মুম্বই: টেলিভিশনের অন্যতম জনপ্রিয় অনুষ্ঠান 'দ্য কপিল শর্মা শো' (The Kapil Sharma Show)। বহু দর্শক নিয়মিত এই অনুষ্ঠান দেখে থাকেন। কিন্তু সম্প্রতি একটি খবর সোশ্যাল মিডিয়াজুড়ে প্রচারিত হচ্ছে। শোনা যাচ্ছে, বেশ কিছুদিনের জন্য বন্ধ থাকতে চলেছে 'দ্য কপিল শর্মা শো'। আর এই খবর জানার পর থেকেই দর্শকদের মন খারাপ। তাঁরাও নেট মাধ্যমে এই খবরের সত্যতা জানার জন্য অপেক্ষা করছেন।


সদ্যই নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে একটি পোস্ট করেছেন কৌতুক অভিনেতা কপিল শর্মা (Kapil Sharma)। যেখানে তিনি তাঁর আগামী শোয়ের সম্পর্কে অনুরাগীদের জানিয়েছেন। তিনি জানিয়েছেন, চলতি বছর বেশ কিছুদিন ধরে তাঁর শো থাকতে চলেছে আমেরিকা এবং কানাডাতে। এরপরই নেট মাধ্যমে 'দ্য কপিল শর্মা শো' বন্ধ থাকার নানা খবর শোনা যাচ্ছে। যদিও কপিল শর্মা কিংবা এই শোয়ের নির্মাতাদের পক্ষ থেকে এখনও পর্যন্ত অফিশিয়ালি কোনও ঘোষণা করা হয়নি শো বন্ধ থাকার প্রসঙ্গে।


আরও পড়ুন - Lara Dutta: করোনা আক্রান্ত লারা দত্ত, তাঁর মুম্বইয়ের বাড়ি সিল করল বিএমসি


জানা যাচ্ছে, চলতি বছর জুন মাসে শুরু হচ্ছে কপিল শর্মার আমেরিকা ও কানাডা সফর। যা চলবে জুলাই পর্যন্ত। কপিল শর্মার বিদেশ সফর ছাড়াও 'দ্য কপিল শর্মা শো' টিমের আরও কিছু চুক্তি থাকার কারণেই বেশ কিছুদিন বন্ধ থাকতে চলেছে জনপ্রিয় এই শো। যদিও এখনও তা অফিশিয়ালি ঘোষণা করা হয়নি টিমের পক্ষ থেকে। 



প্রসঙ্গত, সম্প্রতি ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের (Odisha Chief Minister Naveen Patnaik) সঙ্গে দেখা করেন কমেডিয়ান কপিল শর্মা (Comedian Kapil Sharma)। নন্দিতা দাসের (Nandita Das) পরিচালনায় ভুবনেশ্বরে ছবির শ্যুটিং শুরু করলেন কপিল। ছবির নাম এখনও নিশ্চিত হয়নি। তার আগেই মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ সারলেন অভিনেতা। নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে সাক্ষাতের সময়ের একাধিক ছবি পোস্ট করেন কপিল শর্মা। ক্যাপশনে লেখেন, 'ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সঙ্গে সাক্ষাৎ করে আপ্লুত। দুর্দান্ত আপ্যায়ন ও আমাদের খুব কাছের মনে করানোর জন্য ধন্যবাদ। আপনার রাজ্যের মতোই আপনার হৃদয়ও খুব সুন্দর।'