Smartphones Under Rs 15000: বছর শেষে যাঁরা নতুন ফোন (Smartphones) কেনার পরিকল্পনা করছেন তাঁদের জন্য রইল ১৫ হাজার টাকার কম দামের (Smartphones Under Rs 15,000) কয়েকটি ফোনের হদিশ। একঝলকে দেখে নিন তালিকায় কোন কোন ফোন রয়েছে। 


টেকনো পোভা ৫ প্রো ৫জি


এই ফোনে রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৬০৮০ প্রসেসর। গেম খেলার পাশাপাশি মাল্টি-টাস্কিং, অর্থাৎ একসঙ্গে অনেক কাজ করার জন্য এই ফোন আদর্শ। ১৫ হাজার টাকার কমেই কেনা যাবে এই ৫জি ফোন। এখানে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি, ৬৮ ওয়াটের ফাস্ট চার্জিং ফিচারের সাপোর্ট। একবার চার্জ দিলে সারাদিন ভালভাবে চালু থাকবে ফোন। ১২৮ জিবি এবং ২৫৬ জিবি স্টোরেজ নিয়ে এই ফোন লঞ্চ হয়েছে। এরপর মাইক্রো এসডি কার্ডের সাহায্যে স্টোরেজের পরিমাণ আরও বাড়ানো সম্ভব। ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে টেকনো পোভা ৫ প্রো ৫জি ফোনে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর রয়েছে। এছাড়াও ৬.৭৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত ডিসপ্লে রয়েছে এই ফোনে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। 


স্যামসাং গ্যালাক্সি এম১৪ ৫জি


স্যামসাং গ্যালাক্সি 'এম' সিরিজের এই ৫জি ফোনে রয়েছে ৯০ হার্টজ রিফ্রেশ রেটের আইপিএস এলসিডি স্ক্রিন যা ভিডিও দেখা কিংবা গেম খেলার জন্য বেশ ভাল। স্যামসাংয়ের নিজস্ব Exynos 1330 চিপসেট রয়েছে এই ফোনে। এই ফোনে ৬০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। একবার চার্জ দিলে সারাদিন ব্যবহার করা যাবে ভালভাবে। স্যামসাংয়ের এই ফোন ১৫ হাজার টাকার কমে কেনা যাবে। 


লাভা ব্লেজ প্রো ৫জি


ভারতের সংস্থা লাভা- র এই ৫জি ফোন বাজেট সেগমেন্টের একটি দুর্দান্ত মডেল। এখানে রয়েছে ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ঝকঝকে এলসিডি স্ক্রিন। এছাড়াও রয়েছে শক্তিশালী ও সুপারফাস্ট মিডিয়াটেক ডিমেনসিটি ৬০২০ প্রসেসর। গেম খেলার জন্য এই ফোন বেশ ভাল। এখানে রয়েছে ৫০০০ এমএএইচের ব্যাটারি এবং ৩৩ ওয়াটের ফাস্ট চার্জিগ সাপোর্ট। ঝকঝকে ক্যামেরা ফিচার্সও রয়েছে লাভা ব্লেজ প্রো ৫জি ফোনে। ঠিকঠাক আলো থাকলে বেশ ভাল ছবি তোলা যাবে এই ফোনের সাহায্যে। দেখতেও এই ফোন বেশ সুন্দর। ১৫ হাজার টাকার মধ্যেই কিনতে পারবেন। 


রেডমি ১২ ৫জি


রেডমির এই ৫জি ফোনের দাম ভারতের বাজারে শুরু হচ্ছে মাত্র ১১,৯৯৯ টাকা থেকে। অর্থাৎ ১২ হাজার টাকার কমে আপনার হাতে চলে আসবে একটি ৫জি ফোন। ৮ জিবি র‍্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ রয়েছে এই ফোনে। এর পাশাপাশি শক্তিশালী প্রসেসর, ফাস্ট চার্জিং সাপোর্ট, ভাল ব্যাটারি, ঝকঝকে ক্যামেরা, দুর্দান্ত ডিসপ্লে, আকর্ষণীয় ডিজাইন- এই সবই পাওয়া যাবে রেডমি ১২ ৫জি ফোনে। 


আরও পড়ুন- হোয়াটসঅ্যাপের স্টেটাস আপডেট শেয়ার করা যাবে ইনস্টাগ্রাম স্টোরিতে ! আসছে নতুন ফিচার