Gaming Smartphone: ভারতে লঞ্চ হতে চলেছে নতুন গেমিং স্মার্টফোন (Gaming Smartphone)। এবার লঞ্চ হবে আসুস ROG ফোন ৭ (Asus ROG Phone 7)। আগামী ১৩ এপ্রিল এই ফোন আসছে ভারতের বাজারে। আনুষ্ঠানিক লঞ্চের আগে এই ফোনের সম্ভাব্য স্পেসিফিকেশন এবং ফিচার প্রকাশ্যে এসেছে। শোনা যাচ্ছে আসুস ROG ফোন ৭ মডেলে থাকতে পারে স্ন্যাপড্রাগন ৮ সিরিজের ফ্ল্যাগশিপ প্রসেসর। এছাড়াও এই ফোনে ৬.৭৮ ইঞ্চির AMOLED ডিসপ্লে থাকার সম্ভাবনা রয়েছে। শুধু স্পেসিফিকেশন এবং ফিচার নয় এই ফোনের সম্ভাব্য দাম সম্পর্কেও আভাস দিয়েছেন জনপ্রিয় টিপস্টার যোগেশ ব্রার। তাঁর মতে আসুস ROG ফোন ৭- এর দাম হতে পারে ৭০ থেকে ৮০ হাজার টাকার মধ্যে। এই ফোনে ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত AMOLED ডিসপ্লে থাকতে পারে। এই ডিসপ্লের রিফ্রেশ রেট হতে পারে ১৬৫ হার্টজ পর্যন্ত। 


প্রসেসর এবং র‍্যাম ও স্টোরেজ- আসুস ROG ফোন ৭- এ থাকতে পারে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮ জেন ২ প্রসেসর। এই ফোনে দুটো র‍্যাম এবং স্টোরেজ ভ্যারিয়েন্ট থাকতে পারে। ১২ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ এবং ১৬ জিবি র‍্যাম ও ৫১২ জিবি স্টোরেজ নিয়ে আসুসের আসন্ন গেমিং ফোন ভারতে লঞ্চ হতে পারে। অ্যান্ড্রয়েড ১৩ আউট অফ দ্য বক্সের সাপোর্ট থাকতে পারে আসুস ROG ফোন ৭-এ। 


ক্যামেরা ফিচার- আসুসের আসন্ন গেমিং স্মার্টফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ থাকার সম্ভাবনা রয়েছে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর থাকতে পারে। তার মধ্যে আবার থাকতে পারে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচারের সাপোর্ট। এর সঙ্গে ১৩ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেলের সেনসর থাকতে পারে। ফোনের ডিসপ্লের উপর থাকতে পারে ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। 


ব্যাটারি ও চার্জিং ফিচার- আসুস ROG ফোন ৭- এ থাকতে পারে ৬০০০ এমএএইচের শক্তিশালী ব্যাটারি এবং ৬৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। এই ফোনে স্টিরিও স্পিকার এবং ইন-ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার থাকতে পারে। 


আইফোন ১৫- অ্যাপলের নতুন ফোন iPhone 15-এর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে বিশ্ব। এখনও পর্যন্ত বাজারে iPhone 15 নিয়ে অনেক ধরনের খবর এসেছে। অনেকের দাবি, নতুন iPhone 15-এ এমন সব দেখতে পাওয়া যাবে, আগে যা কোনও মডেলে দেখা যায়নি। নতুন আইফোনে যে বৈশিষ্ট্যগুলি নিশ্চিত করা হয়েছে তার মধ্যে একটি হল ইউএসবি টাইপ-সি পোর্ট। Apple সেপ্টেম্বর মাসে বাজারে iPhone 15 লঞ্চ করতে পারে।


আরও পড়ুন- ট্যুইটারে মোদিকে ফলো করলেন সংস্থা প্রধান ইলন মাস্ক, তুঙ্গে জল্পনা