Smartphones: আপনার ফোন কেনার বাজেট যদি হয় ২৫ হাজার টাকা (Smartphones Under Rs 25000), তাহলে তার মধ্যেই আপনি পেয়ে যাবেন বেশ কয়েকটি নজরকাড়া স্মার্টফোন। ভারতের বাজারে আপাতত জনপ্রিয় হয়েছে এই ফোনগুলি। চলুন দেখে নেওয়া যাক, এই তালিকায় কোন কোন ফোন রয়েছে।
ভিভো ওয়াই২০০- এই ফোনে রয়েছে ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত AMOLED ক্যাপটিভ মাল্টি টাচ ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। ভিভো ওয়াই সিরিজের এই ফোনে ডুয়াল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। সেখানে ৬৪ মেগাপিক্সেলের মেন ক্যামেরা সেনসর রয়েছে। এই ফোনের ডিসপ্লের উপরে রয়েছে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। ভিভো ওয়াই২০০ ফোনে একটি কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪ জেন ১ প্রসেসর রয়েছে। এর সঙ্গে ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ যুক্ত রয়েছে। এছাড়াও এই ফোনে একটি ৪৮০০ এমএএইচ ব্যাটারি এবগ ৪৪ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে।
রিয়েলমি ১১ প্রো- এই ফোনে রয়েছে ৬.৭০ ইঞ্চির কার্ভড AMOLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এই ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৭০৫০ প্রসেসর রয়েছে। তার সঙ্গে ৮ জিবি র্যাম যুক্ত রয়েছে। রিয়েলমির এই ফোনে একটি ১০০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা সেনসর রয়েছে। এছাড়াও রয়েছে ২ মেগাপিক্সেলের সেকেন্ডারি ক্যামেরা সেনসর। ফোনের ডিসপ্লের উপরে রয়েছে ১৬ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। রিয়েলমি ১১ প্রো ফোনে রয়েছে ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৬৭ ওয়াটের SUPERVOOC চার্জিং সাপোর্ট। এটি একটি ৫জি ফোন।
স্যামসাং গ্যালাক্সি এম৩৪- এই ফোনে রয়েছে ৬.৫ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত Super AMOLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এই ফোনে একটি ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। সেখানে ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি সেনসর, ৮ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা এবং ২ মেগাপিক্সেলের ডেপথ সেনসর রয়েছে। এছাড়াও এই ফোনের ডিসপ্লের উপর রয়েছে ১৩ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর। স্যামসাংয়ের নিজস্ব Exynos 1280 প্রসেসর রয়েছে এই ফোনে। তার সঙ্গে যুক্ত রয়েছে ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি স্টোরেজ।
রিয়েলমি নারজো ৬০ প্রো- এই ফোনে রয়েছে ৬.৭ ইঞ্চির OLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। রিয়েলমি নারজো সিরিজের এই ফোনে ১০০ মেগাপিক্সেলের মেন ক্যামেরা সেনসর এবং ডিসপ্লের উপর ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে। এছাড়াও মিডিয়াটেক ডিমেনসিটি ৭০৫০ প্রসেসর। তার সঙ্গে ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ যুক্ত রয়েছে। রিয়েলমি নারজো ৬০ প্রো ফোনে একটি ৫০০০ এমএএইচ ব্যাটারি রয়েছে।
আইকিউওও জেড৭ প্রো- ভিভো সংস্থার সাব-ব্র্যান্ড আইকিউওও কোম্পানির ফোনে রয়েছে ৬.৭৮ ইঞ্চির ফুল এইচডি প্লাস AMOLED ডিসপ্লে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এই ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৭২০০ প্রসেসর রয়েছে। এর সঙ্গে ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ যুক্ত রয়েছে। আইকিউওও সংস্থার এই ফোনে ৬৪ মেগাপিক্সেলের AURA Light OIS (অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন) রেয়ার ক্যামেরা সেনসর রয়েছে। এর সঙ্গে ২ মেগাপিক্সেলের Bokeh ক্যামেরা রয়েছে। এছাড়াও ফোনের ডিসপ্লের উপর ১৬ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা সেনসর রয়েছে। এই ফোনে ৪৬০০ এমএএইচ ব্যাটারি এবং ৬৬ ওয়াটের ফ্ল্যাশ চার্জ সাপোর্ট রয়েছে।
আরও পড়ুন- নতুন ফোন কিনবেন ভাবছেন? ভারতের বাজারে এখন জনপ্রিয় এই ৫টি মডেল
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।