Earbuds: ভারতে হাজির নতুন ইয়ারবাডস Boult Z60। এই ডিভাইসের দাম এক হাজার টাকারও কম। তবে রয়েছে নজরকাড়া ফিচার। চারটি রঙে দেশে লঞ্চ হয়েছে এই ইয়ারবাডস। চার্জিং কেস সমেত এই ট্রু ওয়্যারলেস স্টিরিও ইয়ারফোনে প্রায় ৬০ ঘণ্টা পর্যন্ত ব্যাটারি লাইফ থাকবে। চার্জিং কেস ছাড়া একবার চার্জ দিলে প্রায় ৮ ঘণ্টা চালু থাকবে এই ইয়ারবাডস। ১৩ মিলিমিটারের BoomX ড্রাইভার রয়েছে এই ইয়ারফোনে। এছাড়াও রয়েছে কোয়াড মাইক। 


ভারতে Boult Z60 ইয়ারবাডসের দাম এবং রঙ 


দেশে এই ইয়ারবাডসের দাম ৯৯৯ টাকা। আপাতত সংস্থার অনলাইন স্টোর থেকেই কেনা যাচ্ছে এই ইয়ারবাডস। ফ্লেমিঙ্গো পিঙ্ক, পাওয়ার ব্লু, র‍্যাভেন ব্ল্যাক এবং স্প্রিং গ্রিন- এই চারটি রঙে লঞ্চ হয়েছে Boult Z60 ইয়ারবাডস। 


এবার একনজরে দেখে নেওয়া যাক Boult Z60 ইয়ারবাডসের বিভিন্ন ফিচার এবং স্পেসিফিকেশন



  • এই ইয়ারবাডসে রয়েছে একটি স্টেম ডিজাইন। প্রতিটি ইয়ারবাডসে রয়েছে ১৩ মিলিমিটারের BoomX ড্রাইভার। ওয়্যারলেস হেডসেট সাপোর্টে রয়েছে AAC এবং SBC কোডেক। গেম খেলার জন্য এই ইয়ারবাডস বেশ ভাল ডিভাইস কারণ এখানে রয়েছে 50ms low latency মোড। এছাড়াও রয়েছে কোয়াড মাইক সেটআপ। এই মাইকে রয়েছে এনভায়রনমেন্টাল নয়েজ ক্যানসেলেশন ফিচারের সাপোর্ট। ফোনকল করার সময় ইয়ারবাডস ব্যবহার করলে এই ফিচারের সুবিধা বোঝা যায়।

  • ব্লুটুথ ৫.৩ কানেক্টিভিটি রয়েছে Boult Z60 ইয়ারফোনে। প্রায় ১০ মিটার রেঞ্জ পর্যন্ত বজায় থাকবে কানেক্টিভিটি। টাইপ-সি ইউএসবি পোর্ট দিয়ে এই ইয়ারফোনে চার্জ দেওয়া যাবে। ১০ মিনিট চার্জ দিলে ১৫০ মিনিট প্লেটাইম পাওয়া যাবে এই ইয়ারফোনে। চার্জিং কেসের মধ্যে রয়েছে এলইডি ইন্ডিকেটর। চার্জারের সঙ্গে চার্জিং কেস যুক্ত করলে এই আলো জ্বলে উঠবে। 

  • এই ইয়ারবাডসে রয়েছে সিরি এবং গুগল ভয়েস অ্যাসিসট্যান্টের সাপোর্ট। এটি একটি IPX5 রেটিং যুক্ত সোয়েট অ্যান্ড ওয়াটার রেজিসট্যান্ট ডিভাইস। অর্থাৎ ঘাম বা জলে এই ডিভাইস চট করে নষ্ট হবে না। 


ভারতে লঞ্চ হতে চলেছে টেকনো সংস্থার নতুন স্মার্টফোন 


ভারতে নতুন স্মার্টফোন লঞ্চ করতে চলেছে টেকনো সংস্থা। এবার লঞ্চ হতে চলেছে টেকনো পোভা ৫ সিরিজ । জানা গিয়েছে, আগামী ১১ অগস্ট স্মার্টফোন সিরিজ ভারতে লঞ্চ হবে। এই স্মার্টফোন সিরিজের মধ্যে টেকনো পোভা ৫ এবং টেকনো পোভা ৫ প্রো- এই দুই ফোন লঞ্চের কথা রয়েছে। ভারতে লঞ্চের পর এই দুই ফোন অ্যামাজন থেকে কেনা যাবে। 


আরও পড়ুন- লঞ্চের দিনেই বাজিমাত! ৩ লক্ষেরও বেশি বিক্রি হল রেডমি ১২ সিরিজের ফোন