Disney Layoffs: দ্বিতীয় দফায় ডিজনি (Disney) সংস্থায় শুরু হয়েছে কর্মী ছাঁটাই (Layoffs)। কিছুদিন আগেই Walt Disney সংস্থার এই কর্মী ছাঁটাই প্রসঙ্গে আভাস পাওয়া গিয়েছিল। ব্লুবার্গের রিপোর্ট সূত্রে খবর Walt Disney-র বিনোদন বিভাগে কর্মরতদের ১৫ শতাংশ ছাঁটাই হতে পারে এই দফায়। চলতি বছর মার্চ মাসে প্রায় ৭০০০ কর্মী ছাঁটাই করেছে Walt Disney সংস্থা। এবার দ্বিতীয় দফায় কর্মী ছাঁটাই করতে চলেছে এই বিনোদন সংস্থা। প্রায় ৪০০০ কর্মী এই দফায় চাকরি খোয়াতে পারেন ডিজনি সংস্থা থেকে। শুধু তাই নয়, দ্বিতীয় দফার কর্মী ছাঁটাই শুরুর সঙ্গে সঙ্গেই তৃতীয় দফার কর্মী ছাঁটাইয়ের আভাসও পাওয়া গিয়েছে। তবে সেই সম্পর্কে বিশদে কোনও তথ্য প্রকাশ্যে আসেনি। 


ডিজনি সংস্থায় প্রথম দফার কর্মী ছাঁটাই


প্রথম দফায় সাত হাজার কর্মী ছাঁটাই (Layoffs) করেছে ডিজনি (Disney) সংস্থা। এই ছাঁটাইয়ের সময় ডিজনি কর্তৃপক্ষ জানিয়েছিল খরচ নিয়ন্ত্রণের জন্যই এই বিপুল পরিমাণ ছাঁটাই করা হচ্ছে। আপাতত গোটা বিশ্বই একটি চ্যালেঞ্জিং অর্থনৈতিক পরিস্থিতির সম্মুখীন হয়েছে বলে মত ওই সংস্থার। অনুমান, দ্বিতীয় দফাতেও একই কারণে কর্মী ছাঁটাই করতে চলেছে ডিজনি সংস্থা। ডিজনি সংস্থায় দ্বিতীয় দফার কর্মী ছাঁটাই প্রক্রিয়া শুরু হওয়ার আগেই বিভিন্ন বিভাগের ম্যানেজারদের কাছে বার্তা পৌঁছে গিয়েছিল। সেখানে তুলনায় দুর্বল, অদক্ষ কর্মীদের খুঁজে বের করতে বলা হয়েছিল। তার ভিত্তিতেই এই দফার কর্মী ছাঁটাই হবে বলে অনুমান।


Lenovo Layoffs: এবার কর্মী ছাঁটাই (Layoffs) হতে চলেছে লেনোভো (Lenovo) সংস্থাতেও। জানা গিয়েছে, লেনোভোর PC ডেস্কটপের ব্যবসাতেও অর্থনৈতিক মন্দার প্রভাব পড়েছে। তার জেরে এবার ডেস্কটপ অর্থাৎ কম্পিউটার বা PC নির্মাণ বন্ধ করতে চলেছে লেনোভো সংস্থা। এর পাশাপাশি গ্লোবাল স্তরে কর্মী ছাঁটাইয়ের পথেও হাঁটবে লেনোভো সংস্থা। মূলত খরচ নিয়ন্ত্রণের জন্যই এই কর্মী ছাঁটাই করা হবে। জানা গিয়েছে ১১৫ মিলিয়ন ডলার খরচ নিয়ন্ত্রণের পরিকল্পনা রয়েছে লেনোভো সংস্থার। আর তার জেরেই এবার ব্যাপক হারে কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটতে চলেছে লেনোভো সংস্থা। কত সংখ্যক কর্মী ছাঁটাই করবে লেনোভো কর্তৃপক্ষ তা এখনও স্পষ্ট নয়।


২০২২ সালের শেষভাগ থেকে কর্মী ছাঁটাই প্রক্রিয়া শুরু হয়েছে বিশ্বজুড়ে। সবচেয়ে বেশি প্রভাব পড়েছে বিভিন্ন তথ্যপ্রযুক্তি সংস্থায়। বিশ্বের প্রথম সারির তাবড় সব টেক কোম্পানিতেই হয়েছে কর্মী ছাঁটাই। উল্লেখ্য, বিশ্বের প্রথম সারির তথ্যপ্রযুক্তি সংস্থাগুলিতে (IT Companies) কোনওভাবেই থামছে কর্মী ছাঁটাই (Employee Layoffs) প্রক্রিয়া।  


আরও পড়ুন- কর্মী ছাঁটাই অব্যাহত, মেটা-অ্যাকসেঞ্চার-অ্যামাজনে চালু কর্মী ছাঁটাই