Jobs Update: উচ্চশিক্ষিত হয়েও বড় অঙ্কের বেতন পেতে কালঘাম ছুটে যায় অনেক চাকরিপ্রার্থীর। সেই ক্ষেত্রে কাজের বাজারে কোটি টাকার বেতনের পাশাপাশি অনেক সুযোগ-সুবিধা পাওয়া যায় এই কাজগুলিতে। জেনে নিন কারা এই কাজের যোগ্য।    


ডেটা সায়েন্টিস্ট
ডেটা সায়েন্টিস্ট বর্তমানে নতুন ক্যারিয়ারের বিকল্প হতে পারে। যেখানে ভাল বেতনের পাশাপাশি অন্যান্য অনেক সুবিধাও পাওয়া যায়। পেশাদার হলে এই কাজে প্রতিষ্ঠানে প্রচুর পরিমাণে ডেটা সংগ্রহ,বিশ্লেষণ ও পরিচালনা সংক্রান্ত কাজ করতে হয় ।


কারা কাজে যোগ দিতে পারেন- এই ক্ষেত্রে কম্পিউটার সায়েন্স, প্রোগ্রামিং, ম্যাথ, স্ট্যাটিসস্টিক্স ও অ্যানালিটিক্স পড়া শিক্ষার্থীরা এই কাজে যেতে পারেন।


কত বেতন পাওয়া যায় - একজন ডেটা সায়েন্টিস্ট বছরে ১১ লক্ষ টাকা থেকে ৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন পেতে পারেন।


শীর্ষ নিয়োগকারী কোম্পানি - অ্যামাজন, প্রক্টর অ্যান্ড গ্যাম্বল, ওয়ালমার্ট, গ্রেটাম ইত্যাদি।


মেশিন লার্নিং এক্সপার্ট
মেশিন লার্নিং হল কৃত্রিম বুদ্ধিমত্তার একটি শাখা। আগামী বছরগুলোতে এই দুটির চাহিদা অনেক বেড়ে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ব্যবসায়িক চাহিদা অনুযায়ী, পরিসংখ্যান বিশ্লেষণ করে ও এমএল প্রোগ্রাম ও অ্যালগরিদম তৈরি করে এই আর্টিফিসিয়াল ইনটেলিজেন্স ব্যবসায় প্রয়োগ করা যেতে পারে।


কারা যোগ দিতে পারেন - এই ক্ষেত্রে কাজ করার জন্য প্রার্থীকে কম্পিউটার সায়েন্স বা সংশ্লিষ্ট ক্ষেত্রে ডিগ্রি থাকতে হবে।


কত বেতন পান- এই ক্ষেত্রে যেখানে শুরুতে সাত থেকে আট লাখ টাকা বেতন থাকে সেখানে অভিজ্ঞতা অর্জনের পর বছরে এক কোটি টাকা পর্যন্ত আয় করা যায়।


শীর্ষ নিয়োগকারী কোম্পানি - IBM, Accenture, ITC Infotech, Jaycus


ইনভেস্টমেন্ট ব্যাঙ্কার
ইনভেস্টমেন্ট ব্যাঙ্কার হল সেই সব পেশাদার যারা তাদের ক্লায়েন্টদের আর্থিক অভিজ্ঞতা দিয়ে ভাল রিটার্ন পেতে ও সঠিক জায়গায় বিনিয়োগ করতে সাহায্য করেন।


কারা যোগ দিতে পারেন - এই ক্ষেত্রে প্রার্থীর ব্যবসায় অ্যাডমিনিস্ট্রেশন, ফিন্যান্স, কমার্স,ইকোনমিক্স বা স্ট্যাটিস্টিক্স ডিগ্রি বাধ্যতামূলক।


কত বেতন পাওয়া যায় - একজন ইনভেস্টমেন্ট ব্যাঙ্কার শুরুতে ১০-১২ লক্ষ টাকা থেকে ৪০ লক্ষ টাকা পর্যন্ত বেতন পেতে পারেন।


শীর্ষ নিয়োগকারী কোম্পানি - সিটিব্যাঙ্ক, এইচএসবিসি, গোল্ডম্যান শ্যাক্স, জেপি মরগান চেজ


বিজনেস অ্যানালিস্ট
এই সময়ে এই কাজের ব্যাপক চাহিদা রয়েছে। একজন ব্যবসায়িক বিশ্লেষক একটি প্রতিষ্ঠানের কাজ করার পদ্ধতি, সিস্টেম, মডেল, কর্মক্ষমতা ইত্যাদি বিশ্লেষণ করে। তাদের সাহায্যে,ব্যবসায় ভাল সিদ্ধান্ত নেওয়া হয় যাতে কর্মক্ষমতা উন্নত হয়।


কারা যোগ দিতে পারে – এই ক্ষেত্রে যেতে হলে একজনকে ফিনান্স, কমার্স, ইকোনমিক্স, কম্পিউটার সায়েন্স, ইনফরমেশন ম্যানেজমেন্ট বা স্ট্যাটিস্টিক্স বিষয়ে পড়তে হবে।


তারা কত বেতন পান - তারা বছরে ৮ লাখ থেকে ২০ লাখ টাকা পর্যন্ত বেতন পেতে পারেন।


শীর্ষ নিয়োগকারী সংস্থাগুলি - মাইক্রোসফ্ট, সিটি, অ্যামাজন, অ্যাকসেঞ্চার।


ব্লক চেইন ডেভেলপার
বর্তমানে প্রযুক্তির জগতে এই পেশার ব্যাপক চাহিদা রয়েছে। এদের কাজ কারেন্সি লেনদেন, ডেটা সিকিউরিটি, ডেটা হ্যান্ডলিং ইত্যাদির সঙ্গে সম্পর্কিত। এর মাধ্যমে কোম্পানির খরচ কমানো ও আরও বেশি সংখ্যক মানুষের কাছে অ্যাক্সেসযোগ্য করে তোলাই ব্লক চেইন ডেভেলপারের লক্ষ্য।


কারা যোগ দিতে পারে - এই পেশায় আসতে প্রার্থীকে কম্পিউটার সায়েন্স,ম্যাথ বা স্ট্যাটিস্টিক্সের ব্যাকগ্রাউন্ড থাকতে হবে।


বেতন কত – ভারতে ব্লকচেইন ডেভেলপাররা বছরে ১০ লক্ষ থেকে ৫০ লক্ষ টাকা আয় করতে পারে।


শীর্ষ নিয়োগকারী কোম্পানি - Auxsys, Signzy, Primachain, OpenXcel।


Education Loan Information:

Calculate Education Loan EMI