WhatsApp Updates: ছবি হোক ভিডিও, আজকাল সবই শেয়ার করা যায় হোয়াটসঅ্যাপ স্টেটাসে (WhatsApp Status)। শোনা গিয়েছে, অডিও ফাইল হোয়াটসঅ্যাপে (WhatsApp) শেয়ার করার সুবিধাও চালু করতে চলেছে মেটা (Meta) কর্তৃপক্ষ। এবার শোনা গেল হোয়াটসঅ্যাপের স্টেটাস ইনস্টাগ্রামেও (Instagram) শেয়ারের সুবিধা পাবেন ইউজাররা। হোয়াটসঅ্যাপ স্টেটাস আপডেট ইনস্টাগ্রাম স্টোরিতে (Instagram Story) শেয়ার করা যাবে নতুন ফিচার চালু হয়ে গেলে। আপাতত এই ফিচার নিয়ে কাজকর্ম চলছে। হোয়াটসঅ্যাপের লেটেস্ট বিটা ভার্সানে এই ফিচার দেখা গিয়েছে। হোয়াটসঅ্যাপ ট্র্যাকার WABetaInfo জানিয়েছে, ইউজাররা হোয়াটসঅ্যাপের স্টেটাস আপডেট ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করতে চান, নাকি চান না, সেই ব্যাপারে তাঁদের মতামত জানতে চেয়ে অপশন দেওয়া হবে। এর পাশাপাশি হোয়াটসঅ্যাপের কোন স্টেটাস আপডেট ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করা যাবে সেই নিয়ন্ত্রণ থাকবে ইউজারের হাতে। আপাতত গুগল প্লে স্টোরে উপলব্ধ রয়েছে হোয়াটসঅ্যাপ বিটা অ্যান্ড্রয়েড ২.২৩.২৫.২০ আপডেট। সেখানে এই নতুন ফিচার লক্ষ্য করা গিয়েছে। এমনটাই জানিয়েছে WABetaInfo। প্রসঙ্গত উল্লেখ্য, হোয়াটসঅ্যাপের স্টেটাস আপডেট ফেসবুকে শেয়ার করার অপশন আগেই চালু হয়েছে। এবার সেই একই ধরনের ফিচার চালু হতে চলেছে ইনস্টাগ্রামের জন্য। তবে কবে এই নতুন ফিচার চালু হবে সেই প্রসঙ্গে নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি। 


আইফোন ব্যবহারকারীদের জন্য হোয়াটসঅ্যাপে নতুন সুবিধা


অ্যান্ড্রয়েড ফোনের মতো এবার আইফোনের ক্ষেত্রেও হোয়াটসঅ্যাপে ইউজাররা এইচডি কোয়ালিটির অর্থাৎ ভাল গুণমানের ঝকঝকে ছবি এবং ভিডিও শেয়ার করতে পারবেন। অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য আগেই এই ফিচার চালু হয়েছিল। এবার চালু হল আইফোন ইউজারদের জন্য। এমনিতে হোয়াটসঅ্যাপে কোনও ছবি কিংবা ভিডিও পাঠালে তার কোয়ালিটি বা গুণমান খারাপ হয়ে যায়। সেই সমস্যা এড়াতেই চালু হয়েছে এই এইচডি ফিচার। তবে হোয়াটসঅ্যাপে এইচডি কোয়ালিটির ছবি কিংবা ভিডিও পাঠাতে গেলে তুলনায় বেশি ডেটা খরচ হবে। কারণ ভাল গুণমানের ছবি কিংবা ভিডিওর সাইজ বড় হয়। স্বভাবতই তা সেন্ড করতে গেলে বেশি ইন্টারনেট ডেটা খরচ হবে। তবে ছবি কিংবা ভিডিও গুণমান নিয়ে আক্ষেপ থাকবে না। 


আরও পড়ুন- আসছে নাথিং- এর নতুন ফোন? দাম হতে পারে আগের তুলনায় কম, কী কী ফিচার থাকার সম্ভাবনা?


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


https://whatsapp.com/channel/0029VaCBCh6545uwkeNBg11y