Boat Smartwatches: নতুন বছরে রেজোলিউশন নিয়েছিলেন শরীরচর্চায় মন দেবেন। নজর দেবেন স্বাস্থ্যের প্রতি। সেই মতো নিয়মিত শুরু করেছেন ওয়ার্ক আউট। এবার একটা স্মার্টওয়াচ কিনতে চান, যার দাম হবে সাধ্যের মধ্যে, আর থাকবে অনেক হেলথ ফিচার। তার ফলে কেমন শরীরচর্চা করছেন আপনি, কতটা উন্নতি প্রয়োজন আপনার, কী কী ঘাটতি রয়েছে, সবই পাওয়া যাবে একটিই ডিভাইসে। আপনার জন্য মুশকিল আসান হিসেবে দুটো নতুন স্মার্টওয়াচ লঞ্চ করেছে বোট সংস্থা। বোট আল্টিমা প্রাইম এবং বোট আল্টিমা এম্বার। 


বোটের এই দুই স্মার্টওয়াচে রয়েছে ব্লুটুথ কলিং সাপোর্ট। ইনবিল্ট মাইক এবং স্পিকার রয়েছে দুটো স্মার্টওয়াচেই। ধুলো এবং জলে সহজে নষ্ট হবে না বোটের এই দুই স্মার্টওয়াচ, কারণ এগুলি ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। বোট আল্টিমা প্রাইম এবং বোট আল্টিমা এম্বার- দুই স্মার্টওয়াচেই রয়েছে ফাংশনাল ক্রাউন। প্রাইম ভার্সানের স্মার্টওয়াচে একবার পুরো চার্জ দিলে চালু থাকবে ৫ দিন পর্যন্ত। আর এম্বার ভ্যারিয়েন্টের স্মার্টওয়াচে একবার পুরো চার্জ দিলে ১৫ দিন পর্যন্ত ডিভাইস চালু থাকবে বলে জানিয়েছে বোট সংস্থা। ইউজাররা বোটের এই দুই স্মার্টওয়াচের সাহায্যেই হেলথ এবং ফিটনেস স্ট্যাটিসটিক্স যেমন- হার্ট রেট, ব্লাড অক্সিজেন লেভেল, স্ট্রেস লেভেল, এগুলি পরিমাপ করতে পারবেন। 


ভারতে বোট আল্টিমা প্রাইম এবং বোট আল্টিমা এম্বার- এই দুই স্মার্টওয়াচের দাম কত, কোথা থেকে কেনা যাবে জেনে নিন 


বোট আল্টিমা প্রাইম এবং বোট আল্টিমা এম্বার, দুটো স্মার্টওয়াচেরই দাম ১৮৯৯ টাকা। অনলাইনে ই-কমার্স সংস্থা অ্যামাজন এবং ফ্লিপকার্ট থেকে কেনা যাবে এই দুই স্মার্টওয়াচ। এছাড়াও নির্দিষ্ট কিছু রিটেল স্টোর থেকেও কেনা যাবে এই দুই স্মার্টওয়াচ। বোট সংস্থার দুটো স্মার্টওয়াচই লঞ্চ হয়েছে রয়্যাল বেরি, রোজ গোল্ড, স্টিল ব্ল্যাক এবং সিলভার মিস্ট- এই চার রঙে। এছাড়াও বোট আল্টিমা প্রাইম স্মার্টওয়াচ পাওয়া যাবে ফরেস্ট গ্রিন এবং Onyx ব্ল্যাক শেডে। আর বোট আল্টিমা এম্বার স্মার্টওয়াচও পাওয়া যাবে বোল্ড ব্ল্যাক রঙে। 


বোট আল্টিমা প্রাইম এবং বোট আল্টিমা এম্বার- এই দুই স্মার্টওয়াচে কী কী ফিচার রয়েছে দেখে নিন 



  • বোট আল্টিমা প্রাইম স্মার্টওয়াচে ১.৪৩ ইঞ্চির AMOLED স্ক্রিন রয়েছে। এটি অলওয়েজ অন ডিসপ্লে। এই স্মার্টওয়াচে রয়েছে বিশেষ ওয়েক জেসচার ফিচার। এর সাহায্যে ইউজাররা মাত্র একবার কবজি এদিক-ওদিক ঘুরিয়েই নোটিফিকেশন, সময় দেখতে পাবেন। অন্যদিকে বোট আল্টিমা এম্বার স্মার্টওয়াচে রয়েছে ১.৯৬ ইঞ্চির AMOLED ডিসপ্লে। 

  • বোটের এই দুই স্মার্টওয়াচেই রয়েছে ২০টি কনট্যাক্ট সমেত ডায়াল প্যাডের সাপোর্ট। ক্লাউড বেসড একাধিক ওয়াচ ফেসের সাপোর্টও পাবেন ইউজাররা। এছাড়াও ১০০-র বেশি প্রি-ইন্সটল হওয়া স্পোর্টস মোড রয়েছে বোট সংস্থার এই দুইয়ের স্মার্টওয়াচ। হার্ট রেট, ব্লাড অক্সিজেন লেভেল (SpO2), স্লিপ, স্ট্রেস এবং মেন্সট্রুয়াল সাইকেল ট্র্যাকার রয়েছে এই দুই স্মার্টওয়াচে।