Camera Phones Under Rs 20000: স্মার্টফোন কেনার সময় অনেকেরই প্রাথমিক ভাবে নজর থাকে ডিভাইসের ক্যামেরা স্পেসিফিকেশনের দিকে। ফোনের সাহায্যে যাতে ভাল ছবি তোলা যায় সেই বিষয়টিই নিশ্চিত করতে চান ক্রেতারা। সাধারণত উচ্চমানের ক্যামেরা সেনসর থাকলে সেই ফোনের দাম একটু বেশিই হয়। তবে এখন ভারতের বাজারে অনেক ৫জি ফোন পাওয়া যাচ্ছে যেখানে দুর্দান্ত ক্যামেরা ফিচার রয়েছে এবং দাম ২০ হাজার টাকার মধ্যে। এই তালিকায় কোন কোন ফোন রয়েছে দেখে নেওয়া যাক।
ভিভো টি২ ৫জি- ভিভো সংস্থার এই ফোন ভারতে লঞ্চ হয়েছিল ২৪,৯৯৯ টাকায়। তবে এখন কেনা যাবে ১৯,৯৯৯ টাকায়। অ্যামাজনের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে এই ফোন কেনা যাবে। ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টের এই দাম ধার্য করা হয়েছে। এসবিআই কার্ড থাকলে ক্রেতারা ১০০০ টাকা ইন্সট্যান্ট ছাড় পাবেন। এক্সচেঞ্জ অফারে এই ফোন কিনলে ১৮,৮০০ টাকা পর্যন্ত ছাড় পেতে পারে। এই ফোনে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৬৪ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর এবং ২ মেগাপিক্সেলের bokeh সেনসর রয়েছে। এছাড়াও স্ন্যাপড্রাগন ৬৯৫ প্রসেসর রয়েছে এই ফোনে। ভিভো টি২ ৫জি ফোনের ইনবিল্ট র্যামের পরিমাণ আরও ৮ জিবি ভার্চুয়াল ভাবে বাড়ানো সম্ভব।
রিয়েলমি ১১ ৫জি- এই ৫জি ফোন দেশে লঞ্চ হয়েছিল ২০,৯৯৯ টাকায়। তবে অ্যামাজনের গ্রেট ইন্ডিয়ান ফেস্টিভ্যাল সেলে এই ফোন কেনা যাচ্ছে ১৯,৩৬৯ টাকায়। নির্দিষ্ট কিছু পেমেন্ট সিস্টেমে থাকছে নো-কস্ট ইএমআইয়ের সুযোগ। এছাড়াও এসবিআই- এর ক্রেডিট কার্ডে ফোন কিনলে ১০০০ টাকা ছাড় পেতে পারেন ক্রেতারা। ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে এই ফোনে। সেখানে ১০৮ মেগাপিক্সেলের মেন সেনসর রয়েছে। মিডিয়াটেক ডিমেনসিটি ৬১০০ প্লাস প্রসেসর রয়েছে এই ফোনে। এছাড়াও রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে।
স্যামসাং গ্যালাক্সি এম৩৩ ৫জি- এই ফোনে রয়েছে চারটি রেয়ার ক্যামেরা সেনসর। একটি ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি রেয়ার সেনসর, ৫ মেগাপিক্সেলের সেকেন্ডারি সেনসর এবং আরও ২টি ২ মেগাপিক্সেলের সেনসর রয়েছে। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর। অ্যামাজনের সেলে এই ফোনের দাম এখন ১৬,৯৯৯ টাকা। তবে লঞ্চ হয়েছিল ২৫,৯৯৯ টাকায়।
টেকনো পোভা ৫ প্রো- লঞ্চের সময় এই ফোনের দাম ছিল ১৬,৯৯০ টাকা। এখন অ্যামাজনের সেলে কেনা যাচ্ছে ১৫,৯৯৯ টাকায়। টেকও সংস্থার এই ফোনে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ এবং ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।
স্যামসাং গ্যালাক্সি এম১৪ ৫জি- ১৮,৯৯০ টাকায় ভারতে লঞ্চ হয়েছিল এই ফোন। এখন কেনা যাবে ১২,৯৯০ টাকায়। স্যামসাংয়ের এই ফোনে রয়েছে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর, ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি ও ২ মেগাপিক্সেলের টার্সিয়ারি সেনসর। ফোনের ডিসপ্লের উপর ১৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসরও রয়েছে।
ভিভো ওয়াই৫৬ ৫জি- ভিভো ওয়াই সিরিজের এই ৫জি ফোন এখন অ্যামাজনের সেলে ১৮,৯৯৯ টাকায় কেনা যাবে। এই ফোন লঞ্চ হয়েছিল ২৪,৯৯৯ টাকায়। ভিভো ওয়াই৫৬ ৫জি ফোনে রয়েছে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসর এবং ২ মেগাপিক্সেলের সেকন্ডারি সেনসর রয়েছে আর ফোনের ডিসপ্লের উপর রয়েছে ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর।