Motorola Smartphone: মোটোরোলার নতুন ফোনে Moto Razr 2022 খুব তাড়াতাড়ি চিনে লঞ্চ হতে পারে বলে মনে করা হচ্ছে। সম্প্রতি চিনের জনপ্রিয় মাইক্রোব্লগিং সংস্থা উইবোতে (Weibo) এই ফোনের একটি টিজার প্রকাশ হয়েছে। সেখানে Moto Razr 2022 লঞ্চের নির্দিষ্ট দিনক্ষণ ঘোষণা করা না হলেও, ফোনের ডিজাইন প্রকাশ করা হয়েছে। তাই Moto Razr 2022 ফোন কেমন দেখতে পারে সেটা একনজরে দেখে নেওয়া যাক। বলা হচ্ছে, এই ফোল্ডেবল স্মার্টফোনে কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৮ জেন ১ প্রসেসর (Qualcomm Snapdragon 8 Gen 1 SoC) থাকতে পারে। এছাড়াও এই ফোনে একটি ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে এবং একটি ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর ও ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ থাকতে পারে। ফোনের রেয়ার ক্যামেরা প্যানেলে LED ফ্ল্যাশ থাকতে পারে। কালো রঙে লঞ্চ হতে পারে এই ফোন।
মোটোরোলার Moto Razr 2022 ফোন ফোল্ডেড এবং আনফোল্ড দু’ভাবেই কেমন দেখতে লাগবে তার ডিজাইন এবং লুক প্রকাশ্যে এসেছে। আর তা দেখে বলা হচ্ছে যে এই ফোন সাধারণ Moto Razr এবং Moto Razr 5G মডেলের তুলনায় পাতলা এবং স্লিক হতে চলেছে। তবে এই ফোনের ফিচার ও স্পেসিফিকেশন সম্পর্কে নিশ্চিতভাবে কোনও তথ্য প্রকাশ করা হয়নি। এখনও পর্যন্ত Moto Razr 2022 ফোন সম্পর্কে সম্ভাব্য যেসব তথ্য পাওয়া গিয়েছে সেগুলো দেখে নেওয়া যাক।
প্রসঙ্গত উল্লেখ্য, মোটরোলার এই নতুন ফোন Motorola Razr 3 এই নামেও পরিচিত। শোনা গিয়েছে, এই ফোন ইউরোপে লঞ্চ হতে পারে। দাম হতে পারে EUR 1149, ভারতীয় মুদ্রায় প্রায় ৯৪,৩০০ টাকা। Quartz Black এবং Tranquil Blue- এই দুই রঙে ফোনটি লঞ্চের সম্ভাবনা রয়েছে। এই ফোনে একটি ফুল এইচডি প্লাস রেজোলিউশনের অ্যামোলেড ডিসপ্লে থাকতে পারে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ হওয়ার সম্ভাবনা রয়েছে। এর পাশাপাশি শোনা গিয়েছে যে, মোটোরোলার এই নতুন ফোনের ক্যামেরার সাহায্যে আলট্রা এইচডি ভিডিও রেকর্ড করা যেতে পারে। ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর থাকতে পারে এই ফোনে।
আরও পড়ুন- ফোনের পর চমক Nothing চার্জারেও, মাত্র ৩০ মিনিটের চার্জে ৬৫ শতাংশ ব্যাটারি লাইফ