BSNL Plan: রিলায়েন্স জিওকে সবচেয়ে সস্তা প্রিপেইড প্ল্যান কোম্পানি বলা হয়, কিন্তু রাষ্ট্রায়ত্ত টেলিকম কোম্পানি BSNL-এর এমন অনেক প্ল্যান রয়েছে যা জিওকে সরাসরি চ্যালে়্জ জানাতে পারে। BSNL-এর এরকম একটি রিচার্জ প্ল্যান হল 247। এর সরাসরি প্রতিদ্ব্ন্দ্বী রিলায়েন্স জিওর 300 টাকার প্ল্যান। এই প্ল্যানে জিওর দ্বিগুণ ডেটা অফার করে BSNL।


BSNL এর 247 টাকার প্ল্যান


BSNL-এর 247 টাকার প্ল্যানটি এক মাসের বৈধতার সঙ্গে পাবেন। এতে গ্রাহকদের 30 দিনের জন্য মোট 50 জিবি ডেটা দেওয়া হয়। প্ল্যানে সমস্ত নেটওয়ার্কে আনলিমিটেড ভয়েস কলিং ও প্রতিদিন 100টি মেসেজ দেওয়া হয়। গ্রাহকরা এখন বিএসএনএল টিউনস ও ইআরওএস-এর মতো পরিষেবাগুলিতে এই প্ল্যানের মাধ্যমে অ্যাক্সেস পাবেন ।


Jio-এর 296 টাকার প্ল্যান


BSNL-এর মতো, Jio-র প্রিপেড প্ল্যানও 30 দিনের জন্য চলে। তবে, BSNL-এর তুলনায় Jio প্ল্যান দেয় অর্ধেক অর্থাৎ 25GB ডেটা। এর সাথে, আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন 100টি এসএমএস ছাড়াও Jio অ্যাপের সাবস্ক্রিপশন দেওয়া হয়।


Vi এবং Airtel-এর 299 টাকার প্ল্যান


Vodafone Idea ও Airtel গ্রাহকদের জন্য 299 টাকার প্ল্যান অফার করে। এই দুটি প্ল্যানই 28 দিনের বৈধতা ও প্রতিদিন 1.5 জিবি ডেটা সহ পাওয়া যায়। এছাড়া আনলিমিটেড কলিং ও এসএমএস দেওয়া হয়। যদিও এই দুটি প্ল্যানই আপনাকে আরও ডেটা দিচ্ছে। কিন্তু Jio ও BSNL প্ল্যানগুলিতে পাওয়া ডেটা দৈনিক সীমার সাথে আসে না। যা অনেক গ্রাহকদের জন্য একটি দুর্দান্ত সুবিধা হতে পারে।


BSNL Recharge Plan: এ ছাড়াও বিএসএনএল-এর রয়েছে আরও এক রিচার্জ প্ল্যান। গ্রাহকদের জন্য একটি নতুন প্রিপেইড প্ল্যান চালু করেছে কোম্পানি। এই প্ল্যানের দাম 797 টাকা। সবথেকে বড় বিষয় হল, এই প্ল্যানটি (Mobile Recharge Plan) আপনাকে 1 বছরের বেশি মেয়াদকাল ভ্যালিডিটি দেবে। এই প্ল্যান আপনাকে দেবে 395 দিনের বৈধতা বা ভ্যালিডিটি । এর সঙ্গের সুবিধাগুলি কেবল প্রথম 60 দিনের জন্য প্রযোজ্য হবে। এই প্ল্যানের মাধ্যমে আপনাকে প্রতিদিন 2GB ডেটার সাথে আনলিমিটেড ভয়েস কলের সুবিধা দেওয়া হচ্ছে। এতে প্রতিদিন ১০০টি এসএমএসও (SMS) দেওয়া হবে।


Jio 799 টাকার প্ল্যান


যদি আমরা Jio-এর সাথে তুলনা করি, তাহলে কোম্পানি 799 টাকায় 56 দিনের বৈধতা বা ভ্যালিডিটি দিচ্ছে। Jio প্ল্যানে, আপনাকে প্রতিদিন 100 SMS এর সাথে 2GB ডেটা ও প্রতিদিন আনলিমিটেড কলিং দেওয়া হবে। এছাড়াও, আপনাকে ডিজনি প্লাস হটস্টার ও জিও অ্যাপের বিনামূল্যে সাবস্ক্রিপশন দেওয়া হচ্ছে।