Cyber Crime: ভারতে ক্রমশ বাড়ছে সাইবার ক্রাইম (Cyber Crime)। বিশেষ করে মহিলারা শিকার হচ্ছে সাইবার হ্যারাসমেন্টের (Cyber Harassment)। বেশিরভাগ ক্ষেত্রেই এই সমস্যা তৈরি হয় সোশ্যাল মিডিয়ার (Social Media) বিভিন্ন মাধ্যমে। এই সাইবার ক্রাইমের ফাঁদে পা না দিয়ে নিজেকে সুরক্ষিত এবং নিরাপদে রাখার জন্য রয়েছে টেক-টুল। মূলত সাইবার ক্রাইমের মাধ্যমে আর্থিক প্রতারণার শিকার হন মহিলারা। সেই সঙ্গে শুরু হয় ব্ল্যাকমেল এবং মহিলাদের সম্মানহানির চেষ্টা। এই গোটা বিষয়টাই এড়িয়ে যাওয়া সম্ভব প্রযুক্তির সাহায্যে। বিভিন্ন সোশ্যাল মিডিয়া মাধ্যমে মহিলাদের নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করবে এইসব টেক-টুল।
Anti - Spyware Software
এই বিশেষ সফটওয়্যারের সাহায্যে স্পাইওয়্যার খুঁজে বের করা সম্ভব এবং তা সরিয়ে ফেলাও যায়। আপনার ডিভাইসে অর্থাৎ যেসব স্মার্ট ডিভাইস আপনি ব্যবহার করে থাকেন সেখানে এই অ্যান্টি-স্পাই সফটওয়্যার থাকলে সহজেই আপনি স্পাইওয়্যার ডিটেক্ট করে তা সরিয়ে দিতে পারবেন। তবে এর ফলে আপনার ফোন থেকে কিছু ডিলিট হবে না। যেকোনও সেনসিটিভ তথ্য যেমন- পাসওয়ার্ড এবং ব্যক্তিগত তথ্য নিরাপদেই থাকবে। এই অ্যান্টি-স্পাই সফটওয়্যার ছাড়াও ফোনে নিজের তথ্য সুরক্ষিত রাখতে ব্যবহার করতে পারেন ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক, এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপ এবং পাসওয়ার্ড ম্যানেজার। সাইবার ক্রাইমের ভোগান্তি থেকে আপনাকে রক্ষা করবে এইসব অ্যাপের প্রযুক্তিগত কৌশল। অনলাইনে আপনার সমস্ত তথ্য সুরক্ষিত থাকবে।
Malware Removal
ম্যালওয়্যারের সাহায্যে একজন ইউজারের অ্যাক্টিভিটি ট্র্যাক করা যায়। বিশেষ করে কারও ফোনে থাকা ইনবিল্ট ক্যামেরা বা মাইক্রোফোনে এই ম্যালওয়্যার থাকলে ইউজারের ব্যক্তিগত তথ্য হাতিয়ে নেওয়া যায় অনায়াসে। তারপর সেই তথ্য থার্ড পার্টি ওয়েবসাইট কিংবা ডারর ওয়েবে বিক্রি করে দেওয়ায় সম্ভব হয়। যদি ফোনে একটি ম্যালওয়্যার রিমুভাল টুল থাকে তাহলে এইসব সমস্যা এড়ানো যাবে। কোনও মহিলা নিজের স্মার্টফোনে ম্যালওয়্যার রিমুভাল টুল ইনস্টল করলে malicious software (যেমন- ভাইরাস, Trojans এবং ransomware) খুঁজে বের করে তা ডিলিট করতে পারবেন। সপ্তাহে অন্তত একবার ম্যালওয়্যার রিমুভাল টুল দিয়ে ফোন স্ক্যান করা প্রয়োজন। দেখে নেওয়া দরকার সব তথ্য সুরক্ষিত এবং নিরাপদে রয়েছে কিনা।
Caller Identification App
অজানা অচেনা নম্বর থেকে ফোন এলে কে ফোন করছেন সেটা যেন একজন ইউজার বিশেষ করে মহিলা ইউজার দেখতে পান তার জন্য বিশেষ অ্যাপ ফোনে ইনস্টল করা প্রয়োজন। একই নিয়ম প্রযোজ্য হবে মেসেজের ক্ষেত্রেও। অজানা অচেনা নম্বর থেকে অনেক সময়েই আপত্তিকর মেসেজ, ছবি, ভিডিও, ফোন আসতে থাকে মহিলাদের কাছে। এইসব বিষয়ে একবার সাড়া দিয়ে ফেললে আপনি বিপদে পড়তে পারেন। হয়তো ইচ্ছে করে করলেন না আপনি। অসাবধানতায় হয়ে গেল। তার জেরেও মারাত্মক বিপদ হতে পারে। তাই ফোনে অচেনা অজানা নম্বর থেকে কিছু এলে সেটা কে করছেন তা জানা খুব দরকার। এর মাধ্যমে আপনার নিজের ফোন নম্বর এবং তার সঙ্গে সংযুক্ত তথ্যও নিরাপদে থাকবে।
Security Analytics Platform
যেকোনও ডিভাইসে সিকিউরিটি অ্যানালিটিক্স প্ল্যাটফর্ম আসলে অ্যাডভান্স অ্যালগোরিথম এবং মেশিন লার্নিং টেকনিক ব্যবহার করে। আর তার মাধ্যমে নেটওয়ার্কের ট্র্যাফিক পর্যবেক্ষণ করে কোনও অ্যানোম্যালি বা সন্দেহজনক অ্যাক্টিভিটি খুঁজে বের করার চেষ্টা করে। বিভিন্ন ধরনের phishing attacks, malware infections এবং account takeovers- এইসব প্রসঙ্গেও জানা যায় সিকিউরিটি অ্যানালিটিক্স প্ল্যাটফর্মের মাধ্যমে। তাই সিকিউরিটি অ্যানালিটিক্স টুল ডাউনলোড করে ফোনে রাখুন যা আপনাকে অনলাইন প্রতারণার হাত থেকে রক্ষা করবে। আপত্তিকর বিষয়কে ব্লক করে দেবে এই প্যাটার্ন। তার ফলে ব্যক্তিগত তথ্য ফাঁস হওয়ার সম্ভাবনা কমে যাবে। ভুয়ো অ্যাকাউন্ট খুঁজতেও সাহায্য করবে এই টেক-টুল।
Encrypted File Transfer
যদি কখনও সেনসিটিভ ফাইল বা ব্যক্তিগত তথ্য শেয়ার করার প্রয়োজন পড়ে তাও আবার ভার্চুয়াল মাধ্যমে সেই সময়ে ফাইল ট্রান্সফার করার জন্য Encrypted File Transfer টুল ব্যবহার করা প্রয়োজন। এই মাধ্যমে শেয়ার হোলে ব্যক্তিগত এবং সেনসিটিভ তথ্য ফাঁস হওয়ার সম্ভাবনা থাকবে না। এখানে ডেটা এনক্রিপটেড পদ্ধতিতে শেয়ার করা হয় বলে তা থার্ড পার্টি মাধ্যমে ফাঁস হওয়ার সম্ভাবনা থাকে না।
আরও পড়ুন- কৃষিতে নয়া প্রযুক্তির ছোঁয়া, চাষিদের সুবিধায় হাজির KissanGPT, ফোনেই মিলবে খুঁটিনাটি তথ্য