Smartphone Heating Problems: আমাদের অনেকেরই ফোনে (Smartphones) বিভিন্ন ধরনের সমস্যা দেখা যায়। তার মধ্যে অন্যতম হল ফোন গরম (Smartphone Heating Problems) হয়ে যাওয়া। গান শুনলে, সিনেমা বা ভিডিও দেখলে, গেম খেললে এমনকি চার্জে বসালেও ফোন মারাত্মক ভাবে গরম হয়ে যায়। আচমকা হাত লাগলে মনে হয় যেন ছ্যাঁকা খেয়ে গেলেন। কমবেশি স্মার্টফোনে এই সমস্যা প্রায় সকলেই লক্ষ্য করেছেন। চলুন জেনে নেওয়া যাক ফোন কেন গরম হয়ে যায় এবং এই সমস্যা দেখা দিলে তা সমাধানের জন্য আপনি কী কী করতে পারেন।


স্মার্টফোন কেন গরম হয়ে যায়



  • অনেকসময় ফোনের ব্যাটারিতে সমস্যা দেখা দেয়। ডিভাইস গরম হয়ে যাওয়ার পিছনে এটি অন্যতম কারণ।

  • ফোনের বয়স হলে অর্থাৎ ফোন পুরনো হলে হার্ডওয়ারে সমস্যা দেখা দিতে পারে। এর ফলে ফোন গরম হয়ে যায়। ফোন দু থেকে তিন বছর পুরনো হলে তা আর আগের মতো সাবলীল ভাবে ব্যবহার করা যায় না। 

  • একনাগাড়ে ফোন অনেকক্ষণ ব্যবহার করলে, টানা গান শুনলে, গেম খেললে, সিনেমা দেখলে, ভিডিও দেখলে- অর্থাৎ একটানা অনেকক্ষণ ফোন ব্যবহার করলে তা গরম হয়ে যেতে পারে।

  • ফোনের চার্জিং পোর্ট বা চার্জারে সমস্যা থাকলেও ফোন গরম হয়ে যেতে পারে। অর্থাৎ ফোন চার্জে বসালে গরম হওয়ার প্রবণতা থাকে।

  • ফোন যত বেশি ব্যবহার করবেন ডিভাইস তত বেশি কমজোরি হবে। আর সেক্ষেত্রে এইসব গরম হওয়ার মতো সমস্যা লক্ষ্য করা যাবে।

  • অনেকসময়েই চারপাশের আবহাওয়ার উপরেও ফোন গরম হয়ে যাওয়ার বিষয়টি নির্ভর করে। অনেকক্ষণ সূর্যালোকের সংস্পর্শে থাকলে ফোন গরম হয়ে যেতে পারে। চারপাশের আবহাওয়া উত্তপ্ত থাকলেও ফোন গরম হতে পারে। 


স্মার্টফোন গরম হয়ে গেলে কী কী করবেন



  • ফোনের চার্জারের ব্যাপারে সতর্ক থাকুন। যে কোম্পানির ফোন ব্যবহার করেন চার্জার সেই কোম্পানির হলেই ভাল।

  • ফোন চার্জে বসিয়ে ব্যবহার করবেন না। চার্জে বসিয়ে ফোনে গান শোনা, ভিডিও দেখা, গেম খেলা, কথা বলা উচিত নয়।

  • মাঝে মাঝেই যদি দেখেন ফোন গরম হয়ে যাচ্ছে, তাহলে অবশ্যই ফোন ভাল কোনও দোকানে দেখিয়ে নেওয়া প্রয়োজন।

  • অনেকক্ষেত্রে ফোনের কোনও অংশ পাল্টে নিলে গরম হওয়ার সমস্যা কমে যায়। তাই এক্ষেত্রে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া দরকার।


আরও পড়ুন- বাস্তুমতে এই ছবি ঘরে থাকলে টাকা ও অন্নের অভাব পূরণ হবে, কী নিয়মে পালন আবশ্যক?