Black Friday Sale 2023: উৎসবের মরশুমে শুরু হবে ব্ল্যাক ফ্রাইডে সেল (Black Friday Sale)। আগামী ২৪ নভেম্বর এই সেল শুরু হওয়ার কথা। শোনা যাচ্ছে, আসন্ন ব্ল্যাক ফ্রাইডে সেলে অ্যাপেল এয়ারপডস প্রো (Apple AirPods Pro)- এর দাম একধাক্কায় বেশ অনেকটা কমতে চলেছে। তাই যদি অ্যাপেলের এয়ারপডস কেনার শখ থাকে তাহলে একবার দেখতে পারেন যাবতীয় খুঁটিনাটি। তবে যা ভাবনাচিন্তা একটু আগেভাগে করে রাখাই ভাল। কারণ দাম কমলে এই প্রোডাক্ট কেনার জন্য অনেকেই চেষ্টা করবেন। সেক্ষেত্রে অ্যাপেল এয়ারপডস প্রো আউট অফ স্টক হওয়ার সম্ভাবনা থাকছে। চলুন দেখে নেওয়া যাক অ্যাপেলের এই প্রোডাক্টের দাম কত কমতে পারে। 


অ্যাপেল এয়ারপডস প্রো


এই ডিভাইসের আসল দাম ২৬,৯০০ টাকা। ব্ল্যাক ফ্রাইডে সেলে এর দাম প্রায় ২৯ শতাংশ কমতে চলেছে বলে খবর। অ্যামাজনেও অ্যাপেলের এই ইয়ারপিসের দামে দারুণ আকর্ষণীয় ছাড় পেতে পারেন ক্রেতারা। সেখানে অ্যাপেল এয়ারপডস প্রো- এর দাম ১৮,৯৯৯ টাকা। অর্থাৎ ৭৯০১ টাকা সাশ্রয় হবে। সূত্রের খবর, ব্ল্যাক ফ্রাইডে সেলেও অ্যাপেল এয়ারপডস প্রো- এর দাম প্রায় ৮০০০ টাকা কমতে পারে। অন্যদিকে আবার জানা গিয়েছে, অ্যামাজন এই এয়ারপডস পাওয়া যাবে Applecare+ ছাড়া। আর যদি আপনি কেনার পর প্রোডাক্ট পছন্দ না হয় তাহলে বিনামূল্যে তা ফেরত দিতে পারবেন। কোণও শিপিং ফি দিতে হবে না। সবটাই হবে ফ্রি অফ কস্ট রিটার্ন। 


এবার দেখে নেওয়া যাক অ্যাপেলের এয়ারপডস প্রো ডিভাইসের কী কী ফিচার ও স্পেসিফিকেশন রয়েছে



  • অ্যাক্টিভ নয়েজ ক্যানসেলেশন ফিচার রয়েছে এই এয়ারপডসে। ফলে ইউজারদের সাউন্ড এক্সপিরিয়েন্স দুর্দান্ত হতে বাধ্য। 

  • পার্সোনালাইজড স্প্যাসিয়াল অডিও যা আবার ডলবি অ্যাটমোস ফিচার যুক্ত সেই পরিষেবাও পাওয়া যাবে এই এয়ারপডসে।

  • এই অডিও ডিভাইস বা ইয়ারপিসে রয়েছে একটি ডিউরেবল ব্যাটারি যার লাইফ বজায় থাকে প্রায় ৩০ ঘণ্টা, একবার চার্জ দিলেই।

  • ঘাম, ধুলো, জল- এই তিনটি জিনিসের থেকে অ্যাপেল এয়ারপডস প্রো রেজিসট্যান্ট ডিভাইস। 

  • এই ইয়ারপডসে রয়েছে ডুয়াল beamforming মাইক্রোফোন এবং ইনওয়ার্ড ফেসিং অর্থাৎ ভিতরের দিকে মুখ করা মাইক্রোফোন সেনসর।

  • চারটি সিলিকন ইয়ার টিপসের সাইজে এই এয়ারপডস পাওয়া যায় যা সহজে এবং নিরাপদে আপনার কানে সেট হয়ে যায়।

  • টাচিং জেসচার বা টাচ কন্ট্রোলের মাধ্যমেই অ্যাপেল এয়ারপডস প্রো নিয়ন্ত্রণ করা সম্ভব। এছাড়াও নিয়ন্ত্রণের জন্য দেওয়া সম্ভব ভয়েস কম্যান্ড। আর রয়েছে ম্যাগসেফ চার্জিং কেস যেখানে আবার ওয়্যারলেস চার্জিং সাপোর্টও রয়েছে। 

  • অ্যাপেলের এয়ারপডস প্রো সহজেই যুক্ত হতে পারে আইফোন, আইপ্যাড, অ্যাপেল ওয়াচ, ম্যাক এবং অ্যাপেল টিভি ডিভাইসের সঙ্গে। 


আরও পড়ুন- ১০ হাজার টাকারও কমে পাবেন এই ৫জি ফোন ! কী কী ফিচার রয়েছে, একনজরে দেখে নিন