5G Smartphone: বিশ্বের অন্যান্য দেশে ইতিমধ্যেই ৫জি (5G Phone) ফোনের ব্যবহার ব্যাপক ভাবে শুরু হয়ে গিয়েছে। কারণ সেইসব দেশে ৫জি নেটওয়ার্ক (5G Network) সাবলীল ভাবে চালু হয়েছে। ভারতেও ৫জি (5G) পরিষেবা চালু হতে হয়তো আর বেশি দেরি নেই। আর তাই এই দেশের স্মার্টফোনের (Smartphone) বাজারেও ৫জি ফোনের চাহিদা বাড়ছে। সাধ্যের মধ্যে ৫জি ফোন কিনতে চান সকলেই। সাধারণত দেখা যায় ৫জি ফোন মানেই অত্যধিক দাম। তবে এখানে এমন একটি তালিকা দেওয়া হল যেখানে ১৫ হাজারের মধ্যে ৫জি ফোন পাবেন আপনি। তাহলে একনজরে সেই তালিকা দেখে নিন। এখানে সব ফোনেরই দুটো করে র‍্যাম ও স্টোরেজ ভ্যারিয়েন্ট রয়েছে। হাই-এন্ড কনফিগারেশন সমেত ফোনের দাম ১৫ হাজারের বেশি হলেও বেস মডেল পাওয়া যাবে ১৫ হাজার টাকার মধ্যে। এবার দেখে নেওয়া যাক এই তালিকায় কোন কোন ফোন রয়েছে।


রেডমি নোট ১০টি ৫জি- এই ফোনের দুটো ভ্যারিয়েন্ট রয়েছে। রেডমি নোট ১০টি ৫জি ফোনের ৪ জিবি র‍্যাম ও ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১১,৯৯৯ টাকা। অন্যদিকে এই ফোনেরই ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ১৩,৯৯৯ টাকা।


স্যামসাং গ্যালাক্সি এফ২৩ ৫জি- এই ফোনেরও রয়েছে দুটো ভ্যারিয়েন্ট। স্যামসাং গ্যালাক্সি এফ২৩ ৫জি ফোনের ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ১৪,৯৯৯ টাকা। আর এই ফোনের ৬ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৫,৯৯৯ টাকা।


পোকো এম৪ প্রো ৫জি- পোকোর এই ৫জি ফোনের ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ মডেলের দাম ১৫,০৪৯ টাকা। অন্যদিকে এই ফোনেরই ৮ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ১৭,০৬৯ টাকা।


রিয়েলমি নারজো ৩০ ৫জি- রিয়েলমি সংস্থার এই ৫জি ফোনের ৪ জিবি র‍্যাম এবং ৬৪ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের দাম ১৪,৯৯৯ টাকা। এছাড়াও রিয়েলমি নারজো ৩০ ৫জি ফোনের ৬ জিবি র‍্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ মডেলের দাম ১৬,৯৯৯ টাকা।


আরও পড়ুন- কেমন দেখতে হবে মোটোরোলার এই নতুন স্মার্টফোন? দেখুন সম্ভাব্য ফিচার