যাপ 100x বৃদ্ধির রেকর্ড করেছে। আশ্চর্যজনক ভাবেই দৈনিক সাইন-আপের সংখ্যা ৩০০০ থেকে বৃদ্ধি পেয়ে বর্তমানে হয়েছে প্রতিদিনে ৩,৫০,০০০, যা সত্যিই চমকে দেওয়ার মতো। এই বৃদ্ধির জন্য সমস্ত Arattai ইউজারদের ধন্যবাদ জানিয়েছে অ্যাপ কর্তৃপক্ষ। হঠাৎ করে এই সাফল্য আসায় Zoho- র টিমও কোমর বেঁধে ময়দানে নেমে পড়েছে Arattai অ্যাপের যাবতীয় প্রযুক্তিগত ত্রুটি সমাধান করতে এবং অ্যাপের ব্যাকএন্ড একদম নিখুঁত রাখার ব্যাপারে।
অ্যাপ কর্তৃপক্ষের তরফে এও জানানো হয়েছে যে নভেম্বর মাসের মধ্যে Arattai অ্যাপে অনেক নতুন ফিচার আনার কথা ছিল। সেই সঙ্গে এই অ্যাপের আরও ক্ষমতা বৃদ্ধি এবং মার্কেটিংয়ের দিকেও নজর দিতে চাইছিলেন তারা। তার আগেই এসেছে বড় সফল্য। যে সময়ের মধ্যে এই সাফল্য আসার কথা ভাবা হয়েছিল, তার আগেই এসেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তরফে দেশবাসীর কাছে 'স্বদেশী' পণ্য আপন করে নেওয়ার আবেদন এসেছিল। তারপর এক্স মাধ্যমে Arattai অ্যাপের কথা বলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানও। Arattai অ্যাপ বিনামূল্যে ব্যবহার করা যায়। এমনকি এই অ্যাপ ব্যবহার করাও যথেষ্ট সহজ। আর এই অ্যাপ ব্যবহার করা যে যথেষ্ট নিরাপদ সেকথাও বারবার বলা হয়েছে।
Arattai একটি তামিল শব্দ যার অর্থ 'ক্যাজ্যুয়াল চ্যাট'। অনেকটা হোয়াটসঅ্যাপের মতোই এই অ্যাপ। ইউজাররা এই অ্যাপের সাহায্যে টেক্সট এবং ভয়েস মেসেজ করতে পারবেন। ভয়েস এবং ভিডিও কল করতে পারবে। ফটো, ভিডিও, ডকুমেন্ট শেয়ার করতে পারবেন। স্টোরি দেওয়ার সুবিধাও রয়েছে। বানিয়ে নিতে পারবেন গ্রুপ। খুলতে পারবেন চ্যানেল। অ্যান্ড্রয়েড এবং আইওএস- ২ ধরনের ডিভাইসেই ব্যবহার করা যাবে এই অ্যাপ। গুগল প্লে স্টোর এবং অ্যাপেল স্টোর ২ জায়গাতেই পাবেন এই অ্যাপ। ইউজাররা ফোন নম্বর দিলেই ব্যবহার করতে পারবেন Arattai অ্যাপ।