Jio 5G: ভারতে আনুষ্ঠানিক ভাবে লঞ্চ হয়েছে রিলায়েন্স জিও-র (Reliance Jio 5G) ৫জি সার্ভিস। রাজস্থানের রাজসামান্দের শ্রীনাথজির মন্দির থেকে হাই-স্পিডের (High Speed) এই সার্ভিসের সূচনা করেছেন জিও-র চেয়ারম্যান আকাশ আম্বানি। দু’মাস আগে জিও ৫জি-র (Jio 5G) কথা ঘোষণা করেছিল রিলায়েন্স। অবশেষে আনুষ্ঠানিক ভাবে তা লঞ্চ হল দেশে। চলতি বছরেই ভারতের বিভিন্ন বড় শহরে যেমন- দিল্লি, মুম্বই, কলকাতা এবং চেন্নাইতে ৫জি পরিষেবা চালু করার পরিকল্পনা রয়েছে রিলায়েন্স জিও গোষ্ঠীর। এর পাশাপাশি আগামী বছর অর্থাৎ ২০২৩ সালের ডিসেম্বর মাসের মধ্যে ভারতের প্রতিটি কোণায় ৫জি পরিষেবা পৌঁছে দিতে চায় রিলায়েন্স জিও সংস্থা। গত ২৯ অগস্ট ৫জি লঞ্চ প্রসঙ্গে অনুষ্ঠানেই একথা বলেছিলেন রিলায়েন্সের চেয়ারম্যান মুকেশ আম্বানি।
চলতি মাসের শুরুর দিকে রিলায়েন্স জিও ৫জি পরিষেবার বিটা ট্রায়াল শুরু করেছিল। মুম্বই, কলকাতা, বারাণসী এবং দিল্লিতে শুরু হয়েছিল এই ট্রায়াল। ইউজাররা ১ জিবিপিএসের বেশি ডাউনলোড স্পিড পাচ্ছিলেন এই পরিষেবার মাধ্যমে। এর মধ্যেই আবার শোনা গিয়েছে, জিও লেটেস্ট ভার্সানের ৫জি যাকে বলা হচ্ছে standalone 5G- সেটিও চালু করবে। এর অন্য নাম ‘Jio True 5G’। অনুমান করা হচ্ছে ৫জি পরিকাঠামোয় প্রায় ২ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করতে হবে।
ভারতে ইতিমধ্যেই ৫জি পরিষেবা চালু করেছে ভারতী এয়ারটেল। বর্তমানে গ্রাহকরা যে সিম ব্যবহার করেন, সেখানেই পাওয়া যাবে পরিষেবা। এমনকি গ্রাহকরা ৪জি-র খরচেই ৫জি পরিষেবা পাবেন বলেও জানিয়েছে এয়ারটেল কর্তৃপক্ষ। তবে সফটওয়্যার আপডেটের নোটিফিকেশন পেলে তবেই ৫জি সার্ভিসের সুযোগ সুবিধা পাওয়া যাবে। এয়ারটেলের তরফে দিল্লি, মুম্বই, চেন্নাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, শিলিগুড়ি, নাগপুর এবং বারাণসীতে ৫জি সার্ভিস চালু করা হয়েছে।
৫জি পরিষেবার মাধ্যমে এক সেকেন্ডে সর্বোচ্চ ডেটা ট্রান্সফার স্পিড পাওয়া যাবে ২০জিবিপিএস পর্যন্ত। অথবা এই স্পিড এক সেকেন্ডে হবে ১০০ এমবিপিএসেরও বেশি। India Mobile Congress (IMC) ইভেন্টে বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর দেখা গিয়েছে এয়ারটেল ৫জি- র মাধ্যমে ৩০৬এমবিপিএস ডাউনলোড স্পিড এবং ২৫.৪এমবিপিএস আপলোড স্পিড পাওয়া যাবে। ৪জি-র তুলনায় অনেকটাই বেশি স্পিড পাওয়া যাবে ৫জি ইন্টারনেটে। এয়ারটেল এবং জিও-র তরফে ৫জি সার্ভিস ভারতে চালু হলেও ভোডাফোন-ইন্ডিয়ার তরফে এখনও কিছু জানানো হয়নি। তবে এই টেলিকম সংস্থাও খুব তাড়াতাড়িই ভারতে ৫জি পরিষেবা চালু করবে বলে অনুমান করা হচ্ছে।
আরও পড়ুন- মহাকাশে ভারতের নয়া কীর্তি, ৩৬টি স্যাটেলাইট নিয়ে পাড়ি দিল ইসরোর সবথেকে ভারী রকেট