5G Smartphones: বছর শেষে নতুন স্মার্টফোন (Smartphone) কেনার পরিকল্পনা রয়েছে? তাহলে ভারতের সেরা ৫টি ৫জি ফোনের (5G Phone) বিভিন্ন খুঁটিনাটি ফিচার এবং স্পেসিফিকেশন একনজরে দেখে নেওয়া যাক। বিশ্বের বিভিন্ন দেশের মতো ভারতেও জনপ্রিয় হচ্ছে ৫জি ফোন। একাধিক সংস্থা ইতিমধ্যেই ভারতে তাদের ৫জি মডেল লঞ্চ করেছে। প্রযুক্তি বিশেষজ্ঞরা দেশের সেরা ৫টি ৫জি স্মার্টফোন হিসেবে কোন মডেলগুলিকে বেছে নিয়েছেন, রইল তারই তালিকা।
স্যামসাং গ্যালাক্সি এস২৩ ফ্যান এডিশন- এই ফোনে রয়েছে ৬.৪ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত Dynamic AMOLED 2X ডিসপ্লে যার রিফ্রেশ রেট ৬০ থেকে ১২০ হার্টজের মধ্যে থাকবে। এছাড়াও রয়েছে স্যামসাংয়ের নিজস্ব Exynos 2200 প্রসেসর। এর সঙ্গে ৮ জিবি র্যাম এবং ১২৮ ও ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত রয়েছে। স্যামসাং গ্যালাক্সির এই ফোনে ৪৫০০ এমএএইচ ব্যাটারি রয়েছে। তার সঙ্গে ২৫ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট রয়েছে। স্যামসাং গ্যালাক্সি এস২৩ ফ্যান এডিশন ৫জি ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। সেখানে ৫০ মেগাপিক্সেলের মেন সেনসরের সঙ্গে রয়েছে ১২ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা।
মোটোরোলা এজ ৪০- এই ফোনে ৬.৫৫ ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজোলিউশন যুক্ত pOLED ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট ১৪৪ হার্টজ। এই ফোনে একটি মিডিয়াটেক ডিমেনসিটি ৮০২০ প্রসেসর রয়েছে যার সঙ্গে ৮ জিবি র্যাম এবং ২৫৬ জিবি স্টোরেজ যুক্ত রয়েছে। এছাড়াও রয়েছে ৪৪০০ এমএএইচ এবং ৬৮ ওয়াটের টার্বো পাওয়ার চার্জিং সাপোর্ট। মোটোরোলা এজ ৪০ ফোনে ৫০ মেগাপিক্সেলের মেন ক্যামেরা রয়েছে, যার সঙ্গে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন ফিচার যুক্ত রয়েছে। এর সঙ্গে রয়েছে ১৩ মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা। ৫জি ব্যান্ড সাপোর্ট ছাড়ো এই ফোনে রয়েছে ওয়াইফাই ৬ নেটওয়ার্ক।
ভিভো ভি২৯- ভিভোর এই ফোনে ৬.৭৮ ইঞ্চির থ্রিডি কার্ভড ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এই ফোনে ৫০ মেগাপিক্সেলের নাইট ক্যামেরা সেনসর রয়েছে অপটিকাল ইমেজ স্টেবিলাইজেশন সমেত। এর সঙ্গে রয়েছে ৮ মেগাপিক্সেলের ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা। ফোনের ডিসপ্লের উপর রয়েছে ৫০ মেগাপিক্সেলের Eye AF সেলফি ক্যামেরা সেনসর। ভিভো ভি২৯ ফোনে ৪৬০০ এমএএইচ ব্যাটারি এবং ৮০ ওয়াটের ফ্ল্যাশচার্জ সাপোর্ট রয়েছে। এছাড়াও একটি কোয়ালকমের স্ন্যাপড্রাগন ৭৭৮জি প্রসেসর রয়েছে ফোনে। তার সঙ্গে ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে।
রেডমি নোট ১২ প্রো- এই ফোনে ৬.৬৭ ইঞ্চির ফুল এইচডি রেজোলিউশন যুক্ত ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এছাড়াও রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ১০৮০ প্রসেসর। রেডমির এই ফোনে একটি ৫০০০ এমএএইচের লিথিয়াম পলিমার ব্যাটারি রয়েছে। এর সঙ্গে ৫০ মেগাপিক্সেলের Sony IMX766 সেনসর রয়েছে এই ফোনে। ৬ জিবি র্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ রয়েছে এই ফোনে।
ওপ্পো রেনো ১০- ওপ্পোর এই ফোনে ৬.৭০ ইঞ্চির থ্রিডি কার্ভড ডিসপ্লে রয়েছে যার রিফ্রেশ রেট ১২০ হার্টজ। এই ফোনে ৬৪ মেগাপিক্সেলের মেন ক্যামেরা, ৩২ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা এবং ৩২ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা সেনসর রয়েছে। এছাড়াও রয়েছে মিডিয়াটেক ডিমেনসিটি ৭০৫০ প্রসেসর রয়েছে, ৫০০০ এমএএইচ ব্যাটারি এবং ৬৭ ওয়াটের SUPERVOOC চার্জিং সাপোর্ট।
আরও পড়ুন- লাভা অগ্নি ২এস আসছে ভারতে, আগের মডেলের ফিচার নিয়ে নভেম্বরেই লঞ্চের সম্ভাবনা