Immortal Katana Blade: বোট সংস্থা তাদের নতুন ট্রু ওয়্যারলেস ইয়ারবাডস লঞ্চ করেছে। নতুন ডিভাইসের নাম Immortal Katana Blade। এই ইয়ারবাডসে রয়েছে স্লিক এবং স্টাইলিশ ডিজাইন। আর তাই জন্যই ইউজারদের নজর কেড়ে নেবে এই ইয়ারবাডস। এক্ষেত্রে উল্লেখ্য, Katana Blade হল এক ধরনের ধারালো তরোয়াল যার উৎস জাপানে। এই তরোয়ালের থেকে অনুপ্রাণিত হয়েই তৈরি করা হয়েছে বোট সংস্থার নতুন ইয়ারবাডস। সাধারণত যেরকম বক্সে ইয়ারবাডস থাকে এক্ষেত্রে বাক্সের আদল কিছুটা আলাদা। তবে অন্যান্য ইয়ারবাডসের মতোই এই বাক্সই ওই ইয়ারবাডসের চার্জিং কেস। সংস্থার তরফে জানানো হয়েছে ইয়ারবাডস যে বাক্সে রয়েছে তার উপরে রয়েছে ধাতব ঢাকনা। সেটি সরানো হলে মনে হবে যেন খাপ খুলে বের করা হচ্ছে তরোয়াল। ইউজারদের অসাধারণ গেমিং এক্সপিরিয়েন্স দেবে এই ইয়ারবাডস। অর্থাৎ বোটের নতুন Immortal Katana Blade ইয়ারবাডস গেম খেলার জন্য আদর্শ। 


যাঁরা ফোনে গেম খেলেন এবং মোটামুটি দামের মধ্যে ইয়ারবাডস কিনতে চাইছেন তাঁরা Immortal Katana Blade এই মডেল কিনতে পারেন। দুর্দান্ত গেমিং এক্সপিরিয়েন্সের সঙ্গে পাবেন নজরকাড়া ডিজাইন। দুটো রঙে ভারতে পাওয়া যাচ্ছে এই ইয়ারবাডস। বোটের নতুন ইয়ারবাডসে রয়েছে RGB লাইটের ফিচার। বেশিরভাগ গেমারদের এই ফিচার বড়ই পছন্দের। তাই তরুণ প্রজন্মের যাঁরা ভিডিও খেলতে ভালবাসেন এবং ফোনেই বেশিরভাগ সময় গেম খেলেন তাঁরা এই ইয়ারবাডস ব্যবহারের কথা ভাবতে পারেন। 


বোটের Immortal Katana Blade ইয়ারবাডসের দাম ভারতে কত


গানমেটাল ব্ল্যাক এবং গ্রে- এই দুই রঙে পাওয়া যাচ্ছে বোটের নয়া ইয়ারবাডস। ২২৯৯ টাকায় কেনা যাবে। এটি অবশ্যই স্পেশ্যাল দাম। অ্যামাজন এবং boat-lifestyle.com থেকে এই ইয়ারবাডস কেনা যাবে। এই ইয়ারবাডসের আসল দাম ৩৯৯৯ টাকা। তবে এখন অফারে ২২৯৯ টাকায় কেনা যাবে। 


বোটের Immortal Katana Blade ইয়ারবাডসের বিভিন্ন ফিচার এবং স্পেসিফিকেশন



  • এটি একটি গেমিং ইয়ারবাডস। ৫০ ঘণ্টা পর্যন্ত প্লেব্যাক সাপোর্ট পাওয়া যাবে বলে দাবি করেছে সংস্থা। এছাড়াও বোটের দাবি, মাত্র ১০ মিনিটের চার্জে ১৮০ মিনিটের প্লেব্যাক সাপোর্ট পাওয়া সম্ভব। এক্ষেত্রে ASAP Charge প্রযুক্তি ব্যবহার করা হবে। 

  • এই ইয়ারবাডসে রয়েছে একটি ইনবিল্ট স্পিকার। এছাড়াও রয়েছে ১৩ মিলিমিটারের ড্রাইভার, যেখানে boAt Signature Sound- এর সাপোর্ট রয়েছে। Bluetooth v5.3- এর সাপোর্ট রয়েছে এই ইয়ারবাডসে। আর রয়েছে Instant Wake-N-Pair টেকনোলজির সাপোর্ট। 

  • বোটের নতুন ইয়ারবাডসে রয়েছে আরামদায়ক ডিজাইন। তার ফলে আপনার কানে সহজ ভাবে ফিট হবে এই ডিভাইস। এটি একটি সোয়েট অ্যান্ড ওয়াটার প্রুফ ইয়ারবাডস। অর্থাৎ ঘাম এবং জলে নষ্ট হবে না এই ইয়ারবাডস। 


আরও পড়ুন- ডিসেম্বরে ভারতে আসছে আইকিউওও সংস্থার প্রিমিয়াম ফোন, কত হতে পারে দাম?