Gaming Earbuds: ভারতীয় সংস্থা Boult সম্প্রতি ভারতে লঞ্চ করেছে দু'টি গেমিং ইয়ারবাডস জেড৪০ (Boult Z40) এবং ওয়াই১ (Boult Y1)। Boult জেড৪০ এবং Boult ওয়াই১- এই দুই ইয়ারবাডস ট্রু ওয়্যারলেস স্টিরিও (TWS) ইয়ারফোন। ইউজাররা গেম খেলার সময় এই দুই ইয়ারবাডসের যেকোনও একটি মডেল ব্যবহার করলে দুর্দান্ত অভিজ্ঞতা পাবেন। মূলত গেম খেলার (Gaming Earbuds) জন্য ব্যবহার করার উদ্দেশ্যেই তৈরি করা হয়েছে এই দুই ইয়ারবাডস। এখানে রয়েছে Combat Gaming Mode এবং ৪০ এমএস আলট্রা লো ল্যাটেন্সি। Boult সংস্থার নতুন দুই ইয়ারবাডসে রয়েছে ডুয়াল ডিভাইস কানেক্টিভিটি। অর্থাৎ একসঙ্গে এই ইয়ারবাডসগুলি দুটো ডিভাইসের সঙ্গে সংযুক্ত রাখা সম্ভব। এছাড়াও Boult সংস্থার এই দুই গেমিং ইয়ারবাডসে রয়েছে ব্লুটুথ ৫.৪ কানেক্টিভিটির সাপোর্ট। 


ভারতে Boult জেড৪০ এবং Boult ওয়াই১- এই দুই ইয়ারবাডসের দাম কত এবং কোথা থেকে কেনা যাবে 



  • ভারতে Boult Z40 Gaming TWS ইয়ারবাডসের দাম ১২৯৯ টাকা। Black Moss, Electric White, See Through- এই তিন রঙে লঞ্চ হয়েছে এই ইয়ারবাডস। অনলাইনে কেনা যাবে ই-কমার্স সংস্থা অ্যামাজন, ফ্লিপকার্ট থেকে এবং Boult সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট থেকে। 

  • অন্যদিকে ভারতে Boult Y1 Gaming TWS ইয়ারবাডসের দাম ১১৯৯ টাকা। Black Metal, Electric Red, Glacier Blue- এই তিনটি রঙে কেনা যাবে Boult Y1 Gaming TWS ইয়ারবাডস। এক্সক্লুসিভ ভাবে ফ্লিপকার্ট থেকে এই ইয়ারবাডস কেনা যাবে। এছাড়াও পাওয়া যাবে Boult সংস্থার ওয়েবসাইট থেকে। 


Boult জেড৪০ এবং Boult ওয়াই১- এই দুই ইয়ারবাডসে কী কী ফিচার এবং স্পেসিফিকেশন রয়েছে দেখে নিন 


Boult Z40 Gaming TWS ইয়ারবাডসে একবার পুরো চার্জ দিলে ৬০ ঘণ্টা পর্যন্ত ডিভাইস চালু থাকবে। এই ইয়ারবাডসে রয়েছে আরজিবি লাইটের সাপোর্ট। এই ইয়ারবাডসে এনভায়রনমেন্টাল নয়েজ ক্যানসেলেশন ফিচারের সাপোর্টও রয়েছে। এছাড়াও রয়েছে টাচ কন্ট্রোল। ভয়েস অ্যাসিসট্যান্ট সাপোর্ট। এটি একটি ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। আইওএস এবং অ্যান্ড্রয়েড- দু'ধরনের ডিভাইসেই এই ইয়ারবাডস সংযুক্ত করা সম্ভব। 


Boult Y1 Gaming TWS- ইয়ারবাডসে একবার পুরো চার্জ দিলে ৫০ ঘণ্টা পর্যন্ত প্লেটাইম পাওয়া যাবে। এখানেও রয়েছে ZEN Quad Mic যেখানে এনভায়রনমেন্টাল নয়েজ ক্যানসেলেশন ফিচারের সাপোর্ট পাওয়া যাবে। এখানেও রয়েছে টাচ কন্ট্রোল এবং ভয়েস অ্যাসিসট্যান্ট সাপোর্ট। এটিও একটি ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। এই ইয়ারবাডসও অ্যান্ড্রয়েড এবং আইওএস ডিভাইসের সঙ্গে সংযুক্ত করা যাবে। 


আরও পড়ুন- ভারতে আসছে ভিভো-র প্রথম ফোল্ডেবল ফোন, কী কী ফিচার থাকতে পারে? 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।