Vacuum Cleaner: ভারতে লঞ্চ হয়েছে একটি নতুন এবং অত্যাধুনিক ভ্যাকুয়াম ক্লিনার (Vacuum Cleaner)। Dyson সংস্থা সম্প্রতি দেশে লঞ্চ করেছে Dyson V15 Detect। এই কর্ড-ফ্রি (Cord Free) অর্থাৎ তার ছাড়া ভ্যাকুয়াম ক্লিনার আসলে Dyson সংস্থার V12 Detect cord-free vacuum cleane- এর সাকসেসর মডেল। প্রসঙ্গত উল্লেখ্য, চলতি বছর ফেব্রুয়ারি মাসে V12 Detect cord-free vacuum cleaner লঞ্চ হয়েছিল ভারতে। এই নিয়ে দ্বিতীয় কর্ড-ফ্রি ভ্যাকুয়াম ক্লিনার দেশে লঞ্চ করেছে Dyson সংস্থা। এই ভ্যাকুয়াম ক্লিনারে রয়েছে Laser Detect টেকনোলজি। Dyson সংস্থা জানিয়েছে এই আধুনিক প্রযুক্তির সাহায্যে খালি চোখে দেখা যায় না এমন নোংরা-আবর্জনাও পরিষ্কার করা সম্ভব। ভ্যাকুয়াম ক্লিনারের মাথায় একটি precisely angled laser রয়েছে। তার সাহায্যেই এই কাজ করা সম্ভব।

ভারতে এই আধুনিক ভ্যাকুয়াম ক্লিনারের দাম ও উপলব্ধতা

Dyson V15 Detect cord-free vacuum- এর দাম ৬২,৯০০ টাকা। কেনা যাবে ২৫ জুলাই থেকে Dyson.in এবং Dyson Demo stores থেকে এই অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন কর্ড-ফ্রি ভ্যাকুয়াম ক্লিনার কেনা যাবে।

কী কী ফিচার রয়েছে এই আধুনিক ডিভাইসে

  • সংস্থার দাবি এই আধুনিক ভ্যাকুয়াম ক্লিনারের সাহায্যে মাত্র এক ঘণ্টার মধ্যে গোটা বাড়ি পরিষ্কার করা যাবে। এখানে রয়েছে Dyson সংস্থার 240AW Hyperdymium মোটর। সাত সেলের ব্যাটারি যুক্ত রয়েছে এই মোটরে। শুধু তাই নয় এর সাহায্যে 125,000rpm গতি তোলা সম্ভব।
  • রঙিন LCD ডিসপ্লে রয়েছে এই ভ্যাকুয়াম ক্লিনারে। এই ডিসপ্লের মাধ্যমেই সাকশন মোড, ব্যাটারির মেয়াদ, কতটা পার্টিকেল সাকশনের মাধ্যমে তোলা হচ্ছে, তার সাইজ এইসব দেখা যাবে। পাঁচ স্তরীয় একটি ফিল্টারেশন পদ্ধতিও রয়েছে এই ভ্যাকুয়াম ক্লিনারে। এর সাহায্যে ৯৯.৯৯ শতাংশ পার্টিকল ক্যাপচার করার ক্ষমতা রাখে এই ডিভাইস। শুধু তাই নয়, ০.৩ মাইক্রনের মতো ছোট পার্টিকলও ক্যাপচার করতে পারে এই ভ্যাকুয়াম ক্লিনার।
  • নতুন লঞ্চ হওয়া ভ্যাকুয়াল ক্লিনারে রয়েছে Laser Dust detection technology-ও। সাদা চোখে যেসব ধুলোময়লা দেখা যায় না, সেটাও এই প্রযুক্তির সাহায্যে নজরে আসে এবং তা পরিষ্কার করা সম্ভব নয়।
  • প্রচুর পরিমাণ ধুলো থাকলে প্রয়োজন মতো সাকশন মোডের পাওয়ার বা শক্তি বৃদ্ধির ক্ষমতাও রাখে এই ভ্যাকুয়াম ক্লিনার। অটোম্যাটিক মোডে piezo সেনসর চালু থাকলে এটা সম্ভব। ফ্লোর বা মেঝের ধরন অনুসারেও এই ভ্যাকুয়াম ক্লিনার কাজ করতে পারে।

আরও পড়ুন- ১৫ মিনিটের কম সময়ের ভিডিও রিলস হিসেবে শেয়ার করা যাবে ইনস্টাগ্রামে, জানুন বিস্তারিত