BSNL Recharge Plan: এক রিচার্জে অনেক কাজ। রাষ্ট্রায়ত্ত টেলিকম কোম্পানি BSNL আনল দুর্দান্ত অফার। গ্রাহকদের জন্য একটি নতুন প্রিপেইড প্ল্যান চালু করেছে কোম্পানি। এই প্ল্যানের দাম 797 টাকা। সবথেকে বড় বিষয় হল, এই প্ল্যানটি (Mobile Recharge Plan) আপনাকে 1 বছরের বেশি মেয়াদকাল ভ্যালিডিটি দেবে আপনাকে। জেনে নিন প্ল্যানের বিস্তারিত বিবরণ।


এই প্ল্যান আপনাকে দেবে 395 দিনের বৈধতা বা ভ্যালিডিটি । এর সাথে উপলব্ধ সুবিধাগুলি শুধুমাত্র প্রথম 60 দিনের জন্য প্রযোজ্য হবে। এই প্ল্যানের মাধ্যমে আপনাকে প্রতিদিন 2GB ডেটার সাথে আনলিমিটেড ভয়েস কলের সুবিধা দেওয়া হচ্ছে। এতে প্রতিদিন ১০০টি এসএমএসও (SMS) দেওয়া হবে।


Jio 799 টাকার প্ল্যান


যদি আমরা Jio-এর সাথে তুলনা করি, তাহলে কোম্পানি 799 টাকায় 56 দিনের বৈধতা বা ভ্যালিডিটি দিচ্ছে। Jio প্ল্যানে, আপনাকে প্রতিদিন 100 SMS এর সাথে 2GB ডেটা ও প্রতিদিন আনলিমিটেড কলিং দেওয়া হবে। এছাড়াও, আপনাকে ডিজনি প্লাস হটস্টার ও জিও অ্যাপের বিনামূল্যে সাবস্ক্রিপশন দেওয়া হচ্ছে।


Vodafone idea-র 839 টাকার প্ল্যান


Vodafone Idea-এর এই মূল্যের মধ্যে 839 টাকার একটি প্ল্যান রয়েছে। এতে প্রতিদিন 100টি SMS দেওয়া হবে। সঙ্গে পাবেন 2GB ডেটা। 84 দিনের জন্য আনলিমিটেড কলিং। Vodafone-Idea প্ল্যান আপনাকে সপ্তাহান্তে ডেটা রোলওভার, Binge All Night ও Vi Movies & TV সাবস্ক্রিপশন দেয়।


TRAI Report:  দেশের মোবাইল ইন্টারনেট গ্রাহক সংখ্যা কমেছে ১.২৮ কোটি। সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে জিও ছাড়াও ভোডাফোন আইডিয়া।তবে এরই মধ্যে গ্রাহক সংখ্যা বাড়িয়েছে ভারতী এয়ারটেল (Bharti Airtel),BSNL।  টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়ার রিপোর্ট বলছে, ডিসেম্বরে আগের মাসের তুলনায় 1.28 কোটি মোবাইল ইন্টারনেট গ্রাহক কমেছে দেশে। এখানে দেশের বৃহত্তম টেলিকম সংস্থা ভারতী এয়ারটেল গ্রাহক বাড়ালেও ভোডাফোন আইডিয়া ও রিলায়েন্স জিও ইউজার হারিয়েছে। TRAI রিপোর্ট অনুসারে, রিলায়েন্স জিও-র ওয়্যারলেস ব্যবহারকারী হারিয়েছে প্রায় 1.29 কোটি। ডিসেম্বরে জিওর মোবাইল গ্রাহক সংখ্যা 41.57 কোটিতে নেমে এসেছে। ভোডাফোন আইডিয়াও 16.14 লক্ষ মোবাইল গ্রাহক হারিয়েছে। ডিসেম্বরে এই কোম্পানির গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে 26.55 কোটি।