Asus Vivobook 15: আসুসের নতুন জেনবুক (Asus Zenbook S 13 OLED) মডেলের সঙ্গে ভারতে বাজারে লঞ্চ হয়েছে আসুস ভিভোবুক ১৫ (X1504VAP) ল্যাপটপ (Asus Vivobook 15)। আসুসের এই ভিভোবুক মডেলে রয়েছে একটি Intel Core U সিরিজের প্রসেসর। এই ল্যাপটপে ইউজাররা পাবেন ১৫.৬ ইঞ্চির ডিসপ্লে, যেখানে ফুল এইচডি প্লাস রেজোলিউশন পাওয়া যাবে। এই ল্যাপটপেও আসুসের নতুন জেনবুকের মতো রয়েছে Windows 11 Home- এর সাপোর্ট। এছাড়াও আসুস ভিভোবুক ১৫ (X1504VAP) ল্যাপটপে রয়েছে একটি 42Whr ব্যাটারি। 


ভারতে আসুস ভিভোবুক ১৫- র দাম কত এবং কোথা থেকে কেনা যাবে, কী কী রঙে পাবেন 


এই ল্যাপটপের দাম ৪৯,৯৯০ টাকা- আসুসের নতুন জেনবুকের থেকে অনেকটাই কম। Cool Silver এবং Quiet Blue - এই দুই রঙে ভারতের বাজারে কেনা যাবে আসুস ভিভোবুক ১৫ ল্যাপটপ। আসুসের ই-শপ এবং আসুসের aligned channel partners- দের থেকেই কেবলমাত্র এই ভিভোবুক মডেল কেনা যাবে। 


এবার দেখে নেওয়া যাক আসুসের Vivobook 15 (X1504VAP)- এই ল্যাপটপের মধ্যে কী কী ফিচার এবং স্পেসিফিকেশন রয়েছে 



  • এই ল্যাপটপে রয়েছে ১৫.৬ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত IPS ডিসপ্লে যার রিফ্রেশ রেট ৬০ হার্টজ। এই ল্যাপটপ পরিচালিত হবে Windows 11 Home- এর সাহায্যে। 

  • আসুসের এই ভিভোবুক ১৫ ল্যাপটপে রয়েছে Intel Core 5 120U এবং Intel Core 3 100U CPU- এর সাপোর্ট। এর সঙ্গে রয়েছে ইন্টেল গ্রাফিক্স। এছাড়াও রয়েছে ৮ জিবি পর্যন্ত DDR4 র‍্যাম এবং ১ টিবি পর্যন্ত PCIe 4.0 M.2 SSD স্টোরেজ। 

  • কানেক্টিভিটি অপশন হিসেবে আসুস ভিভো ১৫ মডেলে ওয়াই-ফাই ৬, ব্লুটুথ ৫.২, দুটো ইউএসবি ৩.২ জেন ১ টাইপ-এ পোর্ট, একটি ইউএসবি ৩.২ জেন ১ টাই-সি পোর্ট, ইউএসবি ২.০ টাইপ-এ পোর্ট, HDMI 1.4 এবং একটি ৩.৫ মিলিমিটারের কম্বো জ্যাকের সাপোর্ট। 

  • আসুসের নতুন ভিভোবুক মডেলে একটি ৭২০ পিক্সেলের এইচড ওয়েবক্যাম রয়েছে। তার সঙ্গে আবার রয়েছে একটি ফিজিক্যাল শাটার। 

  • আসুস ভিভোবুক ১৫ মডেলে একটি 42WHr ব্যাটারি রয়েছে। তার সঙ্গে রয়েছে ৪৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট। এই ল্যাপটপ আসুসের নতুন জেনবুকের থেকে কিছুটা ভারী। আসুস ভিভোবুক ১৫- এই ল্যাপটপের ওজন প্রায় ১.৭ কিলোগ্রাম। 


আরও পড়ুন- ভারতের বাজারে হাজির আসুসের নতুন জেনবুক, কত দাম এই ল্যাপটপের, কোথা থেকে কেনা যাবে